For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আকাশের চার উইকেট, মুকেশের ঝুলিতে তিনটি! রঞ্জিতে বরোদাকে চেপে ধরল বাংলা

Google Oneindia Bengali News

রঞ্জি ট্রফির ম্যাচে বরোদার বিরুদ্ধে চালকের আসনে বাংলা। কল্যাণীতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বরোদা অধিনায়ক বিষ্ণু সোলাঙ্কি। বাংলার দুই পেসারের দাপটে প্রথম দিনের শেষে বরোদার স্কোর ৭ উইকেটে ২২২। ভারতের টি ২০ দল থেকে এসে এবারের রঞ্জিতে প্রথম ম্য়াচ খেলতে নেমেই তিন উইকেট নিয়েছেন মুকেশ কুমার। আকাশ দীপ পেয়েছেন চারটি উইকেট।

রঞ্জি ট্রফির ম্যাচে বরোদাকে চেপে ধরল বাংলা

(ছবি- সিএবি মিডিয়া)

বরোদার ওপেনিং জুটি ভাঙেন মুকেশ কুমার। ম্যাচের অষ্টম ওভারে। প্রত্যুষ কুমার ২৫ বল খেলে কোনও রান না করেই কট বিহাইন্ড হন। ১০৬ রানে পড়ে দ্বিতীয় উইকেট। প্রিয়াংশু মোলিয়াও কট বিহাইন্ড হন, তবে এবার বোলার ছিলেন আকাশ দীপ। ৯টি চারের সাহায্যে ৯৯ বলে ৫০ রান করেন প্রিয়াংশু। ৪৮তম ওভারে দুটি উইকেট হারায় বরোদা। এই ওভারের প্রথম বলে বরোদা অধিনায়ক সোলাঙ্কিকে ফেরান মুকেশ কুমার। ১৭ বলে ৬ রান করে বিষ্ণু সোলাঙ্কি আউট হন দলের ১২১ রানের মাথায়। এরপর ওভারের পঞ্চম বলটিতে শাশ্বত রাওয়াতের উইকেটটিও তুলে ঝটকা দেন মুকেশ। রাওয়াত ৪ বলে ৪ রান করে আউট হন দলগত ১২৫ রানে।

বরোদার পঞ্চম ও ষষ্ঠ উইকেট পড়ে যথাক্রমে ১৫৬ ও ১৬০ রানে। ৬১তম ওভারের প্রথম ও চতুর্থ বলে আকাশ দীপ সাজঘরে ফেরান যথাক্রমে নিনাদ রাথভা (৪৪ বলে ২০) ও মিতেশ প্যাটেল (৩ বলে ৪)-কে। ৭৮.১ ওভারে জ্যোৎস্নিল সিংয়ের উইকেটটিও যায় আকাশ দীপের ঝুলিতে। ওপেনার জ্যোৎস্নিল ২১৭ বল খেলে ১৩টি চারের সাহায্যে ৮৫ রান করে লেগ বিফোর হন। বরোদার সপ্তম উইকেটটি পড়ে ২১১ রানের মাথায়। মহেশ পিথিয়া ৬৯ বলে ২৭ ও সোয়েব সোপারিয়া ৮ বলে ৫ রান করে ক্রিজে আছেন। আজ ৮১ ওভার খেলা হয়েছে। কাল যত দ্রুত সম্ভব বরোদার শেষ তিনটি উইকেট তুলে নেওয়াই লক্ষ্য বাংলার।

আকাশ দীপ ৬টি মেডেন-সহ ২৩ ওভারে ৬৭ রানের বিনিময়ে চার উইকেট দখল করেন। ৮টি মেডেন-সহ ১৯ ওভারে ৫০ রান খরচ করে তিনটি উইকেট তুলে নিয়েছেন মুকেশ কুমার। ঈশান পোড়েলের ১৭ ওভারের ৬টি মেডেন, তিনি ২৯ রান দিয়ে কোনও উইকেট পাননি। শাহবাজ আহমেদ ১০ ওভারে ১টি মেডেন-সহ ৩০ রানের বিনিময়ে কোনও উইকেট পাননি। সায়নশেখর মণ্ডল ২টি মেডেন-সহ ১২ ওভারে ২৬ রান দিয়েছেন, তিনিও এখনও উইকেট পাননি। মুকেশ কুমার এদিন বাংলা দলে এসেছেন প্রদীপ্ত প্রামাণিকের জায়গায়।

English summary
Ranji Trophy: Bengal In Commanding Position Against Baroda In Kalyani. Akash Deep Bags 4 Wickets, Mukesh Kumar Gets 3 Wickets.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X