For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এমনটা করলে করোনা পরবর্তী ক্রিকেটে বলে লালা ব্যবহারে ঝুঁকি নেই মত প্রাক্তন ক্রিকেটারের

এমনটা করলে করোনা পরবর্তী ক্রিকেটে বলে লালা ব্যবহারে ঝুঁকি নেই মত প্রাক্তন ক্রিকেটারের

  • |
Google Oneindia Bengali News

করোনা থেকে বাঁচতে ক্রিকেটে ইতিমধ্যে থুতু বা লালার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা কোভিড পরবর্তী সময়ের ক্রিকেটের জন্য এই নিয়ম এনেছে। সেই নিয়ে ক্রিকেট মহলে অবশ্য ভিন্ন মত। এবার বলের লালার ব্যবহার নিয়ে মতামত জানালেন দেশের প্রাক্তন বোলার অজিত আগারকর।

১০৪টি উপগ্রহ উৎক্ষেপণ, ২০১৭

১০৪টি উপগ্রহ উৎক্ষেপণ, ২০১৭

এদিন বুধবার একবারের চেষ্টায় মোট ১০৪টি উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে তাঁরা। এর মধ্যে বড় তিনটি উপগ্রহ রয়েছে ভারতের। বাকী ১০৩টি ছোট উপগ্রহ বাইরের দেশগুলির। যার মধ্যে অন্যতম হল মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের মোট ৮৮টি 'ন্যানো স্যাটেলাইট'-কে 'পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল' বা পিএসএলভি ব্যবহার করে এদিন মহাকাশে সফলভাবে পাঠিয়েছে ইসরো।['ইসরো'র ঐতিহাসিক রেকর্ডকে কুর্নিশ : সোস্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা বিশিষ্টজনেদের ]

আগারকর যা বলেছেন

আগারকর যা বলেছেন

আগারকর বলেন, 'করোনা সচেতনতায় ম্যাচের আগে কোভিড-১৯ পরীক্ষা করা আবশ্যক। সেখানে ক্রিকেটারদের রিপোর্ট যদি নেগেটিভ আসে, তখন বলে লালা বা থুতু লাগানোর ক্ষেত্রে ঝুঁকি নেই। '

মঙ্গলযান, ২০১৪

মঙ্গলযান, ২০১৪

প্রথমবারের চেষ্টায় মঙ্গলে মহাকাশ যান পাঠিয়ে রেকর্ড করে ইসরো। এর আগে আর কোনও দেশ প্রথমবারের চেষ্টায় মঙ্গল অভিযান করতে পারেনি। এবং সবচেয়ে আশ্চর্যের হল মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে দশগুণ কম খরচে মাত্র ৪৫০ কোটি টাকায় ইসরো ইসরো মঙ্গল অভিযান করেছে।[ইসরোর 'স্পেস শাটল' নিয়ে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি অবশ্যই জেনে নিন]

বোলারদের অসুবিধে নিয়ে আগারকরের মত

বোলারদের অসুবিধে নিয়ে আগারকরের মত

বলে লালার ব্যবহার বন্ধের জন্য পেসাররা সমস্যায় পড়তে চলেছেন বলে মনে করছেন আগারকর। তাঁর মতে বলে লালার ব্যবহারে পেসাররা সুইং করান। বাস্তবে ম্যাচ সিচুয়েশনে লালার ব্যবহার বন্ধে পেসাররা কীভাবে মানিয়ে নিতে পারেন, সেটাই এখন দেখার।

চন্দ্রযান, ২০০৮

চন্দ্রযান, ২০০৮

২০০৮ সালে চন্দ্রের কক্ষপথে মহাকাশ যান পাঠায় ভারত। এর ফলে ষষ্ঠ দেশ হিসাবে এই এলিট প্যানেলে জায়গা করে নেয় ইসরো।

লালার ব্যবহার নিয়ে কী বলছেন আক্রম

লালার ব্যবহার নিয়ে কী বলছেন আক্রম

লালার ব্যবহার এভাবে বন্ধ হয়ে গেলে, আগামী দিনে পেসাররা যন্ত্রে পরিণত হবে। পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আক্রম এমনটা জানিয়েছেন।

