For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলের নতুন দুই দলের জন্য বিসিসিআই টেন্ডার ডাকবে কবে? পাওয়া গেল ইঙ্গিত

আইপিএলের নতুন দুই দলের জন্য বিসিসিআই টেন্ডার ডাকবে কবে? পাওয়া গেল ইঙ্গিত

  • |
Google Oneindia Bengali News

২০২২ সালের আইপিএলে যে নতুন দুটি দলের অন্তর্ভূক্তি ঘটতে চলেছে, তা আগেই জানিয়েছিল বিসিসিআই। টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে নতুন দুই দলকে নির্বাচন করা হবে বলেও জানিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড। ইতিমধ্যে করোনা ভাইরাসের বাড়বাড়ন্ত চলতি মরসুমের আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত হতেই সেই পরিকল্পনা কিছুটা বাধাপ্রাপ্ত হয়েছে বলা চলে। সেক্ষেত্রে আইপিএলের নতুন দুই দলের জন্য টেন্ডার আহ্বান করা হবে কবে, তার একটি আভাস পাওয়া গিয়েছে।

কী বলছে বিসিসিআই

কী বলছে বিসিসিআই

করোনা ভাইরাসের জেরে মাঝপথেই স্থগিত হয়ে গিয়েছে চলতি মরসুমের আইপিএল। টুর্নামেন্টের শেষাংশ কবে এবং কোথায় হবে, তা নিয়ে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আইপিএলে দুই দলের অন্তর্ভূক্তি নিয়ে কোনও প্রক্রিয়া শুরু করা সম্ভব নয় বলে জানিয়েছেন এক বিসিসিআই কর্তা। ফলে এ ব্যাপারে টেন্ডার আহ্বানের প্রক্রিয়াও বিলম্বত হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।

মেগা নিলাম হবে কি?

মেগা নিলাম হবে কি?

করোনা ভাইরাসের দাপটে ২০২১ সালের আইপিএল নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তার প্রভাব টুর্নামেন্টের ২০২২ সালের সংস্করণে পড়বে বলে মনে করা হচ্ছে। আগামী আইপিএলের আগে মেগা নিলাম আয়োজন করার কথা রয়েছে বিসিসিআইয়ের। কিন্তু স্থগিত হয়ে যাওয়া চলতি মরসুমের টুর্নামেন্ট নিয়ে কোনও ফয়সলা না হলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড পরের মরসুমের আইপিএল নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারবেন না বলে সূত্র মারফত জানানো হয়েছে।

সূত্রের তরফে কী দাবি করা হয়েছিল

সূত্রের তরফে কী দাবি করা হয়েছিল

করোনা ভাইরাসে স্থগিত হয়ে গিয়েছে ২০২১ সালের আইপিএল। এই পরিস্থিতিতে এক সূত্র মারফত খবর ছড়ানো হয়েছিল যে চলতি মাসেই আইপিএলে নতুন দুই দলের অন্তর্ভূক্তি ও মেগা নিলাম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিসিআই। সেই খবরকে কেবলই জল্পনা বলে বোর্ডের তরফে উড়িয়ে দেওয়া হয়েছে।

স্থগিত আইপিএল আয়োজন করতে বদ্ধপরিকর বিসিসিআই

স্থগিত আইপিএল আয়োজন করতে বদ্ধপরিকর বিসিসিআই

করোনা ভাইরাসে একের পর এক ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ আক্রান্ত হতেই চলতি মরসুমের আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিয়েছে বিসিসিআই। টুর্নামেন্টের শেষাংশ আয়োজন করা নিয়ে জানালা খুঁজে বের করতে কালঘাম ছুটছে সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহদের। তবে আশা হারাচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ড।

English summary
After suspension of 2021 season for coronavirus BCCI puts tender plans for new IPL teams on hold
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X