For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অবশেষে কিছুটা স্বস্তি পেলেন ধর্ষণের দায়ে অভিযুক্ত দানুষ্কা গুণতিলকা, এই আবেদন রাখল আদালত

অবশেষে কিছুটা স্বস্তি পেলেন ধর্ষণের দায়ে অভিযুক্ত দানুষ্কা গুণতিলকা, এই আবেদন রাখল আদালত

Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপ ২০২২-এর মধ্যেই গুরুতর অভিযোগে বিদ্ধ হন শ্রীলঙ্কার ক্রিকেটার দানুষ্কা গুণতিলকা। এক অজি মহিলাকে যৌন হায়রানির অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। বিশ্বকাপে শ্রীলঙ্কার শেষ ম্যাচের কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে গ্রেফতার করে পুলিশ।

অবশেষে জামিন পেলেন দানুষ্কা গুণতিলকা:

অবশেষে জামিন পেলেন দানুষ্কা গুণতিলকা:

বেশ কিছু সময় কারাগারের পিছনে কাটানোর পর অবশেষে জামিন পেলেন দনুষ্কা গুণতিলকা। বৃহস্পতিবার তাঁরে জামিন দিল সিডনির ডাউনিং সেন্টার কোর্ট। একটি ভিডিও লিঙ্কের মাধ্যমে পার্কলেয়া সংশোধনাগার থেকে কোর্টের সামনে অনলাইন হাজিরা দিয়েছিলেন দনুষ্কা। ৭ নভেম্বর তাঁর আগের জামিন আবেদন বাতিল হওয়ার পর এই সংশোধানাগারেরই রয়েছে তিনি। শ্রীলঙ্কা দলের দেশে উড়ে যাওয়ার ৬ ঘণ্টা আগে গ্রেফতার করা হয় গুণতিলকাকে। তাঁর বিরুদ্ধে ২৯ বছর বয়সী এক মহিলাকে যৌন নিপিড়ন এবং তাঁর সম্মতির বিরুদ্ধে চার বার সংগমের অভিযোগ রয়েছে।

কী শর্তে জামিন পেয়েছেন গুণতিলকা:

কী শর্তে জামিন পেয়েছেন গুণতিলকা:

জানা গিয়েছে শ্রীলঙ্কার সরকার এবং সেই দেশের ক্রিকেট অ্যাসোসিয়েশন তাঁর পাশে রয়েছে। মোটা অঙ্কের বন্ডে তাঁকে জামিন দেওয়া হয়েছে। পাশাপাশি গুণতিলকাকে তাঁর পাসপোর্ট জমা দিতে হয়েছে, দৈনিক দুই বার করে পুলিশ রিপোর্টিং করতে বলা হয়েছে, রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত তার জন্য কার্ফিউ রাখা হয়েছে, অভিযোগকারীনির সঙ্গে কোনওরূপ যোগাযোগ স্থাপন করতে পারবেন না তিনি। টিন্ডার সহ অন্যান্য ডেটিং অ্যাপ্লিকেশন তিনি ব্যবহার করতে পারবেন না।

শ্রীলঙ্কার জার্সিতে আন্তর্জাতিক স্তরে দানুষ্কার কেরিয়ার:

শ্রীলঙ্কার জার্সিতে আন্তর্জাতিক স্তরে দানুষ্কার কেরিয়ার:

শ্রীলঙ্কার হয়ে গুণতিলকা ৮টি টেস্ট, ৪৭টি একদিনের আন্তর্জাতিক এবং ৪৬টি টি ২০ আন্তর্জাতিক খেলেছেন। ২০১৫ সালের নভেম্বরে শ্রীলঙ্কা দলে অভিষেক হয় গুণতিলকার।কাছে অভিযোগ ছিল, চলতি সপ্তাহের গোড়ার দিকে রোজ বে-তে স্থানীয় বাসিন্দা ২৯ বছরের এক মহিলাকে যৌন হেনস্থা করেন গুণতিলকা। গুণতিলকা টেস্টে মোট ২৯৯ রান করেছেন, একদিনের আন্তর্জাতিকে ২টি শতরান এবং ১১টি অর্ধশতরান-সহ ১৬০১ রান রয়েছে তাঁর। টি ২০ আন্তর্জাতিসে তিনটি অর্ধশতরান-সহ ৭৪১ রান করেছেন।

সব ধরনের ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য নির্বাসিত গুণতিলকা:

সব ধরনের ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য নির্বাসিত গুণতিলকা:

এই ক্রিকেটারের উপর অভিযোগ ওঠার পর নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার পূর্ণা তদন্ত রিপোর্ট সামনে না আসা পর্যন্ত কোনও রকম ক্রিকেটে অংশ নিতে পারবেন না গুণতিলকা। পুরো প্রক্রিয়ার উপর শ্রীলঙ্কা ক্রিকেট নজর রেখেছে এবং তাদের তরফ থেকেও পুরো বিষয়টা খুঁটিয়ে দেখা হবে বলে সেই সময়ে বলা হয়েছিল।

English summary
Accused of Sexual assault and rape case danushka gunathilaka granted bail on several conditions
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X