For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ICC T20 WC: টি ২০ বিশ্বকাপের প্রথম দিনেই ডাবল হেডার! উদ্বোধনের আগে জেনে রাখুন পুরস্কারমূল্য ও নিয়মকানুন

  • |
Google Oneindia Bengali News

পাঁচ বছর পর ফের কাল থেকে শুরু হচ্ছে আইসিসি টি ২০ বিশ্বকাপ। প্রথম দিনেই প্রথম রাউন্ডের খেলায় থাকছে ডাবল হেডার। উদ্বোধনী ম্যাচে ওমান খেলবে পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে। তারপর বাংলাদেশ ও স্কটল্যান্ড পরস্পরের মুখোমুখি হবে। টি ২০ বিশ্বকাপ শেষ হবে ১৪ নভেম্বর। টি ২০ বিশ্বকাপের আয়োজক দেশ ভারত। কিন্তু করোনা পরিস্থিতির কারণে ভারতে টি ২০ বিশ্বকাপ আয়োজন করা সম্ভব হয়নি। করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় গত জুন মাসেই এই বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরশাহী ও ওমানে সরানোর সিদ্ধান্ত হয়েছিল। এবারের টি ২০ বিশ্বকাপে অংশ নিচ্ছে ১৬টি দেশ।

প্রথম রাউন্ডে ৮ দেশ

টি ২০ বিশ্বকাপে প্রথম রাউন্ডে খেলবে আটটি দেশ। এই দেশগুলিকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল সুপার টুয়েলভে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে। প্রথম রাউন্ডে গ্রুপ এ-তে রয়েছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও নামিবিয়া। গ্রুপ বি-তে রয়েছে বাংলাদেশ, স্কটল্যান্ড, পাপুয়া নিউ গিনি ও ওমান। গ্রুপ পর্যায়ে প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে খেলবে। এরপর প্রতি গ্রুপের শীর্ষে থাকা দুটি করে দল সুপার টুয়েলভে খেলবে। টি ২০ আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে প্রথম আটে থাকা সরাসরি সুপার টুয়েলভ থেকেই বিশ্বকাপ অভিযান শুরু করবে।

সুপার টুয়েলভ

সুপার টুয়েলভে প্রতি গ্রুপে রয়েছে ৬টি করে দল। গ্রুপ-১-এ রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, এ গ্রুপ থেকে সুপার টুয়েলভে ওঠা ১ নম্বর দল এবং বি গ্রুপ থেকে সুপার টুয়েলভে ওঠা ২ নম্বর দল। গ্রুপ ২-এ রয়েছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান, বি গ্রুপ থেকে সুপার টুয়েলভে ওঠা ১ নম্বর এবং এ গ্রুপের ২ নম্বর দল। এই দলগুলিও গ্রুপে একে অপরের বিরুদ্ধে। সুপার টুয়েলভে থাকছে ৩০টি ম্যাচ খেলা হবে শারজা, আবু ধাবি ও দুবাইয়ে। প্রতি গ্রুপের শীর্ষে থাকা দুটি করে দল সেমিফাইনালে যাবে।

পয়েন্টের হিসেব

প্রতিটি জয়ের জন্য ধার্য রয়েছে ২ পয়েন্ট। টাই, অমীমাংসিত বা পরিত্যক্ত ম্যাচের জন্য দুই দলই এক পয়েন্ট করে পাবে। ম্যাচ হারলে কোনও পয়েন্ট নেই। যদি গ্রুপে দুই বা তার বেশি দলের পয়েন্ট একই থাকে তাহলে পরবর্তী রাউন্ডে কারা যাবে তা নির্ধারিত করতে থাকছে কয়েকটি বিষয়। দেখা হবে কোন দল কটি করে ম্যাচ জিতেছে, নেট রান রেট, পারস্পরিক দ্বৈরথের ফলাফল (প্রথমে পয়েন্ট দেখা হবে এবং তারপর নেট রান রেট) এবং প্রথম রাউন্ড ও সুপার টুয়েলভে সংশ্লিষ্ট দল বা দলগুলি কত নম্বর বাছাই হিসেবে ছিল।

