For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোহিত শর্মার হাতে নাও থাকতে পারে নেতৃত্বের ব্যাটন,দক্ষিণ আফ্রিকার সিরিজে ভারতের অধিনায়কত্ব করতে পারেন এই তারকা

রোহিত শর্মার হাতে নাও থাকতে পারে নেতৃত্বের ব্যাটন, দক্ষিণ আফ্রিকার সিরিজে ভারতের অধিনায়কত্ব করতে পারেন এই তারক

Google Oneindia Bengali News

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজে ভারতীয় দলের নেতৃত্বে দেখা যেতে পারে শিখর ধাওয়ানকে, এমনটাই খবর বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে। বিসিসিআই-এর একটি সূত্র মারফত সংবাদ সংস্থা এএনআই জানতে পেরেছে এই কথা। টি-২০ বিশ্বকাপের জন্য যেই ক্রিকেটারদের কথা ভাবা হয়েছে তাঁদের বিশ্রাম দেওয়া হবে এই সিরিজে এবং সেই কারণেই নেতৃত্বের ব্যাটন থাকবে ধাওয়ানের হাতে।

রোহিত শর্মার হাতে নাও থাকতে পারে নেতৃত্বের ব্যাটন,দক্ষিণ আফ্রিকার সিরিজে ভারতের অধিনায়কত্ব করতে পারেন এই তারকা

অক্টোবরের ১৬ তারিখ থেকে শুরু হতে চলেছে আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২২। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটের বিশ্বকাপের অষ্টম সংস্করণ চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। ওই সূত্র থেকে এ-ও জানা গিয়েছে যে রাহুল দ্রাবিড়ের পরিবর্তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে ভারতীয় দলের প্রশিক্ষকের দায়িত্ব সামলাবেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান তথা ভারতীয় টেস্ট ক্রিকেটের কিংবদন্তি ভিভিএস লক্ষ্ণণ।

২৮ সেপ্টেম্বর থেকে ভারতের বিরুদ্ধে সফর শুরু করছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া বাহিনীর বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ এবং একই সংখ্যক ম্যাচের ওডিআই সিরিজ খেলবে ভারতীয় দল। প্রথম টি-২০ ম্যাচটি খেলা হবে ২৮ সেপ্টেম্বর তিরুঅনন্তপুরমে। ২ অক্টোবর দ্বিতীয় টি-২০ ম্যাচটি খেলা হবে গুয়াহাটিতে। গান্ধীর জন্ম দিবসকে স্মরণ করতে এই দিন ম্যাচটি আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিরিজের শেষ টি-২০ ম্যাচটি ভারতীয় দল খেলবে ইন্দোরে ৪ অক্টোবর।

ওডিআই সিরিজ শুরু হবে ৬ অক্টোবর থেকে। এই সিরিজেই শিখর ধাওয়ানের হাতে দেখা যেতে পারে ভারতীয় দলের নেতৃত্বের ব্যাটন। লখনউয়ে ৬ অক্টোবর খেলা হবে সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচ যথাক্রমে আয়োজিত হবে ৯ অক্টোবর রাঁচিতে এবং ১১ অক্টোবর দিল্লিতে।

পাকিস্তানকে হারিয়ে শ্রীলঙ্কার এশিয়া কাপ জয়ের পর দ্বীপরাষ্ট্রের পতাকা হাতে ছবি তুললেন গম্ভীর, আপ্লুত সমর্থকরাপাকিস্তানকে হারিয়ে শ্রীলঙ্কার এশিয়া কাপ জয়ের পর দ্বীপরাষ্ট্রের পতাকা হাতে ছবি তুললেন গম্ভীর, আপ্লুত সমর্থকরা

English summary
According to reports Shikhar Dhawan will lead India in the upcoming ODI series against South Africa.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X