For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাক বংশদ্ভূত রশিদই ফাইনালে কাজটা কঠিন করে দেন পাকিস্তানি ব্যাটসম্যানদের

পাক বংশদ্ভূত রশিদই ফাইনালে কাজটা কঠিন করে দেন পাকিস্তানি ব্যাটসম্যানদের

Google Oneindia Bengali News

পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে টি ২০ বিশ্বকাপ ২০২২ চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। মেলবোর্নে বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ডের এই জয়ের নেপথ্যে যেই দুই ক্রিকেটার সব থেকে বড় ভূমিকা রেখেছেন তাদের মধ্যে অন্যতম আদিল রশিদ। সুপার ১২-এর শেষ ম্যাচ থেকে ধীরে ধীরে ছন্দে ফেরা আদিল নিজেকে ছাপিয়ে গিয়েছেন বিশ্বকাপ ফাইনালে।

পাক বংশদ্ভূত রশিদই ফাইনালে কাজটা কঠিন করে দেন পাকিস্তানি ব্যাটসম্যানদের

ছন্দে থাকা পাকিস্তানের ব্যাটিং লাইনের দুই নির্ভর যোগ্য ব্যাটসম্যানকেই এ দিন প্যাভিলিয়নে ফেরান আদিল রশিদ। ৪ ওভারে ১টি মেডেন সহ মাত্র ২২ রান দিয়ে ২ উইকেট তুলে নেন আদিল রশিদ। বিশ্বকাপের মতো স্তরে মেডেন ওভার যে কোনও প্রতিপক্ষকে চাপে ফেলতে যথেষ্ট এবং তা যদি উইকেট মেডেন হয় তা হলে তা আরও ভয়ানক হয়ে হতে প্রতিপক্ষ দলের জন্য। এ দিন পাকিস্তানের রানে লাগামটা টানেন এই পাক বংশদ্ভূত বোলারই।

দুরন্ত শুরু করা বাবর আজমকে আনপ্লেয়েবেল গুগলিতে আউট করেন রশিদ। বলটা এমন তিনি করেছিলেন যেখানে বাবর মিস করলে তা গিয়ে সরাসরি লাগত স্ট্যাম্পে। এই ম্যাচে নিজের স্পেনের প্রথম বলেই আদিল রশিদ প্যাভিলিয়নে পাঠান তরুণ বিস্ফোরক ব্যাটসম্যান মহম্মদ হ্যারিসকে। প্রথম ওভারে ৫ রান খরচ করেন আদিল, দ্বিতীয় ওভারে তিনি খরচ করেন ৯ রান। নিজের স্পেলের তৃতীয় ওভারের প্রথম ম্যাচে তিনি ডাগ আউটের রাস্তা দেখান পাক অধিনায়ক বাবর আজমকে (৩২)। এই ওভারে একটিও রান খরচ করেননি আদিল রশিদ এবং উইকেট মেডেন সম্পূর্ণ করেন। স্পেলের শেষ ওভারে ৮ রান খরচ করেন রশিদ।

পাক বংশদ্ভূত রশিদই ফাইনালে কাজটা কঠিন করে দেন পাকিস্তানি ব্যাটসম্যানদের

ইনিংস ব্রেকে আদিল রশিদ বলেন, "আমি চেষ্টা করেছি আমার সেরাটা দেওয়ার। পিচের চরিত্র কী সেটা দেখে বোলিং করতে হয়। আমি ধীরে বল করার চেষ্টা করছিলাম কারণ ওরা পেস পছন্দ করে। আর আস্তে বোলিং করাটা আমার বোলিংয়ের শক্তিশালী দিক।"

সুপার ১২-এর প্রথম দিকে ছন্দে ছিলেন না আদিল রশিদ। আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৩২ রান খরচ করেন, আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২৪ রান খরচ করেন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩৩ রান খরচ করেন, কিন্তু প্রতিম্যাচেই উইকেট ট্যালি ছিল ০। শ্রীলঙ্কার বিরুদ্ধে মাস্ট উইন ম্যাচে ৪ ওভারে ১৬ রান দিয়ে টি ২০ বিশ্বকাপের প্রথম উইকেটটি পান রশিদ। সেমিফাইনালেও তাঁর বোলিং বিপাকে ফেলেছিল ভারতকে। ৪ ওভারে মাত্র ২০ রান খরচ করে ১ উইকেট তুলে নেন। ভারতের সব থেকে ভয়ঙ্কর ব্যাটসম্যান এই বারের সংস্করণে সূর্যকুমার যাদবকে আউট করেন তিনি।

স্যাম কারান ফাইনালের নায়ক, গত বছরের ধারাভাষ্যকার এবার টি ২০ বিশ্বকাপের সেরাওস্যাম কারান ফাইনালের নায়ক, গত বছরের ধারাভাষ্যকার এবার টি ২০ বিশ্বকাপের সেরাও

English summary
Adil Rashid make the task difficult for Pakistani Batsmen in T20 World Cup 2022 Final
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X