For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোন দুই ভারতীয় ফাস্ট বোলারকে খেলতে ভয় পান অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ

কোন দুই ভারতীয় ফাস্ট বোলারকে ভয় পান অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার ও জসপ্রীত বুমরাহের বিরুদ্ধে ব্যাট করার সময় তিনি সবচেয়ে বেশি সমস্যায় পড়েন বলে স্বীকার করে নিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। কেন এই দুই বোলারকে তিনি ভয় পান, তাও জানালেন এই অজি ওপেনার।

দ্য টেস্ট

দ্য টেস্ট

সম্প্রতি ২০১৯-র অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের অ্যাসেজ সিরিজ নিয়ে ডকু ফিচার মুক্তি পেয়েছে। সেখানেই এক প্রশ্নোত্তর পর্বে ভারতীয় ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার ও জসপ্রীত বুমরাহের প্রতি নিজের সমীহ ব্যক্ত করেছেন অস্ট্রেলিয়ার সীমিত ওভারের অধিনায়ক অ্যারন ফিঞ্চ। সাফ জানিয়েছেন, এই দুই বোলারকে তিনি ভয় পান।

২০১৮-র সফর

২০১৮-র সফর

২০১৮-র শেষে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল ভারত। সেবারই প্রথম অজিদের তাদেরই মাটিতে টেস্ট সিরিজ হারিয়েছিল বিরাট কোহলি নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। ওয়ান ডে সিরিজও জিতেছিল ভারত। সেই সফরে ভারতীয় ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ একাধিকবার তাঁর উইকেট কার্যত মজার ছলেই নিয়েছিলেন বলে স্বীকার করেছেন অ্যারন ফিঞ্চ।

বুমরাহকে ভয়

বুমরাহকে ভয়

ভারতীয় ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ তাঁর মনে ভীতি তৈরি করেছিলেন বলে স্বীকার করেছেন অ্যারন ফিঞ্চ। বলেছেন, একটা সময় ছিল যখন তিনি ঘুমের মধ্যেও বুমরাহের বোলিং নিয়ে ভাবতেন। আউট হয়ে যাওয়ার ভয়ে তাঁর ঘুম ভেঙে যেত বলেও স্বীকার করেছেন অজি অধিনায়ক।

ভূবনেশ্বর কুমার

ভূবনেশ্বর কুমার

ভারতের অস্ট্রেলিয়া সফর চলাকালীন পেসার ভুবনেশ্বর কুমারের বলে চারবার আউট হয়েছিলেন অ্যারন ফিঞ্চ। প্রতিবারই কেটে ভিতরের দিকে ঢোকা বলে তিনি আউট হন বলেও জানিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। তাই ভুবির বিরুদ্ধে খেলতেও তাঁর কালঘাম ছুটেছিল বলে স্বীকার করেছেন অ্যারন ফিঞ্চ।

English summary
Aaron Finch is not comfortable to play against Bhuvneshwar Kumar and Jasprit Bumrah
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X