For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলার নেতৃত্বে অভিমন্যু ঈশ্বরন! করোনা আক্রান্তদের রেখেই রঞ্জিতে ত্রিপুরা ম্যাচের দল ঘোষণা

Google Oneindia Bengali News

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, দেশজুড়ে করোনা সংক্রমণ বাড়লেও জৈব সুরক্ষা বলয়ের মধ্যে নির্ধারিত সূচি মেনেই হবে রঞ্জি ট্রফি। গত বছর করোনার কারণেই রঞ্জি ট্রফি বাতিলের পথে হেঁটেছিল বিসিসিআই। কিন্তু এবার ১৩ জানুয়ারি থেকে শুরু হবে রঞ্জি। সৌরভের অভয়বাণীর পরেই বাংলা দল ঘোষণা করা হয়েছে। নেতৃত্বে অভিমন্যু ঈশ্বরন।

বাংলার নেতৃত্বে অভিমন্যু ঈশ্বরন, দলে করোনা আক্রান্তরাও!

(ছবি- সিএবি মিডিয়া)

বাংলা দল রঞ্জির জন্য অনুশীলন শুরু করে দিয়েছিল। নিজেদের মধ্যে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচও খেলছিলেন ক্রিকেটাররা। কিন্তু আচমকাই বাংলা শিবিরে করোনা-হানার জেরে অনুশীলন বাতিল করে দেওয়া হয়। গতকাল রাতেই জানা যায় সুদীপ চট্টোপাধ্যায়, অনুষ্টুপ মজুমদার, কাজি জুনেইদ সৈফি, গীত পুরী, প্রদীপ্ত প্রামাণিক, সুজিত যাদব ও বাংলা দলের সহকারী কোচ সৌরাশিস লাহিড়ী করোনা আক্রান্ত হয়েছেন। বাংলা বৃহস্পতি ও শুক্রবার মুম্বইয়ের বিরুদ্ধে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলে বেঙ্গালুরু রওনা হবে। প্রথম ম্যাচে আলুরে বাংলার প্রতিপক্ষ ত্রিপুরা। বাংলার সব কটি ম্যাচই হবে বেঙ্গালুরুতে। প্রথম ম্যাচ ত্রিপুরার বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচে ২০ জানুয়ারি থেকে প্রতিপক্ষ কেরল। ২৭ জানুয়ারি থেকে শুরু হবে তৃতীয় ম্যাচ, বাংলার প্রতিপক্ষ হরিয়ানা। ফেব্রুয়ারির ৩ তারিখ থেকে রাজস্থানের বিরুদ্ধে খেলবে বাংলা। গ্রুপ পর্যায়ে বাংলার শেষ ম্যাচ বিদর্ভের বিরুদ্ধে, ১০ ফেব্রুয়ারি থেকে। কেরল ম্যাচটি হবে চিন্নাস্বামী স্টেডিয়ামে। আলুরে হবে তিনটি ম্যাচ। জাস্ট ক্রিকেট মাঠে হবে বাংলা-হরিয়ানা ম্যাচটি।

২১ সদস্যের বাংলা দল ঘোষণা করা হয়েছে। তাতে নাম রয়েছে করোনা আক্রান্তদেরও। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরনের দলে রয়েছেন মনোজ তিওয়ারি, সুদীপ চট্টোপাধ্যায়, অনুষ্টুপ মজুমদার, অভিষেক রামন, সুদীপ ঘরামি, অভিষেক দাস, ঋত্ত্বিক চট্টোপাধ্যায়, ঋত্ত্বিক রায়চৌধুরী, অভিষেক পোড়েল (উইকেটকিপার), শাহবাজ আহমেদ, সায়নশেখর মণ্ডল, আকাশ দীপ, ঈশান পোড়েল, মুকেশ কুমার, কাজী জুনেইদ সৈফি, সাকির হাবিব গান্ধী (উইকেটকিপার), প্রদীপ্ত প্রামাণিক, গীত পুরী, নীলকণ্ঠ দাস ও করণ লাল। সুজিত যাদবকে এই দলে রাখা হয়নি।

এরই মধ্যে সিএবি সভাপতি অভিষেক ডালমিয়াও এদিন সন্ধ্যায় জানিয়েছেন, করোনার উপসর্গ নিয়ে তিনিও আইসোলেশনে রয়েছেন, অপেক্ষা করছেন রিপোর্ট আসার। অলরাউন্ডার শিবম দুবে ও ভিডিও অ্যানালিস্ট করোনার কবলে পড়ায় কলকাতায় এই দুজন আসতে পারেননি। দুবের জায়গায় নেওয়া হয়েছে সাইরাজ পাতিলকে। ইডেনে মহারাষ্ট্রের বিরুদ্ধে ম্য়াচ রয়েছে মুম্বইয়ের। অনুশীলনের পাশাপাশি ম্যাচগুলিও হবে জৈব সুরক্ষা বলয়ে।

English summary
Abhimanyu Easwaran Will Lead Bengal In The First Match Of Ranji Trophy Against Tripura. Bengal Will Play A Two-Day Practice Match Against Mumbai Starting On 6th January.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X