For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অশ্বিন কিংবা অক্ষর নন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই বোলারকেই এক্স-ফ্যাক্টর মানছেন বিশ্বকাপ জয়ী মহাতারকা

অশ্বিন কিংবা অক্ষর নন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই বোলারকেই এক্স-ফ্যাক্টর মানছেন বিশ্বকাপ জয়ী মহাতারকা

Google Oneindia Bengali News

শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে নির্ধারিত ওভারের সিরিজের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হাইভোল্টেজ সিরিজে মুখোমুখি হতে চলেছে টিম ইন্ডিয়া। ফেব্রুয়ারি থেকে চার ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে। বর্ডার- গাভাসকর সিরিজে ভারতের পারফরম্যান্সের উপর অনেকটাই নির্ভর করবে টেস্ট চ্যাম্পিয়নশিপে রোহিত শর্মার দলের ভাগ্য।

উপমহাদেশে টেস্ট ক্রিকেটে বারবার ফারাক গড়ে দিয়েছে স্পিন:

উপমহাদেশে টেস্ট ক্রিকেটে বারবার ফারাক গড়ে দিয়েছে স্পিন:

অস্ট্রেলিয়া বনাম ভারতের টেস্ট সিরিজের জন্য মুখিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমী এবং ক্রিকেট বিশেষজ্ঞরা। আশা করা হচ্ছে বেশ শক্তিশালী স্কোয়াডই ঘোষণা করা হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের জন্য। ভারতের মাটিতে যে কোনও সিরিজে ভাগ্য নির্ধারণ করার ক্ষেত্রে স্পিন বোলাররা বরাবর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছেন। উপমহাদেশের উইকেট বরাবরই স্পিন সহায়ক এবং স্পিনই বারবার ফারক গড়ে দিয়েছে সিরিজের।

এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন কুলদীপ যাদব:

এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন কুলদীপ যাদব:

বর্ষীয়ান স্পিনার রবিচন্দ্রন অশ্বিন বা রবীন্দ্র জাডেজার অনুপস্থিতিতে অক্ষর প্যাটেল থাকলেও এই সিরিজে ভারতের এক্স ফ্যাক্টর হয়ে উঠতে চলেছেন কুলদীপ যাদব, এমনটাই মনে করেন গৌতম গম্ভীর। ভারতের বিশ্বকাপ জয়ের নেপথ্যে অন্যতম প্রধান কারণ ছিলেন গম্ভীর। ভারতী. ক্রিকেটকে দুই হাতে সমৃদ্ধ করে গিয়েছেন তিনি। গম্ভীর এবং যুবরাজ না থাকলে ধোনির পক্ষে সম্ভব হতো না বিশ্বকাপ জেতা।

কী বলেছেন গৌতম গম্ভীর:

কী বলেছেন গৌতম গম্ভীর:

দ্বিতীয় ওডিআই ম্যাচ শেষ হওয়ার পর গৌতম গম্ভীর বলেছেন, "সব সময়ই ওর মধ্যে দক্ষতা রয়েছে। ওর আত্মবিশ্বাসের বিষয় ছিল। রোহিত শর্মাকে আমরা যতটা দেখেছি তাতে বোঝা গিয়েছে তরুণ বোলারদের আত্মবিশ্বাস দিতে তিনি সক্ষম। এখন সময় এসেছে কুলদীপ যাদবের সঙ্গে অটল ভাবে পাশে থাকা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওর বোলিং অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভারতের জন্য। আপনি যদি ওকে আড়াল করে রাখেন এবং ওডিআই ফরম্যাট না খেলান এবং হঠাৎ করে টেস্ট সিরিজে নিয়ে আসেন তা হলে ওর কাছে দীর্ঘ সময় সর্বোচ্চ স্তরে বোলিং করার অভ্যাসটা থাকবে না। আমি মনে করি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ পর্যন্ত প্রতিটা ওডিআই ম্যাচে ওকে খেলানো উচিৎ। ওই সিরিজে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ও। আমার কাছে রবিচন্দ্রন অশ্বিনের আগে ওই হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে এক্স ফ্যাক্টর।" সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছিলেন অশ্বিন।

দ্বিতীয় ওডিআই ম্যাচে ইডেন গার্ডেন্সে পারফরম্যান্স:

দ্বিতীয় ওডিআই ম্যাচে ইডেন গার্ডেন্সে পারফরম্যান্স:

বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে সুযোগ পেয়ে আবার নিজের দক্ষতায় ছাপ ছেড়ে গিয়েছেন কুলদীপ যাদব। তিনটি উইকেট তিনি সংগ্রহ করে নিয়েছেন। ১০ ওভারে ৫১ রানের বিনিময়ে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তিনি তুলে নিয়েছেন।

জলপথে পর্যটনে নয়া দিশা! বিশ্বের সবথেকে লম্বা রিভার ক্রুজ MV Ganga Vilas-এর উদ্বোধন মোদীর জলপথে পর্যটনে নয়া দিশা! বিশ্বের সবথেকে লম্বা রিভার ক্রুজ MV Ganga Vilas-এর উদ্বোধন মোদীর

English summary
According to Gautam Gambhir in the test series against Australia, Kuldeep Yadev will be X Factor.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X