ডিআরএসের টি ২০ বিশ্বকাপ অভিষেক

ডিআরএসের টি ২০ বিশ্বকাপ অভিষেক

এই প্রথম টি ২০ বিশ্বকাপে থাকছে ডিআরএসের ব্যবস্থা। প্রতি ইনিংসে দুটি দল দুটি করে রিভিউ নিতে পারবে। কোনও ম্যাচে দুই দলই সমান রান তুললে সুপার ওভারের মাধ্যমে জয়ী দল নির্ধারিত হবে। সুপার ওভারও টাই হলে যতক্ষণ না পর্যন্ত কোনও দল জিতছে ততক্ষণ সুপার ওভার চলবে। যদি আবহওয়া বা সময়ের অভাবে সুপার ওভারের খেলা করানো না যায় তাহলে ম্যাচটি টাই হিসেবে গণ্য করা হবে। সেক্ষেত্রে দুই দলই পাবে এক পয়েন্ট করে। যদি দেখা যায় সেমিফাইনালে ফলাফল নির্ধারণ সম্ভব হচ্ছে না বা কোনও কারণে সেমিফাইনাল পরিত্যক্ত হচ্ছে তাতে সুপার টুয়েলভে যে দল গ্রুপশীর্ষে থাকবে তারাই ফাইনালে চলে যাবে। ফাইনাল খেলা কোনও কারণে ভেস্তে গেলে যুগ্ম বিজয়ী ঘোষণা করা হবে।

ছবি- বিসিসিআই টুইটার

রিজার্ভ ডে

গ্রুপ পর্যায়ের খেলার জন্য কোনও রিজার্ভ ডে নেই। রিজার্ভ ডে রাখা হয়েছে শুধু সেমিফাইনাল ও ফাইনালের জন্য। ম্যাচ অফিসিয়ালরা চেষ্টা করবেন একই দিনে খেলাটি সম্পূর্ণ করতে। যদি তা না করা যায় তাহলে রিজার্ভ ডে-তে খেলা শুরু হবে। প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি কোনও ম্যাচের ওভার কমাতে হয় তাহলে ফলাফল নির্ধারণের জন্য গ্রুপ পর্যায়ে দুই ইনিংসেই অন্তত পাঁচ ওভার করে খেলা হতেই হবে। সেমিফাইনাল ও ফাইনালের জন্য দুই ইনিংসেই ন্যূনতম ধার্য করা হয়েছে ১০ ওভার করে।

জয়-পরাজয়ের পুরস্কারমূল্য

২০১৯ সালের বিশ্বকাপজয়ী ইংল্যান্ডকে এবারের টি ২০ বিশ্বকাপের ফেভারিট ধরা হচ্ছে। কাপ জয়ের অন্যতম দাবিদার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এবং অবশ্য বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত। ডার্ক হর্স নিউজিল্যান্ড ও পাকিস্তান। টি ২০ বিশ্বকাপের জয়ী দল পাবে ১.৬ মিলিয়ন মার্কিন ডলার। রানার-আপ দল পাবে ৮ লক্ষ মার্কিন ডলার। সেমিফাইনালে পরাজিত দলগুলির প্রতিটি পাবে ৪ লক্ষ মার্কিন ডলার করে। প্রথম রাউন্ড ও সুপার রাউন্ডে প্রতিটি ম্যাচ জিতলে জয়ী দল পাবে ৪০ হাজার মার্কিন ডলার করে। সুপার টুয়েলভ থেকে কোনও দল বিদায় নিলে তারা পাবে ৭০ হাজার মার্কিন ডলার। প্রথম রাউন্ডের ক্ষেত্রে সেই পরিমাণ ৪০ হাজার মার্কিন ডলার।

দর্শকরা থাকছেন

মাঠে বসে টি ২০ বিশ্বকাপের খেলাগুলি দেখতে পারবেন দর্শকরা। তবে সব স্টেডিয়ামে শতাংশের বিচারে সমপরিমাণ দর্শক প্রবেশ করতে পারবেন না। ওমানে ৩ হাজার দর্শকাসন তৈরি করা হয়েছে আল আমিরাত স্টেডিয়ামে। তবে ওমানের স্টেডিয়ামে যাঁরা খেলা দেখতে যাবেন প্রত্যেকের ভ্যাকসিনের দুটি ডোজ থাকা বাধ্যতামূলক। সংযুক্ত আরব আমিরশাহীতে প্রতিটি স্টেডিয়ামে ৭০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। আবু ধাবিতে দর্শকদের ভ্যাকসিনের দুটি ডোজ থাকা বাধ্যতামূলক। তবে শারজা ও দুবাইয়ে তার দরকার নেই। তবে সব স্টেডিয়ামেই দর্শকদের মাস্ক পরে থাকতে হবে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
After A Gap Of Five Years ICC T20 World Cup Set To Begin On October 17 With A Double Header. Oman Will Take On Papua New Guinea And Then Bangladesh Will Play Against Scotland.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X