For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অজিঙ্ক রাহানে দ্বিশতরান হাঁকিয়ে সরব ভারতের পিচ নিয়ে! দিল্লিতে বিপজ্জনক উইকেটে থমকাল রঞ্জি ম্যাচ

  • |
Google Oneindia Bengali News

চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানে ভারতীয় টেস্ট দল থেকে একই সময়ে বাদ পড়েছেন। কাউন্টিতে একের পর এক ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে পূজারা টেস্ট দলে কামব্যাকই শুধু করেননি, ভারতের সহ অধিনায়ক হিসেবে বাংলাদেশের বিরুদ্ধে শতরান পেয়েছেন চট্টগ্রামে। বাদ পড়ার পর অজিঙ্ক রাহানে আজ নিয়ে দুটি দ্বিশতরান ও একটি শতরান হাঁকিয়েছেন। কিন্তু জাতীয় দলের দরজা কবে খুলবে নিশ্চিত নন।

অজিঙ্ক রাহানে দ্বিশতরান হাঁকিয়ে সরব ভারতের পিচ নিয়ে!

রাহানে এদিন হায়দরাবাদের বিরুদ্ধে দুরন্ত দ্বিশতরান করেছেন। মুম্বইয়ের অধিনায়কের ইনিংস সাজানো ২৬টি চার ও তিনটি ছয় দিয়ে। ২৬১ বলে ২০৪ রান করেছেন। যশস্বী জয়সওয়াল ১৬২ রান করেন। ১৮টি চারের সাহায্যে ১৬১ বলে ১২৬ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন সরফরাজ খান। মুম্বই ৬ উইকেটে ৬৫১ রান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ারের পর হায়দরাবাদ আজ আজ দ্বিতীয় দিনের শেষে ৬ উইকেটে ১৭৩ তুলে ধুঁকছে। এই ম্যাচে প্রথম শ্রেণির ক্রিকেটে রাহানে ৩৮তম শতরান পূর্ণ করেন।

ম্যাচের পর সাংবাদিকদের রাহানে বলেন, ব্যাটিং গড় পড়ে যাওয়ার ক্ষেত্রে ব্যাটিং স্টাইলে কোনও ভুল ছিল না। আমরা বিগত তিন বছরে দেশের মাটিতেই বেশি খেলেছি। যাঁরা টেস্টে তিন থেকে পাঁচে ব্যাট করতে যান তাঁদের সকলেরই গড় কমেছে। আমার সঙ্গে পূজারা, বিরাটেরও গড় কমার কারণ ভারতের পিচগুলি। ব্যাটিংয়ে ভুলত্রুটি বা প্রত্যেকবার ভুল করার কোনও ঘটনা ঘটেনি। কোনও অজুহাত দিতে চাইছি না, কিন্তু যে ধরনের উইকেটে দেশের মাটিতে খেলা হয়েছে সেটাও গড় কমার কারণ।

উল্লেখ্য, ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাচ্ছে ১৭টি টেস্টের মধ্যে পাঁচটি টেস্ট ভারতে হয়েছে। যার ৯ ইনিংসে রাহানে একটি অর্ধশতরান করেছেন। রাহানের কথায়, মিডল অর্ডারে ব্যাট করা সব সময়ই চ্যালেঞ্জিং। ওপেনারদের ক্ষেত্রে পরিস্থিতি সহজ থাকে, কারণ তাঁরা শক্ত বলে খেলা শুরু করেন। কিন্তু পরে কেউ আউট হলেই কোথায় ভুল হচ্ছে তার কারণ খুঁজতে সকলে ভাবনাচিন্তা শুরু করে দেন। রাহানে এদিন স্পষ্ট জানিয়ে দেন, কারও কাছে নিজেকে প্রমাণ করতে চাইছি না। তবে আমি হালও ছেড়ে দেব না। দলের গুরুত্বপূর্ণ সময়ে রান পেয়েছি। ম্যাচ জিতেছি। ডাবল সেঞ্চুরি সব সময়ই স্পেশ্যাল। যেভাবে টাইমিং হয়েছে তাতে খুশি। যেভাবে চেয়েছি সব কিছুই পরিকল্পনামাফিক হয়েছে। অনূর্ধ্ব ১৯ বা রঞ্জি ট্রফিতে যেমন আগে খেলেছি তেমনটাই চেয়েছি। তার কাছাকাছি পৌঁছনোই লক্ষ্য ছিল। রাহানে জানান, তিনি ভালো খেলুন বা খারাপ সবটাই লিখে রাখেন। মাঝেমধ্যে তা পড়েও দেখেন।

এদিকে, রাহানে যেদিন ভারতীয় পিচ নিয়ে সরব হলেন সেদিনই দিল্লির কর্নেল সিং স্টেডিয়ামে স্থগিত হয়ে গেল রঞ্জি ট্রফির পাঞ্জাব বনাম রেলওয়েজ ম্যাচ। চারটি সেশনে ১০৩ ওভারে ২৪ উইকেট পড়েছে। পাঞ্জাব প্রথম ইনিংসে ১৬২ তুলেও ১২ রানের লিড পায়। দ্বিতীয় ইনিংসে ১৮ রানে তাদের ৪ উইকেট পড়ে গিয়েছিল। এরপর ম্যাচ অফিসিয়ালরা পিচটিকে বিপজ্জনক ও খেলার অনুপযুক্ত ঘোষণা করে দেন। কাল নতুন করে নতুন পিচে খেলা শুরু হবে।

English summary
Ajinkya Rahane Slams Double Hundred For Mumbai In Ranji Trophy Against Hyderabad. He Claims Virat, Pujara And His Averages Came Down In Last 3 Years Due To Indian Pitches.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X