For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এক বনাম দুইয়ের লড়াই শুরুর আগেই ধাক্কা খেলেন ভারতের এই ক্রিকেটার

Google Oneindia Bengali News

এক বনাম দুইয়ের লড়াই। আমেদাবাদের মোতেরার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-ইংল্যান্ড সিরিজকে এভাবেও ভাবা যায়। কারণ, এই মুহূর্তে আইসিসি টি ২০ ক্রমতালিকায় শীর্ষে রয়েছে ইংল্যান্ড। তারপরেই আছে ভারত। শুক্রবার থেকে শুরু হতে চলা এই সিরিজ চার-এক ব্যবধানে জিতলে বিরাট কোহলিরা এক নম্বরে উঠে আসতে পারেন।

এক বনাম দুইয়ের লড়াই শুরুর আগে ধাক্কা খেলেন ভারতের ক্রিকেটার

সিরিজ শুরুর আগে প্রথম একাদশে থাকা নিয়ে যখন লোকেশ রাহুলের সঙ্গে জোর লড়াই শিখর ধাওয়ানের, তখন আইসিসি ক্রমতালিকায় একটু ধাক্কা খেলেন রাহুল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারলেও ভালো পারফরম্যান্সের সুবাদে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ রাহুলকে টপকে চলে এলেন দুই নম্বরে। ব্যাটসম্যানদের তালিকায় এক ধাপ নেমে রাহুল চলে এলেন তিনে। ফিঞ্চের পয়েন্ট ৮৩০, রাহুলের ৮১৪। ফলে ফের দুই নম্বর জায়গা দখল করার সুযোগ আসছে রাহুলের সামনে। এই তালিকায় শীর্ষস্থানে রয়েছেন ইংল্যান্ডের ডেভিড মালান। প্রথম দশজনের মধ্যে এই তালিকায় রয়েছেন আর একজন ভারতীয়। ষষ্ঠ স্থানটি দখলে রেখেছন ভারত অধিনায়ক বিরাট কোহলি, তাঁর পয়েন্ট ৬৯৭।

বোলারদের মধ্যে অবশ্য কোনও ভারতীয় প্রথম দশে নেই। চার ধাপ উঠে অস্ট্রেলিয়ার অ্যাস্টন অ্যাগর চলে এসেছেন চারে। এক ধাপ নেমে পাঁচে চলে এলেন ইংল্যান্ডের আদিল রশিদ। শীর্ষস্থান ধরে রেখেছেন আফগানিস্তানের রশিদ খান। অলরাউন্ডারদের তালিকার প্রথম দশেও নেই কোনও ভারতীয়। শীর্ষস্থানে রয়েছেন আফগানিস্তানের মহম্মদ নবি।

English summary
KL Rahul Slips To Number Three Position In ICC T20 Rankings. Virat Kohli At Number Six In The Latest T20 Rankings.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X