আইআরএনএসএস, ২০১৬

আইআরএনএসএস, ২০১৬

ইসরো তৈরি করে ভারতের নিজের স্যাটেলাইট নেভিগেশন মিশন সিস্টেম। যা সমুদ্রে দিক নির্ণয়ে বিশেষ সহায়ক হবে। ফলে বিপর্যয় মোকাবিলা ও জাহাজ হারিয়ে যাওয়ার মতো ঘটনাকে সহজেই মোকাবিলা করা সহজ হবে।

কেন লালার ব্যবহার বন্ধ

কেন লালার ব্যবহার বন্ধ

করোনা মূলত থুতু, হাঁচি, কাশি,স্যালাইভা থেকে ছড়াতে পারে। সেই কারণেই এখন করোনা পরবর্তী পরিস্থিতির নিউ নর্ম্যালে রাস্তায় বেরোলেই মুখে মাস্ক আবশ্যক বলে ডাক্তাররা জানাচ্ছেন। ইতিমধ্যে করোনা সঙ্গে ছয় মাসেরও বেশি সময় যুদ্ধ চলছে। আগামী দিনেও করোনাকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে বলে বিজ্ঞানীরা মনে করছেন।প্রতিষেধক আবিষ্কার না হওয়া পর্যন্ত নিউ নর্ম্যালে সামাজিক দূরত্বও বজার রাখতে হবে। ক্রিকেট মাঠে অবশ্য মাস্ক বা সামাজিক দূরত্ব বজায় রাস্তা সম্ভব নয়। লালার মাধ্যমে করোনার জীবাণু যাতে সংক্রমিত না হয় সেই কারণেই বলে লালা-র ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

২০টি উপগ্রহ উৎক্ষেপণ, ২০১৬

২০টি উপগ্রহ উৎক্ষেপণ, ২০১৬

গতবছরে একসঙ্গে ২০টি উপগ্রহ একসঙ্গে পাঠিয়ে নিজের রেকর্ড তৈরি করেছিল ইসরো। তার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি ও ইন্দোনেশিয়ার উপগ্রহও ছিল। এদিন সেই রেকর্ডও ভেঙে দিয়েছে ইসরো।

আইএনএসএস, ১৯৮৩

আইএনএসএস, ১৯৮৩

INSAT নামে জনপ্রিয় ৯টি উপগ্রহকে ১৯৮৩ সালে মহাকাশে পাঠানো হয়। তথ্য ও সম্প্রচার ব্যবস্থাকে দক্ষিণ এশিয়ায় মজবুত করতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছিল।

পিএসএলভি ১৯৯৩

পিএসএলভি ১৯৯৩

১৯৯৩ সাল থেকে পিএসএলভি বা পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল ১৯টি ভিন্ন দেশের ৪০ উপগ্রহকে সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করেছে।

আরএসভি, ২০১৬

আরএসভি, ২০১৬

মাত্র ৯৫ কোটি টাকা খরচে তৈরি পুনর্ব্যবহারযোগ্য লঞ্চ ভেহিকল বা রিইউজেবল লঞ্চ ভেহিকল বা স্পেশ শাটল বানিয়ে ইতিহাস তৈরি করে ইসরো।

আর্যভট্ট, ১৯৭৫

আর্যভট্ট, ১৯৭৫

ভারতের অন্যতম সেরা জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্টের নামে প্রথম উপগ্রহ তৈরি হয়। এর মাধ্যমেই মহাকাশ গবেষণার জগতে প্রথম মাইলফলক তৈরি করে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা।

জিএলএসভি-এমকে৩, ২০১৭

জিএলএসভি-এমকে৩, ২০১৭

ইসরো সফলভাবে জিএলএসভি-এমকে৩ পরীক্ষা করেছে। ফলে ২০২০ সালের মধ্যে মহাকাশে মানুষ পাঠাতে পারে এমন দেশগুলির তালিকায় নিজের নাম ভারত নথিভুক্ত করতে পেরেছে।

বিশ্বকাপে সর্বাধিক উইকেট নেওয়া পাঁচ ভারতীয় বোলারের তালিকা দেখে নেওয়া যাকবিশ্বকাপে সর্বাধিক উইকেট নেওয়া পাঁচ ভারতীয় বোলারের তালিকা দেখে নেওয়া যাক

English summary
Ajit Agarkar on use of saliva in cricket after Covid-19 pandemic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X