For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

T20 World Cup 2022: বিশ্বকাপ জয়ের জন্য রবিবার কাদের উপর বাজি ধরছেন ডেভিলিয়ার্স?

বিশ্বকাপ জয়ের জন্য রবিবার কাদের উপর বাজি ধরছেন ডেভিলিয়ার্স?

Google Oneindia Bengali News

রবিবার টি ২০ বিশ্বকাপ ২০২২-এর ফাইনাল ম্যাচে মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ড এবং পাকিস্তান। খেতাবি লড়াইয়ে তাঁর মতে কে ফেভারিট এবং তিনি কাকে এগিয়ে রাখবেন তা জানিয়ে দিসেন এবি ডেভিলিয়ার্স।

ডেভিলিয়ার্সের বিচারে ফেভারিট ইংল্যান্ড:

ডেভিলিয়ার্সের বিচারে ফেভারিট ইংল্যান্ড:

ম্যাচের আগের দিন এবি ডেভিলিয়ার্স বলেছেন, "অবশ্যই নিশ্চিত ভাবে খেতাব দেশের নিয়ে যাবে ইংল্যান্ড।" তবে, খুব একটা সহজ এই জয় হবে না বাটলারের দলের জন্য। তিনি উল্লেখ করেছেন, "খুব সবজ হবে না" কাজটা সহজেই করা। তাঁর কথায়, "আমার ব্যক্তিগত মতামত, ইংল্যান্ড অবশ্যই নিজেদের দেশে নিয়ে যাবে কাপ। কিন্তু এই খেলার সৌন্দর্য্য আমাদের জানান দেয় এটা খুব একটা সহজ হবে না ওদের জন্য। যেই দল খেতাব জেতার জন্য বেশি চেষ্টা করবে, নিজেদের উজাড় করে দেবে সেই দলই চ্যাম্পিয়ন হবে।"

ডেভিলিয়ার্সের ভবিষ্যৎবাণী মেলেনি সেমিফাইনালে:

ডেভিলিয়ার্সের ভবিষ্যৎবাণী মেলেনি সেমিফাইনালে:

এর আগে ডেভিলিয়ার্সের ভবিষ্যৎবাণী খাটেনি সেমিফাইনালে। তিনি জানিয়েছিলেন, ইংল্যান্ডের বিরদ্ধে জিতবে ভারত, ভারত-পাকিস্তান ফাইনাল হবে। অ্যাডিলেডে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল ১০ উইকেটে পরাজিত হয়।

টি ২০ বিশ্বকাপের ইতিহাসে দুই দলের পারফরম্যান্স:

টি ২০ বিশ্বকাপের ইতিহাসে দুই দলের পারফরম্যান্স:

ইংল্যান্ড এবং পাকিস্তান- উভয় দলের কাছেই এটি তৃতীয় টি ২০ বিশ্বকাপ ফাইনাল হতে চলেছে। ২০০৯ সালে টি ২০ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। অল্পের জন্য হেরে ২০০৭ বিশ্বকাপে তারা রানার্স হয়। অন্য দিকে, অস্ট্রেলিয়াকে হারিয়ে ২০১০ সালে টি ২০ বিশ্বকাপ জেতে ইংল্যান্ড।

ম্যাচের সময় এবং কোথায় দেখবেন:

ম্যাচের সময় এবং কোথায় দেখবেন:

টি ২০ বিশ্বকাপ ২০২২-এর ফাইনাল ম্যাচটি মেলবোর্নে আয়োজিত হবে। ভারতীয় সময় দুপুর দেড়টা থেকে হবে এই ম্যাচ। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা এই ম্যাচ দেখতে পারবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে।

English summary
AB de Villiers picked England as the favourite to win T20 World Cup.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X