For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিডনি টেস্টে ফের বর্ণবৈষম্যের শিকার সিরাজ, কঠোর সিদ্ধান্ত নিয়ে ৬ দর্শককে মাঠ থেকে বের করল পুলিশ

সিডনি টেস্টে ফের বর্ণবৈষম্যের শিকার সিরাজ, ৬ দর্শককে মাঠ থেকে বের করল পুলিশ

  • |
Google Oneindia Bengali News

ভারত অস্ট্রেলিয়া ক্রিকেট সিরিজে সিডনিতে তৃতীয় টেস্টে ফের বর্ণবৈষম্যের অভিযোগ। শনিবারই আইসিসির কাছে, সিডনির গ্যালারি থেকে দর্শকদের বর্ণবৈষম্য কটূক্তি করা নিয়ে বিসিসিআই লিখিত চিঠি দেয়। ফলে মাঠের ক্রিকেটের বাইরের এই উত্তেজনা ঘিরে খেলার দুনিয়ায় এখন তোলপাড় পড়ে গিয়েছে। তবে ঘটনার পরদিনও ছবিতে কোনও পরিবর্তন নেই।

সিডনি টেস্টে ফের বর্ণবৈষম্যের শিকার সিরাজ, কঠোর সিদ্ধান্ত নিয়ে ৬ দর্শককে মাঠ থেকে বের করল পুলিশ

এদিনও ভারতীয় পেসার সিরাজের উদ্দেশে গ্যালারি থেকে বর্ণবৈষম্যমূলক উক্তি উড়ে আসে। ম্যাচের চতুর্থ দিনের খেলায় চা পান বিরতিতে যাওয়া আগে রাহানে-অশ্বিনরা এই নিয়ে আম্পায়ারদের অভিযোগ করেন।

তড়িঘড়ি মাঠের পুলিশ কর্মীদের বিষয়টি জানানো হয়। এরপরই গ্যালারিতে পৌঁছে পুলিশ ছয় জন দর্শকদের মাঠে বাইরে যাওয়ার কঠোর নির্দেশ দেয়। পুরো বিষয়টি ম্যাচ রেফারিকে জানানো হয়েছে। তৃতীয় দিনে ভারতের দুই পেসার মহম্মদ সিরাজ ও যশপ্রীত বুমরাহের বিরুদ্ধে সিডনির গ্যালারি থেকে বর্ণবৈষম্যমূলক কটূক্তি উড়ে আসে বলে অভিযোগ। চতুর্থ দিন একই ঘটনা ঘটলে আম্পায়ারদের ব্যবস্থা নিতে দেখা যায়।

চা পান বিরতিতে যাওয়ার আগে ভারত অধিনায়ক অজিঙ্ক রাহানে সিরাজ ফের গ্যালারির দর্শকদের দ্বারা বর্ণবৈষম্যের শিকার হচ্ছেন বলে আম্পায়ারদের অভিযোগ করেন। এরপরই আম্পায়াররা গ্যালারির কোন অংশ থেকে মন্তব্য উড়ে আসছে জানতে চান। মাঠের আম্পায়াররা গ্যালারির দিকে এগিয়ে এসে সেই দিকে দর্শকদের সরিয়ে দেওয়া জন্যে পুলিশের থেকে সাহায্য চান। পুলিশ একাধিক দর্শকদের সঙ্গে কথাও বলেন।

এরপরই পুলিশ ছয় দলের একটি দলকে মাঠ ছাড়ার জন্য নির্দেশ দেয়। প্রকৃত পক্ষে তারাই মূল অভিযুক্ত কিনা, সেই প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু তারা যেখানে বসে ছিলেন, গ্যালারির ঠিক ঐ অংশ থেকেই কটূক্তি উড়ে আসছিল বলে অভিযোগ।

English summary
Again Racism attack on mohammed siraj, Six Spectators Asked to Leave
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X