For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আর একজন মেনে নিলেই ভারতের নতুন কোচ অনিল কুম্বলে!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কোচ বাছাইয়ের কমিটিতে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, শচীন তেন্ডুলকর আর ভিভিএস লক্ষ্মণ। এর পাশাপাশি বোর্ড সচিব অজয় শিরকে ও বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুরের মতামত নিয়ে সবশেষে নিজেদের সিদ্ধান্ত জানাবেন সৌরভ অ্যান্ড কোং।

আপাতত কোচের পদে আবেদন করা সকলের প্রার্থীপদ যাচাই হয়ে গিয়েছে। শুক্রবার বিসিসিআইয়ের তরফে ঘোষণা হবে কে হবেন ভারতীয় ক্রিকেট দলের নতুন কোচ। সম্ভবত অনিল কুম্বলেই হতে চলেছেন ভারতীয় দলের পরবর্তী কোচ।

আর একজন মেনে নিলেই ভারতের নতুন কোচ অনিল কুম্বলে!

তবে এক্ষেত্রে একজনের সম্মতি পেলেই তা সম্ভব হবে। তিনি হলেন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। বোর্ড সূত্রে খবর, কোহলির রায় নেওয়ার পরই সিদ্ধান্তে সিলমোহর দেবে সৌরভের কমিটি। কুম্বলে, শাস্ত্রী, লালচাঁদ রাজপুত সহ যে ক'জনের মঙ্গলবার স্কাইপে ইন্টারভিউ নেওয়া হয়েছে তাতে সবচেয়ে এগিয়ে কর্ণাটকের এই লেগস্পিনারই।

এমনকীতে একদিনের ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক ধোনির কথাও শোনা উচিত কমিটির। তবে ভারতীয় ক্রিকেটে এখন যা অবস্থা তাতে ধোনি দায়িত্বে থাকলেও বিরাটকেই বেশি প্রাধান্য দিচ্ছে বোর্ড। কারণ অদূর ভবিষ্যতে ভারতীয় অধিনায়কের মুকুট তাঁর মাথাতেই উঠবে।

অনিল কুম্বলের লড়াই ছিল মূলত রবি শাস্ত্রীর সঙ্গে। কারণ বেশকিছুদিন হল অস্থায়ীভাবে ভারতীয় দলের কোচিংয়ের দায়িত্ব সামলেছেন শাস্ত্রী। দলের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতাও বেশ ভালো। এছাড়া বিরাট কোহলির সঙ্গে বেশ জমে শাস্ত্রীর। এর পাশাপাশি বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুরও খানিকটা ঝুঁকে রয়েছেন এই বাঁহাতি অলরাউন্ডারের দিকেই।

এমতাবস্থায় সবদিক বিবেচনা করে অনিল কুম্বলেকেই সবচেয়ে যোগ্য মনে হয়েছে কোচ বাছাই কমিটির। বোর্ড সচিব শিরকে বা সভাপতি অনুরাগ ঠাকুরেরও খুব একটা না নেই তাতে। ফলে শেষপর্যন্ত বিরাটের মত পেলেই কুম্বলের নাম সরকারিভাবে ঘোষণা করে দেওয়া হবে।

কুম্বলে হেড কোচ হলেও পাশাপাশি একজন ব্যাটিং কোচ ও বোলিং কোচকে তাঁর সঙ্গে জুড়ে দেওয়া হতে পারে। এছাড়া বাকী সাপোর্ট স্টাফরা তো রয়েইছেন। কোচের পদের জন্য আবেদন করা লালচাঁদ রাজপুতের মতো কাউকে ব্য়াটিং কোচের দায়িত্ব দেওয়া হতে পারে যাতে কুম্বলের উপরে বেশি চাপ না আসে। এখন দেখার নতুন কোনও চমক আসে নাকি শুক্রবার কুম্বলের নামই সরাসরি ঘোষণা করে বিসিসিআই।

English summary
After Virat Kohli's nod, BCCI likely to announce Anil Kumble's name as India Coach
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X