For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহেন্দ্র সিং-এর চরিত্রেই দাগ কেটে গেলেন সুশান্ত সিং, বাকিটা ইতিহাস

মহেন্দ্র সিং-এর চরিত্রেই দাগ কেটে গেলেন সুশান্ত সিং, বাকিটা ইতিহাস

  • |
Google Oneindia Bengali News

১৮ মাসের জন্য দিনরাত এক। ক্রিকেট অনুশীলন ও শ্যুটিংয়ের চাপে প্রাণান্তকর পরিস্থিতি। তবু লড়ে গিয়েছিলেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। ঘাম-রক্ত ঝরিয়ে বড় পর্দায় সফলভাবে ফুটিয়ে তুলেছিলেন কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনিকে। দেশের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়কের নাম-ভূমিকায় অভিনয় করে নিজেকেও সাফল্যের শিখরে নিয়ে গিয়েছিলেন ৩৪ বছরের অভিনেতা। এরপর একের পর এক হিট। সুশান্তের আকস্মিক প্রয়াণে তাঁর ওই সিনেমার কথা ভেবেই সবচেয়ে বেশি আবেগতাড়িত হচ্ছেন নেটিজেনরা।

ধোনির বায়োপিক

ধোনির বায়োপিক

দেশকে ২০০৭-র টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ ও ২০১১-র ৫০ ওভারের বিশ্বকাপ দেওয়া মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে তৈরি নীরজ পান্ডের সিনেমা রিলিজ করেছিল ২০১৬ সালে। 'এমএস ধোনি, দ্য আনটোল্ড স্টোরি' সিনেমাটি কার্যত বক্স অফিস ভেঙে দিয়েছিল। ২১৬ কোটি টাকা রোজগার করেছিল এই চলচ্চিত্র।

সুশান্তের নির্বাচন

সুশান্তের নির্বাচন

এই সিনেমা তৈরির আগে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের কাজ সেভাবে কোনওদিন দেখেননি পরিচালক নীরজ পান্ডে। তবে যে বিষয়টি নির্মাতাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছিল তা হল, ধোনি ও সুশান্তের জন্ম ও বেড়ে ওঠা মোটামুটি একই অঞ্চল (রাঁচি ও পাটনা) থেকে। তাঁদের কথা বলার ধরনও ছিল এক। সুশান্তের সঙ্গে ১৫ মিনিট কথা বলেই তাঁকে ধোনি চরিত্রের জন্য মনে ধরেছিল নীরজ পান্ডের। কারণ দুই তারকার স্বভাবেও মিল খুঁজে পেয়েছিলেন তিনি।

অনুশীলন

অনুশীলন

সুশান্ত সিং রাজপুতের বোন একজন পেশাদার ক্রিকেটার হলেও এই খেলা সম্পর্কে বিশেষ ধারণা ছিল না অভিনেতার। হতশ্রী পারফরম্যান্সের জন্য শৈশবে স্কুলের ক্রিকেট দল থেকে তিনি বাদ পড়েছিলেন। তাই মহেন্দ্র সিং ধোনির চরিত্রে অভিনয় করার জন্য নিজের সর্বস্ব উডাড় করতে হয়েছিল সুশান্তকে। শ্যুটিং শুরুর দেড় বছর আগে থেকে ওই অভিনেতা ক্রিকেট ট্রেনিং নিয়েছিলেন। দেশের প্রাক্তন উইকেটরক্ষক কিরণ মোরের তত্ত্বাবধানে ১৩ মাস ক্রিকেট কোচিং নিয়েছিলেন সুশান্ত সিং। প্রতিদিন ভোর ৬টা থেকে শুরু হত অনুশীলন। চার ঘণ্টা ধরে চলত ব্যাট-বলের সংঘর্ষ।

ধোনির সঙ্গে কথা

ধোনির সঙ্গে কথা

বক্স অফিসে সাড়া ফেলে দেওয়া এই সিনেমাটিতে কাজ শুরু করার আগে তিন বার মহেন্দ্র সিং ধোনির সঙ্গে দেখা করেছিলেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। সেই সময় দেশের সর্বকালের সেরা অধিনায়ক তাঁকে ক্রিকেট সম্পর্কে নানা পরামর্শ দিয়েছিলেন বলে জানিয়েছিলেন প্রয়াত অভিনেতা।

English summary
Actor Shushant Singh remembers most by MS Dhoni's biopic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X