For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বুমরাহের না থাকাটা বড় পার্থক্য গড়ে দেয়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের পর মেনে নিলেন টিম ইন্ডিয়ার এই তারকা

বুমরাহের না থাকাটা বড় পার্থক্য গড়ে দেয়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের পর মেনে নিলেন টিম ইন্ডিয়ার এই তারকা

Google Oneindia Bengali News

জসপ্রীত বুমরাহকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে না খেলানোর প্রভাব হাতেনাতে টের পেয়েছে ভারত। ২০৮ রানের পাহাড়প্রমাণ রানও রক্ষা করতে পারেননি ভারতীয় বোলাররা। ডেথ ওভারে। অস্ট্রেলিয়ার ইনিংসের শেষ এবং তার আগের ওভারের রান খরচ করেছেন ভারতীয় বোলাররা তাতে বুমরাহহীন ভারতীয় বোলিং কতট দুর্বল তা আবারও ফুটে উঠেছে।

জসপ্রীতের না থাকাটা বড় পার্থক্য গড়ে দেয়:

জসপ্রীতের না থাকাটা বড় পার্থক্য গড়ে দেয়:

ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে হার্দিক পান্ডিয়া বলেছেন, "জসপ্রীতের না খেলাটা অবশ্যই বড় পার্থক্য গড়ে দেয়। চোট কাটিয়ে ও ফিরছে। এটা এখন জরুরি ওর উপর বেশি চাপ না দেওয় এবং ওকে ফিরে আসার জন্য প্রয়োজনীয় সময় দেওয়া।"

বর্তমান দলের উপর ভরসা রাখতে হবে সমর্থকদের:

বর্তমান দলের উপর ভরসা রাখতে হবে সমর্থকদের:

ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া জানিয়েছেন, বর্তমান স্কোয়াডের উপর ভরসা রাখতে হবে সমর্থকদের, যেখানে দেশের সেরা খেলোয়াড়রা খেলেন। তাঁর কথায়, "আমরা জানি ও নিজের সঙ্গে কতটা দক্ষতা নিয়ে আসে দলের মধ্যে এবং আমাদের জন্য ও কতটা গুরুত্বপূর্ণ। (বোলিং নিয়ে) এখানে ওখানে চিন্তিত হতেই পারে, সেটা ঠিক আছে। আমাদের নিজের ছেলেদের উপর ভরসা রাখতে হবে। এরা দেশের সেরা ১৫ ক্রিকেটার এবং এই কারণেই এরা স্কোয়াডে রয়েছে।"

ভারতের জার্সিতে একমাত্র উজ্জ্বল হার্দিক:

ভারতের জার্সিতে একমাত্র উজ্জ্বল হার্দিক:

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের জার্সিতে এক মাত্র উজ্জ্বল দেখিয়েছে হার্দিক পান্ডিয়াকে। ৩০ বলে ৭১ রানের অপরাজিত ইনিংস খেলেন হার্দিক যদিও বল হাতে কোনও উইকেট তিনি পাননি। নিজের পারফরম্যান্সের বিষয়ে পান্ডিয়া বলেছেন, "সম্প্রতি আমি অনেক সাফল্য পেয়েছি। কিন্তু আমার কাছে যেটা বেশি গুরুত্ব পায় সেটা হল আমার ভাল দিনেও আমি আরও ভাল কী ভাবে হতে পারি? যে ধরনের কেরিয়ারগ্রাফ আমার রয়েছে তাতে আমার পারফরম্যান্স নিয়ে নিয়ে আমি বেশি কিছু ভাবি না, সেটা সাফল্যই হোক বা ব্যর্থতা।"

প্রতিপক্ষের থেকে এক পা এগিয়ে থাকতে হবে:

প্রতিপক্ষের থেকে এক পা এগিয়ে থাকতে হবে:

ভারতের একমাত্র সফল হিসেবে মোহালিতে হার্দিকের ব্যাট ঝলসে উঠেছিল। পান্ডিয়ার ধারাবাহিক ভাবে সাফল্যের কারণে দ্বিতীয় ম্যাচে অন্য কিছু পরিকল্পনা নিতেই পারে অস্ট্রেলিয়া দল। সেটাকে মাথায় রেখেই প্রতিপক্ষের থেকে এক পা এগিয়ে থাকার কথা বলেছেন হার্দিক। তিনি বলেছেন, "আজ ম্যাচে ভাল খেলেছি আমি। ওরা আমাকে পরের ম্যাচে টার্গেট করতে পারে এবং আমাকে (ওদের থেকে) এক পা এগিয়ে থাকতে হবে।"

Ind vs Aus: ডেথ বোলিংয়ে ভুবনেশ্বর কুমার চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে: গাভাসকরInd vs Aus: ডেথ বোলিংয়ে ভুবনেশ্বর কুমার চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে: গাভাসকর

English summary
Absence of Jasprit Bumrah makes the difference admitted Hardik Pandya. But at the same time he urge supporters to believe on the players who are playing.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X