For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাট অনেকটা মিয়াঁদাদের মতো বলে পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের দাবি

বিরাট অনেকটা মিয়াঁদাদের মতো বলে পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের দাবি

  • |
Google Oneindia Bengali News

টিম ইন্ডিয়ার নেতা বিরাট কোহলির প্রতিভাকে পাকিস্তানের কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদের সঙ্গে তুলনা করলেন সে দেশের প্রাক্তন অধিনায়ক আমির সোহেল। ক্রিকেট মাঠে দুই ক্রিকেটারের উপস্থিতি প্রায় একই রকম বলেও দাবি করেছেন সোহেল। ঠিক কী বলেছেন প্রাক্তন পাক অধিনায়ক, তা জেনে নেওয়া যাক।

বিরাট কোহলির কেরিয়ার

বিরাট কোহলির কেরিয়ার

ভারতীয় দলের হয়ে ৮৬টি টেস্ট, ২৪৮টি ওয়ান ডে ও ৮২টি টি-টোয়েন্টি খেলা বিরাট কোহলি তিন ফর্ম্যাটে যথাক্রমে ৭২৪০, ১১৮৬৭ ও ২৭৯৪ রান করেছেন। ৭০টি আন্তর্জাতিক শতরানের মালিক টিম ইন্ডিয়ার অধিনায়ক। তিন ফর্ম্যাটেই বিরাটের ব্যাটিং গড় পঞ্চাশের বেশি। তবে টি-টোয়েন্টি এখনও পর্যন্ত শতরান পাননি টিম ইন্ডিয়ার অধিনায়ক।

জাভেদ মিয়াঁদাদের কেরিয়ার

জাভেদ মিয়াঁদাদের কেরিয়ার

পাকিস্তানের হয়ে ১২৪টি টেস্ট ও ২৩৩টি ওয়ান ডে খেলা জাভেদ মিয়াঁদাদ দুই ফর্ম্যাটে যথাক্রমে ৮৮৩২ ও ৭৩৮১ রান করেছেন। ৩১টি আন্তর্জাতিক শতরানের মালিক পাকিস্তানের এই প্রাক্তন অধিনায়ক তথা কোচ।

কোহলি সম্পর্কে সোহেল

কোহলি সম্পর্কে সোহেল

বিরাট কোহলিকে এই প্রজন্মের সেরা ক্রিকেটার বলে আখ্যা দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক আমির সোহেল। অধিনায়ক হিসেবেও বিরাটকে ফুল মার্কস দিয়েছেন আমির। বলেছেন, বিরাট কোহলির শ্রেষ্ঠত্ব দলের ওপর কখনও অধিকার কায়েম করেনি। বরং টিম ম্যান হিসেবেই বিরাট দলের থেকে সেরাটা বের করে আনতে পেরেছেন বলে মনে করেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক।

মিয়াঁদাদ সম্পর্কে সোহেল

মিয়াঁদাদ সম্পর্কে সোহেল

আমির সোহেলের মতে, জাভেদ মিয়াঁদাদও তাঁর প্রজন্মের সেরা ক্রিকেটার ছিলেন। অথচ সেই কিংবদন্তির ওজন কখনওই দলের জন্য অস্বস্তির কারণ হয়ে যায়নি বলেও দাবি সোহেলের। জাভেদ মাঠ এবং মাঠের বাইরে যেভাবে সতীর্থদের চাঙা করে রাখতেন, টিম ইন্ডিয়ার বর্তমান অধিনায়ক বিরাট কোহলির মধ্যেও সেই গুন রয়েছে বলে দাবি আমির সোহেলের।

English summary
Aamer Sohail compares Virat Kohli with Pakistani legend Javed Miandad
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X