For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিমানে ঘড়ি হারিয়ে সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপের শিকার পাকিস্তানের ক্রিকেট লেজেন্ড

বিমানে ঘড়ি হারিয়ে সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপের শিকার পাকিস্তানের ক্রিকেট লেজেন্ড

  • |
Google Oneindia Bengali News

দুবাইগামী বিমানে পরিবারের ঐতিহ্যবাহী হাতঘড়ি হারিয়ে বিড়ম্বনায় পড়লেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক তথা লেজেন্ড ওয়াসিম আক্রম। টুইট করে বিষয়টি বিমান কতৃপক্ষকে জানাতে গেলে সোশ্যাল মিডিয়ায় মসকরার পাত্র হয়েছেন 'সুলতান অফ সুইং'।

দুবাই যাওয়ার পথে

দুবাই যাওয়ার পথে

এমিরেটস বিমানে ব্যক্তিগত কাজে পাকিস্তান থেকে দুবাইতে যান ওয়াসিম আক্রম। বিমান থেকে নামার কিছু পরে আক্রম অনুভব করেন যে তিনি তাঁর পরিবারের ঐতিহ্যবাহী হাত-ঘড়িটি তিনি খুইয়েছেন। দুবাই এয়ারপোর্টে এমিরেটস বিমানের সব কাস্টমার সার্ভিস পয়েন্টে ঘুরেও তিনি সেই ঘড়ির সন্ধান পাননি বলে অভিযোগ পাকিস্তানের ক্রিকেট লেজেন্ডের।

ওয়াসিমের টুইট

ঘড়ির সন্ধান পেতে এমিরেটস কর্তপক্ষকে টুইট করেন ওয়াসিম আক্রম। ফ্লাইট ও সিট নম্বর লিখে এমিরেটস কর্তৃপক্ষকে তাঁর সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করেন পাক লেজেন্ড।

এমিরেটসের টুইট

ঘটনাটি জানতেই ওয়াসিম আক্রমকে পাল্টা টুইট করে এমিরেটস কর্তৃপক্ষ। পাক লেজেন্ডের কাছে তাঁর ঘড়ির বিবরণ চেয়েছে ওই বিমান সংস্থা। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাসও দিয়েছে এমিরেটস।

ট্রোলড আক্রম

ঘড়ি হারানোর টুইট করে সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপের শিকার হয়েছেন ওয়াসিম আক্রম। তাঁকে শুনতে হয়েছে 'সময় কারও জন্য থেমে থাকে না' গোছের মন্তব্য।

ঘড়ির খেয়াল রাখেননি কেন

বিমানে ঘড়ি হারানোর জন্য পাক লেজেন্ড ওয়াসিম আক্রমের গাফিলতিকেই দায়ী করেছেন নেটিজেনরা।

English summary
After losing watch on flight Wasim Akram trolled in social media
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X