For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আকাশ চোপড়ার মতে দুবাইয়ে আইপিএল হলে কোন দুই দল সুবিধে করতে পারে

দুবাইয়ে আইপিএল হলে কোন দুই দল সুবিধে করতে পারে, মতামত আকাশ চোপড়ার

  • |
Google Oneindia Bengali News

করোনা ধাক্কায় আইসিসি টি-২০ ক্রিকেট বিশ্বকাপ পিছিয়ে যাওয়ার পর আইপিএল নিয়ে আশার আলো। সব কিছু ঠিকঠাক থাকলে সম্ভবত সেপ্টেম্বরে দুবাইয়ের মাটিতে আইপিএল আয়োজন হতে চলেছে। অদৃশ্য ভাইরাসের মারণ থাবায় ২৯ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত ছিল। বিশ্বকাপ একবছর পিছিয়ে যাওয়ার পর মিলিয়ন ডলার আইপিএল নিয়েই এখন ক্রিকেটপ্রেমীদের প্রতীক্ষার প্রহর গোনা শুরু। টুর্নামন্টে দুবাইয়ে হলে কোন দুই দল সুবিধ পেতে পারে, সেই নিয়ে এবার মতামত রাখলেন আকাশ চোপড়া।

দুবাইয়ে সুবিধে করতে পারে আরসিবি

দুবাইয়ে সুবিধে করতে পারে আরসিবি

আইপিএলে ইতিহাসে ফাইনাল খেললে এখনও পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গোলার ফ্র্যাঞ্চাইজি কোনও দিনও ট্রফি জিতে উঠতে পারেনি। আসন্ন মরসুমের জন্য এবার অবশ্য বিরাট কোহলিরা দারুণ দল গড়ছেন। নিলামে ব্যাটিং-বোলিং-অলরাউন্ডার নেওয়ার ক্ষেত্রে আরসিবি যথেষ্ট নজর কেড়েছিল। দুবাইয়ে আইপিএলে হলে এই আরসিবি ফ্র্যাঞ্চাইজিই উপর বাজি ধরছেন আকাশ চোপড়া।

আরসিবিকে নিয়ে আকাশের মত

আরসিবিকে নিয়ে আকাশের মত

দেশের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া বলেছেন, 'আরসিবি'র বোলিং ইউনিট আরব আমিরশাহীতে দারুণ কিছু করে দেখাতে পারে। দুবাইয়ে আরসিবি ক্যাম্পে যুজবেন্দ্র চাহাল ও পবন নেগী বল হাতে গেমচেঞ্জার হতে পারেন। '

দিল্লিকে নিয়েও আশাবাদী আকাশ

দিল্লিকে নিয়েও আশাবাদী আকাশ

দুবাইয়ে আরও একটি দলও দারুণ কিছু করে দেখাতে পারে বলে আকাশ মনে করেন। দিল্লি ক্যাপিটালসের স্পিনবিভাগে আকাশের চোখে বেশ আকর্ষণীয়। রবিচন্দ্রন অশ্বিন, অমিত মিশ্র, সন্দীপ লামিছানে, অক্ষর প্যাটেলরা দুবাইয়ে টুর্নামেন্টে হলে দারুণ নজর কাড়তে পারেন বলে আকাশ প্রত্যাশা রাখছেন।

একনজরে দিল্লি ও আরসিবির বোলিং ইউনিট

একনজরে দিল্লি ও আরসিবির বোলিং ইউনিট

দিল্লি ক্যাপিটালস দলে স্পিনবিভাগে রবিচন্দ্রন অশ্বিন, অমিত মিশ্র, সন্দীপ লামিছানে, অক্ষর প্যাটেল, কিমো পল, কাসিগো রাবাদা, ইশান্ত শর্মা, মোহিত শর্মা, মার্কাস স্টোয়েনিস, ক্রিস ওকসরা রয়েছেন। অন্যদিকে আরসিবি দলে ক্রিস মরিস, উসুরু উদানা, পবন নেগি, মইন আলি, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, ডেইল স্টেইন, কেইন রিচার্ডসন, উমেশ যাদব ,নভদীপ সাইনি, যুজবেন্দ্র চাহালরা রয়েছেন।

বিসিসিআইয়ের জন্য না দৌড়েই ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক ক্রিকেট খেলতে চায় পাকিস্তানবিসিসিআইয়ের জন্য না দৌড়েই ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক ক্রিকেট খেলতে চায় পাকিস্তান

English summary
Aakash Chopra names two IPL team who will have a big role to play in UAE
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X