For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের হারে খলনায়ক ধোনি! টি ২০ বিশ্বকাপের মধ্যেই চাঞ্চল্যকর দাবি জাদেজার

Google Oneindia Bengali News

মহেন্দ্র সিং ধোনি গত বছর টি ২০ বিশ্বকাপে ভারতীয় দলের মেন্টরের ভূমিকায় ছিলেন। বিরাট কোহলির ভারত সেবার সুপার টুয়েলভ থেকেই বিদায় নিয়েছিল। এবার ধোনি ভারতীয় ড্রেসিংরুমে নেই। তা সত্ত্বেও পারথে প্রোটিয়াদের কাছে লো স্কোরিং ম্যাচে ভারত পরাজিত হতেই ধোনির দিকেই আঙুল তুললেন জাদেজা! না, রবীন্দ্র জাদেজা নন। অজয় জাদেজা।

দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের হারে খলনায়ক ধোনি!

দক্ষিণ আফ্রিকা কাল জয় পেয়েছে বলে লুঙ্গি এনগিডির দাপট, আর ব্যাট হাতে এইডেন মার্করাম ও ডেভিড মিলারের অনবদ্য অর্ধশতরানের দৌলতে। মার্করাম আউট হলেও অপরাজিত থেকে দলকে জয়ের লক্ষ্য পার করে দেন ডেভিড মিলার। এবারের আইপিএলে চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সের নির্ভরযোগ্য ব্যাটার ৪৬ বলে অপরাজিত ৫৯ রানের ইনিংস খেলেন। প্রাথমিক বিপর্যয় সামলাতে প্রথমদিকে উইকেটে থিতু হয়ে নেন। তারপর পরিকল্পনামাফিক আগ্রাসী ব্যাটিং করে প্রোটিয়াদের সেমিফাইনালের দিকে অনেকটাই এগিয়ে দেন মিলার।

ডেভিড মিলারের ইনিংসে ছিল ৬টি চার ও তিনটি ছক্কা। মিলার যেভাবে তাঁর ইনিংসটিকে এগিয়ে নিয়ে গিয়েছেন এবং দলকে জিতিয়েছেন, ব্যাটিংয়ের সেই ধরনের সঙ্গে মহেন্দ্র সিং ধোনির মিল পাচ্ছেন অজয় জাদেজা। একটি ক্রিকেট ওয়েবসাইটকে তিনি বলেন, ডেভিড মিলার দারুণ ইনিংস খেলেছেন। বড় শটের প্রতি আগ্রহ না দেখিয়েও ঝুঁকি না নিয়ে যেভাবে তিনি তাঁর ইনিংসকে আলাদা পর্যায়ে নিয়ে গিয়েছেন তা প্রশংসনীয়। তিনি শান্ত থেকে প্রতিপক্ষের ভুলের জন্য অপেক্ষা করেছেন। ঠিক এই শিক্ষাই ক্রিকেটবিশ্বকে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। আমরা তারই ফল ভোগ করলাম।

রোহিত শর্মার বোলিং পরিবর্তনও সন্তুষ্ট করতে পারেনি জাদেজাকে। তাঁর ধারণা, কোন বোলারকে কোথায় ব্যবহার করবেন তা আগেই ঠিক করে রেখেছিলেন রোহিত। পরিস্থিতি অনুযায়ী সেই পরিকল্পনাতেও বদল আনেননি। জাদেজার কথায়, রোহিত শুরুর দিকে অর্শদীপকে দিয়ে তিন ওভার করিয়ে রাখতে পারতেন। তবে হয়তো তিনি শেষে কে বল করবেন তা ভেবেই সেটা করেননি। সবমিলিয়ে ভারতীয় দলের পক্ষে এখনও বেশ কিছু অস্বস্তির জায়গা রয়েছে।

উল্লেখ্য, টি ২০ বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকাকে ডার্ক হর্স ধরেছিলেন সচিন তেন্ডুলকর, ওয়াসিম আক্রমের মতো কিংবদন্তিরা। তা যে ভুল ছিল না প্রোটিয়াদের বিশ্বকাপের খেলায় সেটাই প্রমাণিত হচ্ছে। দক্ষিণ আফ্রিকা জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েও বৃষ্টির কারণে জিম্বাবোয়ে ম্যাচ থেকে ২ পয়েন্ট আদায় করতে পারেনি। ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। যদিও বাংলাদেশকে ১০৪ রানে হারানোর পর ভারতকে ৫ উইকেটে পরাস্ত করেছে তেম্বা বাভুমার দল। গ্রুপ ২-এর শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তান ম্যাচে যদি প্রোটিয়ারা পরাস্তও হয় তাহলেও নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ চারের টিকিট কনফার্ম করে ফেলতে পারবেন বাভুমারা।

লোকেশ রাহুলকে বাদ দেওয়ার দাবি জোরালো, সমস্যা সমাধানের উপায় বাতলে দিলেন সুনীল গাভাসকরলোকেশ রাহুলকে বাদ দেওয়ার দাবি জোরালো, সমস্যা সমাধানের উপায় বাতলে দিলেন সুনীল গাভাসকর

English summary
T20 World Cup 2022: Ajay Jadeja Says We Are Suffering Because Of The Lesson MS Dhoni Has Taught The Rest Of The World. Jadeja Heaps Praise Of David Miller For His Cool And Composed Match Winning Knock.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X