For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওয়ার্নের পাঠানো শেষ মেসেজ কখনও ডিলিট করবো না: গিলক্রিস্ট

ওয়ার্নের পাঠানো শেষ মেসেজ কখনও ডিলিট করবো না: গিলক্রিস্ট

Google Oneindia Bengali News

শেন ওয়ার্নের মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি সারা বিশ্ব। কিংবদন্তি ক্রিকেটারের মৃত্যু শোক কিছুতেই কাটিয়ে উঠতে পারছে না তাঁর ভক্তকূল। ৪ মার্চ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শেন ওয়ার্ন। ওই দিনই সকালে প্রয়াত হন আরও এক অজি কিংবদন্তি রড মার্শ। ছোটবেলার হিরোর মৃত্যু মেনে নিতে পারেননি শেন ওয়ার্ন। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে টুইট করে শ্রদ্ধাজ্ঞাপন করেছিলেন কিংবদন্তিকে।

ওয়ার্নের পাঠানো শেষ মেসেজ কখনও ডিলিট করবো না: গিলক্রিস্ট

রড মার্শ এবং শেন ওয়ার্ন- দুই কিংবদন্তির একই দিনে মৃত্যু বিধ্বস্ত করে দিয়েছে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য অ্যাডাম গিলক্রিস্টকে। এদের একজনকে তিনি নিজের আইডল মেনে এসেছেন এবং আরেকজনের সঙ্গে নিজের ক্রিকেট জীবনের সেরা মুহূর্তগুলি ভাগ করে নিয়েছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে গিলক্রিস্ট জানান, মৃত্যুর মাত্র আট ঘণ্টা আগেই প্রিয় বন্ধু ওয়ার্ন তাঁকে মেসেজ করেছিলেন। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে গিলি বলেন, "আমায় সম্প্রতি একটা মেসেজ ও (ওয়ার্ন) পাঠিয়েছিল। আমার যতদূর মনে হচ্ছে সম্ভবত ওর (ওয়ার্নের) মৃত্যুর আট ঘণ্টা আগে মেসেজটি এসেছিল। ও আমায় লিখেছিল, চার্চ (গিলক্রিস্টের ডাকনাম), রডকে দারুণ শ্রদ্ধাজ্ঞলি দিয়েছ। আমি রডের মৃত্যুর পর একটা ভয়েস ওভার করি এবং সেটা আমার সৌভাগ্য। আমরা তখনও আমার ছোটবেলার হিরো রড মার্শের মৃত্যুই মেনে নিতে পারছিলাম না। ওয়ার্নি আমায় ওই ভয়েস ওভারের জন্যই সাবাসি দিতে মেসেজ করেছিল। এই মেসেজ আমি জীবনে ডিলিট করব না।"

বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা নক্ষত্র অ্যাডাম গিলক্রিস্ট। নিজের আক্রমণাত্মক ব্যাটং এবং দুর্দান্ত উইকেট কিপিং-এর সৌজন্যে আজও এই অজি কিংবদন্তি সমর্থকদের হৃদয়ে মনিকোঠায় রয়েছেন। অস্ট্রেলিয়ার জার্সিতে ৯৬টি টেস্টে ৪৭.৬০ গড়ে ৫৫৭০ রান করেন গিলি। তাঁর ঝুলিতে রয়েছে ১৭টি শতরান এবং ২৬টি অর্ধশতরান। ২৮৭টি ওডিআই ম্যাচে অস্ট্রেলিয়ার জার্সিতে প্রতিনিধিত্ব করেছিলেন গিলি। একদিনের নির্ধারিত ক্রিকেটে ৩৫.৮৯ গড়ে তাঁর সংগৃহীত রান ৯৬১৯ রান। ১৬টি শতরান এবং ৫৫টি অর্ধ শতরান করেন তিনি।

অস্ট্রেলিয়ার জার্সিতে তিনটি বিশ্বকাপ জিতেছেন গিলক্রিস্ট। ২০০৭ বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০৪ বলে খেলা তাঁর ১৪৯ রানের ইনিংস ক্রিকেটের সর্বোচ্চ টুর্নামেন্টের ইতিহাসে অন্যতম সেরা হিসেবে পরিগনিত হয়। অস্ট্রেলিয়ার ২০০৩ বিশ্বকাপ জয়ের নেপথ্যেও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে গিলক্রিস্টের। জাতীয় দলের পাশাপাশি আইপিএল-এও খেলেছেন কিংবদন্তি এই অস্ট্রেলীয় উইকেটরক্ষক- ব্যাটসম্যান।

English summary
Former Australia Wicketkeeper Adam Gilchrist revels the last message he received from shane warne. He said warne praised the way Gilly tribute to Rod Marsh.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X