For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022:মুম্বই সহ একাধিক ফ্রাঞ্চাইজির ট্রায়ালে একটা সময়ে বাতিল হওয়া অভিনব নিলামে দাম পেলেন বেস প্রাইসের ১৩গুন

মুম্বই সহ একাধিক ফ্রাঞ্চাইজির ট্রায়ালে একটা সময়ে বাতিল হওয়া অভিনব নিলামে দাম পেলেন বেস প্রাইসের ১৩গুন

Google Oneindia Bengali News

পবিবারের দ্বিতীয় সদস্য হিসেবে পেশাদার ক্রিকেটে পা রাখা অভিনব মনোহর ২০২১ সালে ২৭ বছর বয়সে প্রথমবার ডাক পান কর্ণাটকের দলে। অভিনবের তুতো দিদি শারণ্য সদারঙ্গি জার্মান মহিলা ক্রিকেট দলের সদস্য। শনিবারের আইপিএল নিলামে ২ কোটি ৬০ লক্ষ চাকায় তাঁকে দলে নেয় গুজরাত টাইটানস। নাইটরা ছাড়াও কর্ণাটকের ক্রিকেটারটিকে পাওয়ার লড়াইয়ে ছিল কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটলস। অভিনব নিলাম থেকে যে ২ কোটি ৬০ লক্ষ টাকা পেয়েছেন তা তাঁর বেস প্রাইসের ১৩গুন।

IPL 2022:মুম্বই সহ একাধিক ফ্রাঞ্চাইজির ট্রায়ালে একটা সময়ে বাতিল হওয়া অভিনব নিলামে দাম পেলেন বেস প্রাইসের ১৩গুন

পাঁচ বছর আগে মুম্বই ইন্ডিয়ান্সে ট্রায়াল হিতে গিয়েছিলেন অভিনব। কিন্তু ব্যাট হাতে তিনি খুশি করতে পারেননি মুম্বইয়ের ম্যানেজমেন্টকে। শুধু মুম্বই নয়, একাধিক অন্য দলও তাঁর প্রতি আস্থা দেখাতে পারেনি। কিন্তু কখনও নিজের কাজের উপর ভরসা হারননি তিনি। আরও পরিশ্রম করেছেন এবং শেষ পর্যন্ত গুজরাতের দলে জায়গা করে নিয়েছেন এই তরুণ ক্রিকেটার। নিলামে তিনি দল পাবেন কি না, সেই নিয়েও চিন্তায় ছিলেন অভিনব। ইএসপিএল ক্রিকইনফোকে দেওয়া সক্ষাৎকারে অভিনব বলেছেন, "আমি ঠিক মতো ঘুমাতে পারিনি শেষ এক সপ্তাহ। খুব জোর ৩-৪ ঘণ্টা ঘুমিয়ে ছিলাম। মনের মধ্যে উত্তেজনা ছিল। ভাবছিলাম আমা কেউ নেবে তো নাকি অবিক্রিতই থেকে যাব। এটা আরও বেশি করে চলছিল শনিবার। আমরা গোটা পরিবার এক সঙ্গে নিলাম দেখছিলাম।"

অভিনব মনোহরের এই উন্নতি চোখ টানার মতো কারণ তিন মাস আগেও কর্ণাটকের নির্বাচকদের র্যাডারে ছিলেন না তিনি। কোভিডের কারণ ঘরোয়া ক্রিকেট বিঘ্নিত হলেও মানসিকভাবে তিনি প্রস্তুত ছিলেন ৩০ বছর পর্যন্ত ক্রিকেটে ছাপ রাখার জন্য নিজের সর্বোস্য উজার করে দেওয়ার বিষয়ে। নিজের স্বপ্নকে তাড়া করে যেওয়ার সুযোহ পাওয়ায় অভিনব কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁর বাবা-মাকেও। তিনি বলেছেন, "আমি কৃতজ্ঞ আমার বাবা এবং মায়ের কাছে যাঁরা আমাকে কখনও চাকরী করার জন্য জোর দেননি। বাবা সব সময়ে বলেন নিজের সব টুকু দিয়ে চেষ্টা করে যাব সাফল্য আসবেই।"

English summary
Abhinav Manohar, 27 year old cricketer from Karnataka lives his IPL dream after many sleepless night. He is taken by new franchisee of IPL Gujarat Titans. KKR and DC also targeted him in the auction.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X