For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টুইটারে ট্রেন্ডিং #ThankYouRahane! রাহানে কি ভারতের হয়ে শেষ টেস্ট খেলে ফেললেন কেপ টাউনেই?

  • |
Google Oneindia Bengali News

কেপ টাউনেই কি শেষ টেস্ট খেলে ফেললেন অজিঙ্ক রাহানে? ওয়ান্ডারার্স টেস্টের তৃতীয় দিন থেকেই সেই জল্পনা জোরালো হতে শুরু করল। অথচ নিজেকে মেলে ধরে দলকে বিপদ থেকে বাঁচানোর বড় মঞ্চ পেয়েছিলেন রাহানে। কিন্তু হতাশ করলেন সমর্থকদের। কাগিসো রাবাডার দুরন্ত ডেলিভারিতে আউট হলেন মাত্র ১ রান করে।

হতাশ করলেন রাহানে

জোহানেসবার্গ টেস্টে দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি তথা ব্যাটারদের মধ্যে সর্বাধিক রান করেছিলেন রাহানে। তারপরও অনেক প্রাক্তন ক্রিকেটারই মত দেন যে, ছন্দে থাকা হনুমা বিহারীকে না বসিয়ে বিরাট দলে ফিরুক রাহানের জায়গাতেই। কেন না, ভারতীয় টেস্ট দলের মিডল অর্ডারে জায়গা ধরে রাখতে দীর্ঘদিন পর একটা অর্ধশতরান মোটেই যথেষ্ট নয়। কিন্তু তারপরও রাহানের উপরই আস্থা রেখেছিল ভারতের টিম ম্যানেজমেন্ট।

সুযোগ হাতছাড়া

গতকাল দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ছিল ২ উইকেটে ৫৭, লিড ছিল ৭০ রানের। হাতে তিন দিন রয়েছে। সুনীল গাভাসকর পরামর্শ দিয়েছিলেন, প্রথম সেশনটা সাবধানে খেলে ফেললেই বড় রান তোলা অসুবিধা হবে না পিচ যতই চ্যালেঞ্জিং হোক না কেন। বিরাট কোহলিকে যোগ্য সঙ্গত দিন সতীর্থরা। কিন্তু সেই পরিকল্পনা খাটেনি। দিনের দ্বিতীয় বলেই লেগ স্লিপে দাঁড়ানো কিগান পিটারসেন দর্শনীয় ক্যাচ ধরায় মার্কো জানসেন ফেরান চেতেশ্বর পূজারাকে। ভারতের স্কোর তখন ১৭.২ ওভারে ৩ উইকেটে ৫৭। পরের ওভারের শেষ বলেই কাগিসো রাবাডার লাফিয়ে ওঠা ডেলিভারি রাহানের গ্লাভস ছুঁয়ে চলে যায় উইকেটকিপারের কাছে। তিনি ক্যাচটি ধরতে না পারলেও তা তালুবন্দি করেন ফার্স্ট স্লিপে দাঁড়ানো ডিন এলগার। ১৯ ওভারে ৫৮ রানের মাথায় পড়ে ভারতের চতুর্থ উইকেট। তারপর থেকে দলের ইনিংস এগিয়ে যেতে থাকেন বিরাট কোহলি ও ঋষভ পন্থ। ইতিমধ্যেই তাঁদের জুটিতে এখনও অবধি উঠেছে ৫০-এর বেশি রান।

শেষ টেস্ট নিয়ে জল্পনা

তবে রাহানের কেরিয়ারে এটিই হতে পারে শেষ টেস্ট। অন্তত যেভাবে মিডল অর্ডারে নিয়মিত হতে অপেক্ষা করছেন মুম্বই টেস্টে শতরানকারী শ্রেয়স আইয়ার কিংবা হনুমা বিহারীরা। শ্রেয়স মুম্বই টেস্ট খেলেছিলেন রাহানেরই জায়গায়, সেই টেস্টেও বিরাট খেলায় বসতে হয়েছিল কানপুর টেস্টে অধিনায়কত্ব করা রাহানেকে। দক্ষিণ আফ্রিকা সফরে রোহিত শর্মাকে সহ অধিনায়ক করা হলেও তিনি চোট পেয়ে ছিটকে যেতেই দায়িত্ব বর্তায় লোকেশ রাহুলের উপর।

ব্যর্থতা অব্যাহত

চলতি বছর দুটি টেস্টে রাহানের রান ৬৮, তার মধ্যে জোহানেসবার্গের ৫৮ রান সর্বাধিক। ২০২১ সালে ১৩ টেস্টে ২৩ ইনিংসে ৪৭৯ রান করেছিলেন, সর্বাধিক ছিল ৬৭। গড় ২০.৮২, ২টি অর্ধশতরান ছিল, ২ বার শূন্যে ফেরেন। দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কানপুর টেস্টে ৩৫ ও ৪ রান করেছিলেন। সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে করেছিলেন ৪৮ ও ২০। জোহানেসবার্গে শূন্য ও ৫৮। এরপর কেপ টাউনে দুই ইনিংসে দুই অঙ্কেই পৌঁছাতে পারলেন না। তাঁর ব্যর্থতার পরই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়েছে হ্যাশট্যাগ থ্যাঙ্ক ইউ রাহানে (#ThankYouRahane)। এরপর ভারত দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে। তাতে রাহানের পক্ষে জায়গা ধরে রাখা কার্যত অসম্ভব। সমর্থকরাও বলছেন, অনেক হয়েছে আর না।

English summary
Ajinkya Rahane Failed To Deliver Once Again #ThankYouRahane Started Trending On Twitter. Rahane Was Dismissed By Rabada.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X