For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জয় শাহকে বিঁধতে গিয়ে নাজম শেঠির মিথ্যাচার! পিসিবি প্রধানের মাথা হেঁট এসিসি-র বিবৃতিতে

Google Oneindia Bengali News

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজম শেঠির বাউন্সারকে সপাটে মাঠের বাইরে পাঠাল এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এসিসি সভাপতি জয় শাহর পাশে থাকার বার্তা দিয়ে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে তাতে বোঝাই যাচ্ছে পাকিস্তান বেশ কোণঠাসা। সবমিলিয়ে এশিয়া কাপের ভবিষ্যতের দিকেই এখন সকলের নজর।

জয়ের সমালোচনায় নাজম

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি তথা বিসিসিআই সচিব জয় শাহ গতকাল টুইটারের মাধ্যমে ২০২৩ ও ২০২৪ সালে এসিসির কর্মকাণ্ড ও বিভিন্ন টুর্নামেন্টের ক্যালেন্ডার প্রকাশ করেছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য সেপ্টেম্বরে হবে এশিয়া কাপ, ভারত ও পাকিস্তান একই গ্রুপে রয়েছে বলেও জানানো হয়। এটাই হজম হয়নি পিসিবির নবনিযুক্ত চেয়ারম্যানের। তিনি জয়ের টুইটের প্রেক্ষিতে কটাক্ষের সুরে লেখেন যে, একতরফাভাবে জয় যেভাবে সূচি প্রকাশ করেছেন সেজন্য তাঁকে ধন্যবাদ। তিনি এরই সঙ্গে পাকিস্তান সুপার লিগের সূচিও প্রকাশ করে দিতে পারতেন। যেহেতু পাকিস্তান আগামী এশিয়া কাপের আয়োজক, ফলে এশিয়া কাপ সংক্রান্ত ঘোষণার সময় পিসিবিকে অন্ধকারে রাখা হয়েছে বলেই বোঝাতে চেয়েছিলেন নাজম।

কড়া বিবৃতি এসিসির

যদিও এরপরই পাল্টা দিতে বেশি দেরি করেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এসিসির বিবৃতিতে বলা হয়েছে, আমাদের নজরে এসেছে যে সোশ্যাল মিডিয়ায় পিসিবি চেয়ারম্যান নাজম শেঠি দাবি করেছেন, একতরফাভাবে ক্রিকেট ক্যালেন্ডার ঠিক করে তা ঘোষণা করেছেন এসিসি সভাপতি। কিন্তু এসিসি স্পষ্ট করে জানিয়ে দিচ্ছে যে, প্রক্রিয়া মেনেই সবকিছু হয়েছে। গত ১৩ ডিসেম্বরের বৈঠকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ডেভেলপমেন্ট কমিটি এবং ফিনান্স ও মার্কেটিং কমিটি এই ক্যালেন্ডারকে অনুমোদন দিয়েছিল।

ব্যাকফুটে পিসিবি

ব্যাকফুটে পিসিবি

এশিয়ান ক্রিকেট কাউন্সিল আরও জানিয়েছে, ক্যালেন্ডারের বিষয়ে বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণকারী সমস্ত দেশকে জানানো হয়েছিল। গত ২২ ডিসেম্বর মেল পাঠানো হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছেও। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদস্য দেশগুলি ক্রিকেট ক্যালেন্ডার ও এসিসির কর্মকাণ্ডের আগামী রূপরেখা চূড়ান্ত করার বিষয়ে নিজেদের মতামত জানায়। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে কোনও প্রতিক্রিয়া বা সুপারিশ মেলেনি। এরপরও নাজম শেঠি সোশ্যাল মিডিয়ায় যে মন্তব্য করেছেন তা ভিত্তিহীন। তাঁর বক্তব্য খারিজ করা হচ্ছে বলেও জানিয়ে দিয়েছে এসিসি।

চাপানউতোরে নজরে এশিয়া কাপ

চাপানউতোরে নজরে এশিয়া কাপ

উল্লেখ্য, এর আগে জয় শাহ বলেছিলেন ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না। এশিয়া কাপ পাকিস্তান থেকে সরিয়ে নিরপেক্ষ দেশে আয়োজনের সম্ভাবনার কথাও উল্লেখ করেছিলেন বিসিসিআই সচিব। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান হিসেবে জয় এমন সিদ্ধান্ত একা নিতে পারেন না বলে সরব হয়েছিলেন তৎকালীন পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা। ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যদি না যায়, তাহলে ভারতে বিশ্বকাপ খেলতে পাকিস্তান আসবে না বলেও জানান রামিজ। যদিও রামিজের স্থলাভিষিক্ত হয়ে নাজম শেঠি বলেছিলেন, ভারতে খেলতে যাওয়ার বিষয়ে সরকারই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এশিয়া কাপ আয়োজন নিয়ে এসিসির সঙ্গে নিয়মিত যোগাযোগ ও বোঝাপড়া রেখে চলার বার্তা দিয়েছিলেন নাজম। কিন্তু সেই কথা রাখতে না পেরে বিতর্ক তৈরি করতে গেলেন এবং তার পাল্টাও হজম করতে হলো পিসিবি প্রধানকে। এই পরিস্থিতিতে এশিয়া কাপ আদৌ পাকিস্তানে হবে কিনা সেদিকেই তাকিয়ে সকলে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে হারের পর ভারতীয় বোলিং বিভাগের উপর ক্ষোভ উগড়ে দিলেন সুনীল গাভাসকরশ্রীলঙ্কার বিরুদ্ধে হারের পর ভারতীয় বোলিং বিভাগের উপর ক্ষোভ উগড়ে দিলেন সুনীল গাভাসকর

English summary
Asian Cricket Council Claims PCB Chairman Najam Sethi’s Comments On Social Media Platform As Baseless. Najam Sethi Criticised Jay Shah's Role As ACC President.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X