রোহিত কোনও দিনই আইপিএল ট্রফি জিততে পারত না, বিরাটের সমর্থনে কেন এমন বললেন আকাশ চোপড়া
সদ্যসমাপ্ত আইপিএল ২০২০তে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে পঞ্চমবারের জন্য খেতাব জিতেছে মুম্বই। ফলে ক্রিকেটার হিসেবে ষষ্ঠ ও অধিনায়ক হিসেবে পাঁচবার আইপিএল জয় রোহিত শর্মার। যার পর রোহিত না বিরাট, টি-২০ ক্রিকেটে কে সেরা অধিনায়ক সেই নিয়ে চর্চা তুঙ্গে। এবার এই নিয়েই ভারতের প্রাক্তন অধিনায়ক আকাশ চোপড়া মুখ খুললেন।

রোহিতের প্রশংসা
অধিনায়ক হিসেবে হিটম্যান পঞ্চমবার আইপিএল ট্রফি জেতার পর দেশের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর থেকে ইংল্যান্ডের প্রাক্তনী মাইকেল ভন রোহিতকে ভারতের সীমিত ওভারের অধিনায়ক হিসেবে দেখার ইচ্ছাপ্রকাশ করেছেন।

কী বললেন আকাশ চোপড়া
দেশের আরেক প্রাক্তন আকাশ চোপড়া অবশ্য গম্ভীরের সঙ্গে এই বিষয়ে একমত নন। কোহলি পাশে দাঁড়িয়ে প্রশ্ন তুলেছেন আকাশ। যেখানে
ক্রিকেট পন্ডিতদের কাছে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন চোপড়া।

কী প্রশ্ন ছুঁড়ে দিলেন আকাশ
মুম্বইয়ের নেতা হিসেবে রোহিত যে সাফল্য পেয়েছেন, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মতো একটা দল পেলেও হিটম্যান সেই সাফল্য পেতেন কিনা, জানতে চেয়েছেন।

বিরাটের উপর আস্থা আকাশ চোপড়ার
আকাশ চোপড়া ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলির উপর আস্থা রাখছেন। আকাশ বলেন, 'অধিনায়ক হিসেবে রোহিত দুর্দান্ত। কোহলির দল ভালো খেলেনি বলেই ওকে দোষ দেওয়া ঠিক নয়।' আকাশ চোপড়ার মতে, এখনই দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ নেই রোহিতের।