For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ভারতের প্রথম একাদশে অবশ্যই এই ক্রিকেটারের থাকা উচিৎ', কার হয়ে ব্যাট ধরলেন অ্যাডাম গিলক্রিস্ট

'ভারতের প্রথম একাদশে অবশ্যই এই ক্রিকেটারের থাকা উচিৎ', কার হয়ে ব্যাট ধরলেন অ্যাডাম গিলক্রিস্ট

Google Oneindia Bengali News

আসন্ন আইসিসি টি-২০ বিশ্বকাপের জন্য ভারতের ১৫ সদস্যের স্কোয়াডে রয়েছেন দীনেশ কার্তিক এবং ঋষভ পন্থ। তরুণ পন্থ যেখানে দলের প্রথম পছন্দ উইকেটরক্ষক সেখানে দীনেশ কার্তিকের বিধ্বংসী ফর্ম তাঁর হয়ে কথা বলছে প্রথম একাদশে জায়গা পাওয়ার জন্য। এই অবস্থায় ঋষভকে টিম ম্যানেজমেন্ট খেলাবে না দীনেশ কার্তিক খেলবে, নাকি উভয়ই খেলবে তা দেখার। তবে, এই দুই জনের মধ্যে কার প্রথম একাদশে সুযোগ পাওয়া উচিৎ তা নিয়ে মুখ খুলেছেন বহু প্রাক্তন তারকা। এ বার এই তালিকায় যুক্ত হলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্ট।

ঋষভের অবশ্যই থাকা উচিৎ প্রথম একাদশে:

ঋষভের অবশ্যই থাকা উচিৎ প্রথম একাদশে:

অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা মনে করেন যে আগ্রসণ এবং সাহস রয়েছে বোলিং অ্যাটাকের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য তাঁকে ঋষভ পন্থের অবশ্যই ভারতের প্রথম একাদশে থাকা উচিৎ। তিনি বলেছেন, "ঋষভ পন্থের যে সাহস এবং আগ্রাসণ রয়েছে, যে ভাবে বোলিং অ্যাটাকের বিরুদ্ধে খেলে ও তাতে ভারতের লাইনআপে অবশ্যই ওর থাকা উচিৎ। ওরা (দীনেশ কার্তিক এবং ঋষভ পন্থ) এক সঙ্গে খেলতে পারে তবে আমি মনে করি অবশ্যই ঋষভের প্রথম একাদশে থাকা উচিৎ।"

ঋষভ-কার্তিককে এক সঙ্গে খেলতে দেখার অপেক্ষায় গিলক্রিস্ট:

ঋষভ-কার্তিককে এক সঙ্গে খেলতে দেখার অপেক্ষায় গিলক্রিস্ট:

অ্যাডাম গিলক্রিস্ট আরও বলেছেন, "এটা দেখার বিষয়ে হবে যে ওরা এক সঙ্গে দলে খেলতে পারে কি না, আমার মনে হয় ওরা পারবে। দলকে ওরা কী ভাবে সাহায্য করে (সেটা দেখার মতো হবে)। দীনেশ কার্তিকের যা বিবিধতা রয়েছে তাতে ও টপ অর্ডারে খেলতে পারে, নিজের কেরিয়ারে ওই পজিশনে ও খেলেছে। ভাল ছন্দে রয়েছে ও।"

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ঋষভ পন্থের পরিসংখ্যান:

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ঋষভ পন্থের পরিসংখ্যান:

ভারতের জার্সিতে এখনও পর্যন্ত ৫৮টি টি-২০ ম্যাচে ৯৩৪ রান করেছেন ঋষভ পন্থ। ১২৬.২১ স্ট্রাইক রেটে তাঁর গড় ২৩.৯৪। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে তাঁর থেকে যতটা সাফল্য আশা করা হয়েছিল ততটা সাফল্য পাননি ঋষভ।

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে দীনেশ কার্তিকের পরিসংখ্যান:

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে দীনেশ কার্তিকের পরিসংখ্যান:

ভারতের হয়ে এখনও পর্যন্ত ৫১টি টি-২০ ম্যাচে ৫৯৮ রান করেছেন দীনেশ কার্তিক। ১৩৯.৭২ স্ট্রাইক রেটে তাঁর গড় ২৭.১৮। দেশের জার্সিতে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে তাঁর সর্বোচ্চ রান ৫৫।

পুজোর মুখে বর্ষণের ভ্রুকুটি! বাংলার পাঁচ জেলায় হতে পারে ভারী বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের পুজোর মুখে বর্ষণের ভ্রুকুটি! বাংলার পাঁচ জেলায় হতে পারে ভারী বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

English summary
Adam Gilchrist backs Rishabh Pant and said the player must include in India's playing eleven
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X