For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজাজ প্যাটেল জন্মভূমিতে কি ছোঁবেন কুম্বলের রেকর্ড? মুম্বই টেস্টে ময়াঙ্ক-অক্ষরে লড়াইয়ে ভারত

  • |
Google Oneindia Bengali News

মুম্বইয়ে জন্ম আজাজ প্যাটেলের। সেই জন্মভূমিতেই বল হাতে কামাল দেখাচ্ছেন আজাজ প্যাটেল। ভারতের যে ৬টি উইকেট এখনও অবধি পড়েছে সব কটিই তুলে নিয়েছেন তিনি। এর মাধ্যমে গড়েছেন একাধিক নজির। দ্বিতীয় দিনের প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে ভারতকে অবশ্য বড় রানের দিকেই নিয়ে যাচ্ছেন ময়াঙ্ক আগরওয়াল ও অক্ষর প্যাটেল।

আজাজ প্যাটেল জন্মভূমিতে কি ভাঙবেন কুম্বলের রেকর্ড? মুম্বই টেস্টে ময়াঙ্ক-অক্ষরে লড়াইয়ে ভারত

৭০ ওভারে ৪ উইকেটে ২২১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরুর পর মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর ৯৮ ওভারে ৬ উইকেটে ২৮৫। ময়াঙ্ক আগরওয়াল ১৬টি চার ও চারটি ছয়ের সাহায্যে ৩০৬ বলে ১৪৬ রানে অপরাজিত রয়েছেন। তাঁর সঙ্গে ক্রিজে আছেন অক্ষর প্যাটেল, চারটি বাউন্ডারির সাহায্যে ৯৮ বল খেলে ৩২ রান করেছেন তিনি। সবচেয়ে বড় কথা ফর্মে ফেরা ময়াঙ্কের পাশাপাশি দারুণ দক্ষতায় অক্ষর সামাল দিয়েছেন নতুন বলে টিম সাউদি, কাইল জেমিসনদের আক্রমণ।

টেস্টের দ্বিতীয় দিনে টিম সাউদির প্রথম ওভার মেডেন হওয়ার পর দ্বিতীয় ওভারে বল করতে আসেন আজাজ প্যাটেল। গতকাল চারটি উইকেটের চারটিই নিয়েছিলেন তিনি। এদিন নিজের প্রথম ওভারেই পরপর দুই বলে তিনি আউট করেন ঋদ্ধিমান সাহা ও রবিচন্দ্রন অশ্বিনকে। ৭১.৪ ওভারে ঋদ্ধিমান সাহা প্যাটেলের বলে লেগ বিফোর হন। ময়াঙ্কের সঙ্গে আলোচনা করে তিনি রিভিউ নেননি, রিপ্লেতে দেখা গিয়েছে নিলেও লাভ হতো না। ৬২ বলে ২৭ রান করে আউট হন ঋদ্ধিমান। নিউজিল্যান্ডের প্রথম স্পিনার হিসেবে ভারতের মাটিতে কোনও টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নিলেন তিনি। পরের বলেই রবিচন্দ্রন অশ্বিনকে বোল্ড করে দেন আজাজ। ৬টির ৬টি উইকেটই তুলে নেওয়ায় জল্পনা চলছে আজাজ কি অনিল কুম্বলের ইনিংসে ১০ উইকেট তুলে নেওয়ার নজির স্পর্শ করতে পারবেন?

তবে এরই মধ্যে একাধিক নজির গড়েছেন আজাজ প্যাটেল। টেস্ট কেরিয়ারে এই নিয়ে তৃতীয়বার তিনি ইনিংসে ৫ বা তার বেশি উইকেট পেলেন। আজাজ গতকাল বলেছিলেন, টেস্টে ঠিক জায়গায় বল রাখতে পারলে তার পুরস্কার মেলে। ভালো লাগছে আমার যেখানে জন্ম, সেই মুম্বইয়ের ওয়াংখেড়েতে উইকেট পেয়েছি বলে। এটা নিঃসন্দেহে স্পেশ্যাল। এশিয়ার মাটিতে টেস্টে ইনিংসে সবচেয়ে বেশি ৮ বার পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন ড্যানিয়েল ভেত্তোরি, ২১টি টেস্টে। ১৩টি টেস্টে পাঁচবার পাঁচ উইকেট এশিয়ায় নিয়েছেন স্যর রিচার্ড হ্যাডলি। টিম সাউদির সঙ্গে আজাজ প্যাটেলও তিনবার করে টেস্ট ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিলেন। সাউদির নজির রয়েছে ১৩ টেস্টে, আজাজের সাতটি টেস্টে। এদিকে, ময়াঙ্ক আগরওয়াল টেস্ট ক্রিকেটে তৃতীয় দ্বিশতরানটি পান কিনা সেদিকে নজর ক্রিকেটপ্রেমীদের।

English summary
Ajaj Patel Sets New Record By Bagging All The 6 Wickets In The Mumbai Test. The Partnership Between Mayank Agarwal And Axar Patel Puts India In Strong Position.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X