For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুম্বই টেস্টে ভারতীয় দল থেকে ছিটকে গেলেন তিন তারকা, প্রথম একাদশে থাকবেন কারা?

Google Oneindia Bengali News

একটা-দুটো নয়। অন্তত তিন-তিনটে পরিবর্তন করে মুম্বই টেস্ট জয়ের লক্ষ্যে নামতে চলেছে বিরাট কোহলির ভারত। কানপুর টেস্টের দলে থাকা যাঁরা এই টেস্টে খেলবেন না তাঁরা হলেন ইশান্ত শর্মা, রবীন্দ্র জাদেজা ও অজিঙ্ক রাহানে। খারাপ ফর্মের কারণে রাহানের বাদ পড়া নিয়ে জল্পনা চলছিল। সহ অধিনায়ককে বাইরে রাখার কারণ হিসেবে অবশ্য জানানো হয়েছে তাঁর বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে সামান্য চোট ছিল, তা পুরোপুরি সারেনি!

মুম্বই টেস্টে ভারতীয় দল থেকে ছিটকে গেলেন তিন তারকা, প্রথম একাদশে থাকবেন কারা?

তবে তিন ক্রিকেটারকে বাদ দেওয়ার এমন দাবির বিশ্বাসযোগ্যতা নিয়ে সংশয়ে খোদ ভিভিএস লক্ষ্মণ। তাঁর যুক্তি, এই ক্রিকেটাররা চোট পেলেন কখন? কেন না, বিরাট কোহলি গতকাল সাংবাদিক সম্মেলনে এ সব নিয়ে কিছুই বলেননি! লক্ষ্মণের কথাকে উড়িয়ে দেওয়াও চলে না। কেন না, গতকাল ইনডোরে ভারতের অনুশীলনে ব্যাটিং করেছেন রাহানে। বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, কানপুর টেস্টের শেষ দিনে ফিল্ডিং করতে গিয়ে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছিল রাহানের। জাদেজার ডান হাতে চোট লাগায় ফুলে রয়েছে। স্ক্যান রিপোর্ট দেখে তাঁকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। ইশান্ত শর্মা ফিল্ডিং করার সময় আঙুলে চোট পাওয়ার পরও বল করেছিলেন। কিন্তু তাঁর বাঁ হাতের সেই কড়ে আঙুলের চোট তাঁকে ছিটকে দিল মুম্বই টেস্ট থেকে। আঙুলের চোটের কারণে টি ২০ সিরিজ থেকে ছিটকে যাওয়া মহম্মদ সিরাজই স্থলাভিষিক্ত হচ্ছেন ইশান্তের।

বিরাট দলে এলেন অজিঙ্ক রাহানের জায়গায়। ইশান্ত শর্মার জায়গায় মহম্মদ সিরাজ। তবে রবীন্দ্র জাদেজার পরিবর্তে কে প্রথম একাদশে আসবেন তা নিয়ে জল্পনা চলছে। বিরাট কোহলি পাঁচ বোলার নিয়ে নামতে পছন্দ করেন। মনে করা হচ্ছে, ভারত ব্যাটারের সংখ্যা বাড়াবে না। তিন স্পিনার ও দুই পেসার, নাকি তিন পেসার ও দুই স্পিনার কম্বিনেশন কী হবে সেটা নিয়েই চলছে চর্চা। যদিও বিসিসিআইয়ের বিবৃতি সামনে আসার পর কিছুটা হতবাক ভিভিএস লক্ষ্মণ। মুম্বই পৌঁছে গতকাল ইনডোরে অনুশীলন ছাড়া ভারত প্র্যাকটিসই করতে পারেনি। লক্ষ্মণের যথাযথ প্রশ্ন, এতজন ক্রিকেটারের চোট, অথচ গতকাল বিরাট কিছুই বললেন না! ইশান্ত বা রাহানেকে খারাপ ফর্মের কারণেই বাদ দেওয়া হয়েছে এটা জানাতে বোর্ডের কীসের দ্বিধা তা নিয়ে সংশয়ী ক্রিকেটপ্রেমীরাও।

লক্ষণের পরামর্শ, যেহেতু বল ঘুরবে তাই ২০১৬ সালে ওয়াংখেড়েতে শেষ টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে শতরানকারী জয়ন্ত যাদবকে দলে নিক ভারত। ওই টেস্টে বিরাট কোহলি দ্বিশতরান করেছিলেন, তাঁকে যোগ্য সঙ্গত দেন জয়ন্ত। ইশান্তের জায়গায় সিরাজের খেলার সম্ভাবনা ছিলই। লাল মাটির পিচে বাউন্স আদায় করতে তিনি কার্যকরী ভূমিকা পালন করবেন বলে মনে করা হচ্ছিল। এদিকে, নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন টম লাথাম। কনুইয়ের চোট ভোগাচ্ছে কেন উইলিয়ামসনকে। কানপুর টেস্টে ব্যাটিংয়ের পর তাঁর চোট বেড়েছে বলে জানিয়েছেন কিউয়ি কোচ গ্যারি স্টেড।

English summary
Ajinkya Rahane Ishant Sharma And Ravindra Jadeja Ruled Out Of Mumbai Test Against New Zealand. Mohammed Siraj Will Replace Ishant, Toss Up Between Jayant Yadav And Prasidh Krishna For The Final Spot.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X