For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ICC WTC Final : ৪৯-এ আউট রাহানের অনন্য টেস্ট ক্লাবে প্রবেশ, কী বলছে পরিসংখ্যান

ICC WTC Final : ৪৯-এ আউট রাহানের অনন্য টেস্ট ক্লাবে প্রবেশ, কী বলছে পরিসংখ্যান

  • |
Google Oneindia Bengali News

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে শুরুটা ভাল করেও ততটা জ্বলে উঠতে পারেননি অজিঙ্ক রাহানে। তবে তাঁর লড়াইয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ক্রিকেট প্রেমীরা। একই সঙ্গে তিনি এক অনন্য টেস্ট ক্লাবের সদস্য হয়েছেন। যে ক্লাবের সদস্যপদ আগেই নিয়ে ফেলেছেন বিরাট কোহলি। সেই পরিসংখ্যান এক নজরে চোখ ফেরানো যাক।

বিদেশে তিন হাজার রান

বিদেশে তিন হাজার রান

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিয়ে ভারতের হয়ে মোট ৭৪টি টেস্ট খেলেছে অজিঙ্ক রাহানে। তার মধ্যে ৪৩টি ম্যাচে তিনি বিদেশের মাটিতে খেলেছেন। তিন হাজার রানের গণ্ডী পেরিয়ে গিয়েছেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক। বিদেশের মাটিতে এখনও পর্যন্ত ৪৪.৯২-এর গড়ে ৩০১০ রান করেছেন জিঙ্কস। আটটি শতরান ও ১৫টি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে।

শীর্ষ স্থানে বিরাট

শীর্ষ স্থানে বিরাট

২০১৩ সালে ভারতীয় দলের হয়ে টেস্ট অভিষেক হয়েছিল অজিঙ্ক রাহানে। মাঝের আট বছরে বিদেশের মাটিতে টেস্ট রানে শীর্ষ স্থানে রয়েছেন বিরাট কোহলি। ৪৬.৯৫-এর গড়ে ৩৪২৮ রান করেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছেন অজিঙ্ক রাহানে। তালিকার তৃতীয় স্থানে থাকা চেতেশ্বর পূজারা শেষ আট বছরে বিদেশের মাটিতে টেস্টে ২৬১৭ রান করেছেন।

রাহানের পারফরম্যান্স

রাহানের পারফরম্যান্স

হ্যাম্পাশায়ারের হয়ে কাউন্টি খেলতে অভ্যস্ত অজিঙ্ক রাহানে পরিচিত সাউদাম্পটনে ভাল খেলবেন বলে আশা করেছিলেন ক্রিকেট প্রেমীরা। শুরুটা তিনি ভালই করেছিলেন। ১১৬ বল খেলে ৪৯ রানে পৌঁছে গিয়েছিলেন জিঙ্কস। ১১৭তম বলে কিউয়ি ফাস্ট বোলার নেইল ওয়াগনারের কৌশলের কাছে তিনি পরাজিত হন। বাজে শট খেলে আউট হন রাহানে। পাঁচটি চার আসে তাঁর ব্যাট থেকে।

রাহানের কেরিয়ার

রাহানের কেরিয়ার

ভারতের হয়ে এখনও পর্যন্ত ৭৪টি টেস্ট খেলেছেন অজিঙ্ক রাহানে। তাঁর মোট রান সংখ্যা ৪৬১৫। টেস্টে রাহানের শতরান সংখ্যা ১২। ৩৩টি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে। টেস্টে রাহানের সর্বোচ্চ স্কোর ১৮৮।

English summary
Ajinkya Rahane crossed 3 thousands runs on foreign soil, comes after Virat Kohli
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X