For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বুদ্ধিহীন অধিনায়কত্ব', ভারতের বিরুদ্ধে হারের পর পাক অধিনায়ক সরফারাজকে আক্রমণ শোয়েবের

ওল্ড ট্রাফোর্ডে ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে হারের পর পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদকে এই ভাষাতেই আক্রমণ করেছেন ক্ষুব্ধ শোয়াব আখতার।

  • |
Google Oneindia Bengali News

'বুদ্ধিহীন অধিনায়কত্ব'!

ওল্ড ট্রাফোর্ডে ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে হারের পর পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদকে এই ভাষাতেই আক্রমণ করেছেন ক্ষুব্ধ শোয়াব আখতার।

বুদ্ধিহীন অধিনায়কত্ব, ভারতের বিরুদ্ধে হারের পর পাক অধিনায়ক সরফারাজকে আক্রমণ শোয়েবের

রবিবারে ম্যাচে পাকিস্তানি ক্রিকেটার পারফরম্যান্সে এতটাই হতাশ হয়েছেন রাউলপিণ্ডি এক্সপ্রেস যে নিজের রাগ চেপে রাখতে পারেননি। সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ উগড়ে দিয়ে প্রাক্তন পাক তারকা বলেছেন, সরফরাজ আহমেদের বুদ্ধি লোপ পেয়েছিল মনে হয়। না হলে অতি গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতেও পাক অধিনায়ক কেন ব্যাটিং নেবেন না! যেখানে তিনি জানেন যে তাঁর ব্যাটসম্যানরা রান তাড়া করার ক্ষেত্রে খুব একটা সাবলীল নন, তা সত্ত্বেও এত বড় ঝুঁকি নেওয়ার কী দরকার ছিল, প্রশ্ন করেছেন শোয়েব আখতার।

রাউলপিণ্ডি এক্সপ্রেসের কথায়, পাক অধিনায়ক সরফরাজ জানতেন যে বৃষ্টির জন্য উইকেট কিছুটা ভিজে ছিল। স্কোয়ার অফ দ্য উইকেট ছিল শুকনো। এই অবস্থায় আগে ব্যাটিং করলে পাক ব্যাটসম্যানরা ভারতের সামনে তিনশোর কাছাকাছি রান খাড়া করতে পারতেন বলেই মনে করেন শোয়েব আখতার।

একই সঙ্গে ভারতের বিরুদ্ধে ম্যাচে ৯ ওভারে ৮৪ রান খেয়ে রেকর্ড গড়া পাক পেসার হাসান আলিকেও আক্রমণ করতে ছাড়েননি শোয়েব আখতার। এই দুর্ভাগ্যজনক পারফরম্যান্সের জন্য পাকিস্তান টিম ম্যামেজমেন্টকেও দুষেছেন রাউলপিণ্ডি এক্সপ্রেস। তাঁর মতে, পাকিস্তানের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক তথা দেশের প্রধানমন্ত্রী ইমরান খানের আগে ব্যাট করার পরামর্শ শোনা উচিত ছিল সরফরাজ আহমেদদের।

English summary

 After Pakistan's defeat explosive Shoaib Akhtar blames Sarfaraz Ahmed for his 'brainless captaincy'.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X