For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুজিব-রশিদের ঘূর্ণিতে চূর্ণ স্কটল্যান্ড, টি ২০ আন্তর্জাতিকে আফগানিস্তানের সবচেয়ে বড় ব্যবধানে জয়

Google Oneindia Bengali News

দুরন্ত জয় দিয়েই টি ২০ বিশ্বকাপ অভিযান শুরু করল আফগানিস্তান। শারজায় স্কটল্যান্ডকে ১৩০ রানে হারিয়ে ৬.৫০০ নেট রান রেট নিয়ে গ্রুপ ২-এর শীর্ষস্থান দখল করল মহম্মদ নবির দল। মুজিব উর রহমান নিলেন পাঁচ উইকেট, চার উইকেট গেল রশিদ খানের ঝুলিতে। ম্যাচের সেরা হয়েছেন মুজিব।

টি ২০ আন্তর্জাতিকে আফগানিস্তানের সবচেয়ে বড় ব্যবধানে জয়

প্রথম রাউন্ডে তিনটি ম্যাচেই জিতে সুপার টুয়েলভে উঠেছে স্কটল্যান্ড। তবে সুপার টুয়েলভে যে শক্ত চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে তা ভালোই টের কাইল কোয়েটজারের দল। এদিন শারজায় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ৪ উইকেট হারিয়ে ১৯০ রান তুলে ফেলে আফগানিস্তান। ওপেনিং জুটিতে ওঠে ৫.৫ ওভারে ৫৪ রান। মহম্মদ শাহজাদ ১৫ বলে ২২ করে আউট হলেও দুরন্ত ব্যাটিং চালিয়ে যান অপর ওপেনার হজরতুল্লাহ জাজাই। ৩০ বলে ৪৪ রান করে আউট হন তিনি। তাঁর ইনিংসে ছিল তিনটি করে চার ও ছয়। পাঁচটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৩৪ বলে সর্বাধিক ৫৯ রান করেন শেষ ওভারের শেষ বলে আউট হন চারে নামা নজিবুল্লাহ জারদান। ৩৭ বলে ৪৬ রান করেন রহমতুল্লাহ গুরবাজ। ৪ বলে ১১ রানে অপরাজিত থাকেন মহম্মদ নবি। সাফিয়ান শরিফ দুটি উইকেট দখল করেন। জশ ডেভি ও মার্ক ওয়াট নেন একটি করে উইকেট।

টি ২০ আন্তর্জাতিকে আফগানিস্তানের সবচেয়ে বড় ব্যবধানে জয়

জবাবে খেলতে নেমে শুরুটা খারাপ না হলেও চতুর্থ ওভারের দ্বিতীয়, তৃতীয় ও শেষ বলে ২৮ রানেই তিন উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে যায় আফগানিস্তান। ৪.৩ ওভারে ৩০ রানে পড়ে চতুর্থ উইকেট। সেখান থেকে ১০.২ ওভারে মাত্র ৬০ রানে অল আউট হয়ে যায় স্কটল্যান্ড। জর্জ মুন্সে ২৫, কাইল কোয়েটজার ১০ ও ক্রিস গ্রিভস ১২ রান করেন। পাঁচজন ব্যাটার শূন্য রানে আউট হন। একাদশ ওভারের প্রথম দুই বলেই স্কটল্যান্ডের শেষ দুটি উইকেট তুলে নেন রশিদ খান। ২.২ ওভারে ৯ রানের বিনিময়ে ৪ উইকেট পান রশিদ খান। মুজিব উর রহমান ৪ ওভারে ২০ রান খরচ করে ৫টি উইকেট দখল করেন। ম্যাচের সেরা হয়েছেন মুজিবই। বিশ্বকাপের আসরে প্রথম ম্যাচের সেরার পুরস্কার পেয়ে খুশি মুজিব। রানের ব্যবধানের নিরিখে এটিই আফগানিস্তানের টি ২০ আন্তর্জাতিকে সবচেয়ে বড় জয়।

ম্যাচের পর নবি বলেন, পরিকল্পনামাফিকই খেলতে পেরেছি আমরা। প্রথমে ব্যাট করে বড় রান করাই লক্ষ্য ছিল। পাওয়ারপ্লের ব্যাটিং-সহ সব ব্যাটারই ভালো খেলেছেন। আর বল হাতে রশিদ ও মুজিব যে বিশ্বসেরা সেটা সকলেরই জানা। আশা করি এই ভালো দল নিয়ে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারব। টি ২০ বিশ্বকাপে প্রথমবার খেলতে নেমেই মুজিবের ম্যাচের সেরার পুরস্কার পাওয়াটাও দারুণ ব্যাপার। বুধবার স্কটল্যান্ডের পরের ম্যাচ নামিবিয়ার বিরুদ্ধে। শুক্রবার পাকিস্তানের বিরুদ্ধে খেলবে আফগানিস্তান।

English summary
Afghanistan Thrash Scotland To Secure Their Biggest T20 Win By 130 Runs In T20 WC Super 12 Match In Sharjah. Scotland All Out For Only 60 As Mujeeb Bags Five Wickets While Rashid Khan Grabs 4 Wickets.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X