For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিউজিল্যান্ড ম্যাচের আগে নেটে বোলিং হার্দিকের, ভারতীয় দলে ঈশান কিষাণকে কেন চান হরভজন?

  • |
Google Oneindia Bengali News

রবিবার টি ২০ বিশ্বকাপে সুপার টুয়েলভের ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। তার আগে শুক্রবার পাকিস্তান-আফগানিস্তান ম্যাচ রয়েছে। ভারত ও নিউজিল্যান্ডকে হারানোয় সুপার টুয়েলভের গ্রুপ ২ থেকে পাকিস্তান সেমিফাইনালের দিকে পা বাড়িয়েই রেখেছে। ভারত ও নিউজিল্যান্ড ম্যাচে যে জিতবে তারও শেষ চারে ওঠার সম্ভাবনা বাড়বে। যদিও এই ম্যাচকে কোয়ার্টার ফাইনাল ভাবতে নারাজ হরভজন।

নিউজিল্যান্ড ম্যাচের আগে নেটে বোলিং হার্দিকের

ভাজ্জির কথায়, আফগানিস্তান যে কোনও দলকে হারিয়ে দিতেই পারে। তাই আফগানদের হাল্কাভাবে নেওয়া উচিত নয়। ভারতের শক্তি ও দক্ষতা নিয়ে সংশয় নেই। ভারতের যে দল রয়েছে তাতে নিউজিল্যান্ডকে হারানো সম্ভব। বিরাট কোহলিদের তাই আগে নিউজিল্যান্ড ম্যাচ জিতে পরে বাকি ম্যাচগুলিও জেতার লক্ষ্যে এগিয়ে যাওয়া উচিত। এমনকী ভারত যদি নক আউটে যায় এবং ফাইনালে ফের পাকিস্তানের মুখোমুখি হতে হয় তাহলে বিরাট কোহলিরাই যে জিতবেন সে বিষয়ে কোনও সংশয় নেই ভাজ্জির। তিনি মনে করেন, পাকিস্তান ম্যাচটা ভারতের অফ ডে গিয়েছে। তবে সেই পরাজয়টাই ভারতের কাছে ওয়েক-আপ কল। ক্রিকেটারদের উচিত মাঠে নেমে শুধু নিজেদের দক্ষতা মেলে ধরায় মনোনিবেশ করা। তাহলেই ভারত নিউজিল্যান্ড ম্যাচ থেকে ঘুরে দাঁড়াবে বলে মনে করেন হরভজন।

নিউজিল্যান্ড ম্যাচের আগে নেটে বোলিং হার্দিকের

ভারতের প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে চর্চা চলছে। অনেকে বলছেন, শার্দুল ঠাকুর ও রবিচন্দ্রন অশ্বিনকে প্রথম একাদশে আনার জন্য। তবে হরভজন মনে করেন, হার্দিক পাণ্ডিয়া যদি শুধু ব্যাটার হিসেবেও খেলেন তাহলেও ফারাক গড়ে দিতে পারেন। ভারতের টপ অর্ডার ও মিডল অর্ডার আরও শক্তিশালী করতে রোহিত শর্মার সঙ্গে ওপেন করুন ঈশান কিষাণ। আইপিএলের শেষ দিকে এবং প্রস্তুতি ম্যাচেও ঈশান ঝোড়ো ব্যাটিং করেছেন। ফলে তাঁকেই রোহিতের সঙ্গে ওপেনে দেখতে চান ভাজ্জি। তাঁর মতে, বিরাট কোহলি যেখানে তিনে নামবেন সেখানে চারে ব্যাট করুন লোকেশ রাহুল। পাঁচে পন্থ। ছয় বা সাতে হার্দিক নেমে দুই দলের মধ্যে ফারাক গড়ে দিতে পারেন।

নিউজিল্যান্ড ম্যাচের আগে নেটে বোলিং হার্দিকের

পাকিস্তান ম্যাচে ব্যাটিংয়ের সময় কাঁধে চোট লেগেছিল হার্দিকের। স্ক্যানে গুরুতর কিছু ধরা পড়েনি। আজ ভারতীয় দল দুবাইয়ে আইসিসি আকাদেমিতে অনুশীলনে নামে। হার্দিক ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর নেটে বোলিংও করেন। স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নিক ওয়েব ও সোহম দেশাইয়ের তত্ত্বাবধানে কিছুক্ষণ দৌড়ানো-সহ ২০-২৫ মিনিটের ফিটনেস ড্রিলে অংশ নেন হার্দিক। এরপর মিনিট ১৫ বল করেন। ব্যাট হাতে কিছুক্ষণ থ্রোডাউন সামলে নেটে পুরোদমে ব্যাটিং অনুশীলন চালান হার্দিক। মহেন্দ্র সিং ধোনিকে দেখা গিয়েছে নেটে হার্দিককে পরামর্শ দিতে। রবি শাস্ত্রীর তত্ত্বাবধানে গোটা ভারতীয় দলকে বেশ চনমনে মেজাজেই দেখা গিয়েছে। ক্রিকেটারদের নিজেদের মধ্যে হাসি-ঠাট্টায় মাততেও দেখা যায়। সবমিলিয়ে ভারতের বডি ল্যাঙ্গুয়েজ নিউজিল্যান্ড ম্যাচের আগে যথেষ্টই ইতিবাচক।

English summary
All The Matches Are A Kind Of Must-Win Game For Team India In T20 WC, Feels Harbhajan Singh. According To Bhajji The Defeat Against Pakistan Is Wake Up Call For Virat's Team.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X