For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফিটনেস টেস্টে ফেল করলেন ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলে সুযোগ পাওয়া অল রাউন্ডার ও স্পিনার

ফিটনেস টেস্টে ফেল করলেন ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলে সুযোগ পাওয়া অল রাউন্ডার

  • |
Google Oneindia Bengali News

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দলে ডাক পেয়েও ধাক্কা খেলেন রাহুল তেওয়াটিয়া। আইপিএল ২০২০ কাঁপানো এই অল রাউন্ডার বিসিসিআই নির্ধারিত ফিটনেস টেস্টে ফেল করেছেন বলে জানানো হয়েছে। জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য যে ন্যূনতম ফিটনেস প্রয়োজন সেই ধাপ তেওয়াটিয়া পেরোতে পারেননি বলে বিসিসিআই সূত্রে খবর। কেকেআর স্পিনার বরুণ চক্রবর্তীরও একই পরিণতির মুখে পড়তে হয়েছে বলে জানানো হয়েছে।

ফিটনেস টেস্টে ফেল করলেন ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলে সুযোগ পাওয়া অল রাউন্ডার ও স্পিনার

অস্ট্রেলিয়ার মাটিতে চোট পেয়ে বাইশ গজ থেকে ছিটকে যাওয়া রবীন্দ্র জাদেজার পরিবর্তে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন অল রাউন্ডার রাহুল তেওয়াটিয়া। আইপিএল ২০২০-তে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে তাঁকে বেছে নিয়েছেন নির্বাচকরা। কিন্তু শুরুর আগেই ধাক্কা খেল রাহুলের জাতীয় দলে খেলার স্বপ্ন। বিসিসিআই নির্ধারিত ফিটনেস টেস্টে উত্তীর্ণ না হওয়ার কারণে তাঁকে দলে থেকে বাদ দেওয়াও হতে পারে বলে খবর। অভিষেকের আগেই জাতীয় দল থেকে ছাঁটাই হতে পারেন স্পিনার বরুণ চক্রবর্তীও।

জাতীয় দলে নিজের জায়গা ধরে রাখতে কোনও ক্রিকেটারকে হয় ইয়ো-ইয়ো, নয় দুই কিলোমিটার টেস্ট উত্তীর্ণ হওয়াটা বাধ্যতামূলক করে দিয়েছে বিসিসিআই। ১৭:১ ইয়ো-ইয়ো টেস্ট যতটা কঠিন পরেরটা তার চেয়েও বেশি শক্ত বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কারণ এ যাত্রায় ৮ মিনিট ১৫ সেকেন্ডে ২ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হয় ফাস্ট বোলারদের। একই দূরত্ব আট মিনিট ৩০ সেকেন্ডে অতিক্রম করতে হয় ব্যাটসম্যান, উইকেটরক্ষক এবং স্পিনারদের। রাহুল তেওয়াটিয়া এবং বরুণ চক্রবর্তী সেই ধাপ অতিক্রম করতে পারেননি বলে বিসিসিআই সূত্রে খবর।

English summary
All rounder Rahul Tewatia fails fitness test ahead of T20 series against England
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X