For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কিংবদন্তি সচিন তেন্ডুলকরের নামে মাকড়শার এক নতুন প্রজাতির নামকরণ

কিংবদন্তি সচিন তেন্ডুলকরের নামে মাকড়শার এক নতুন প্রজাতির নামকরণ। গির ফাউন্ডেশনে নতুন প্রজাতির এক মাকড়শার নামকরণে সচিনের নাম ব্যবহার করে তাঁকে শ্রদ্ধা জানানো হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

কিংবদন্তি সচিন তেন্ডুলকরের নামে মাকড়শার এক নতুন প্রজাতির নামকরণ। গির ফাউন্ডেশনে নতুন প্রজাতির এক মাকড়শার নামকরণে সচিনের নাম ব্যবহার করে তাঁকে শ্রদ্ধা জানানো হয়েছে।

কিংবদন্তি সচিন তেন্ডুলকরের নামে মাকড়শার এক নতুন প্রজাতির নামকরণ

এর আগে সচিনকে শ্রদ্ধা জানিয়ে অতীতে ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারির নাম পাল্টে ফেলার ঘটনা ঘটেছে। ক্রিকেটঈশ্বরকে সম্মান জানিয়ে মুম্বইয়ের ওয়াংখেড়েতে রয়েছে সচিন তেন্ডুলকর স্যান্ড। যদিও সচিনের নামে এই মুহূর্তে কোনও পশু-পাখির নাম নেই। এবার প্রথমবার সচিনের নামে মাকড়শার একটা আস্ত প্রজাতির নাম রাখা হল।

গুজরাত ইকোলজিক্যাল এডুকেশন ও রিসার্চ ফাউন্ডেশনের যুব রিসার্চার ধ্রুব প্রজাপতি সম্প্রতি দুই নতুন প্রজাতির মাকড়শা আবিষ্কার করেছেন। নতুন দুই মাকড়শা এশিয়ার জাম্পিং প্রজাতির মাকড়শা। মূলত দক্ষিণ ভারতের কেরালা, তামিলনাড়ু ও গুজরাতে নতুন প্রজাতির এই মাকড়শা পাওয়া যায়। গবেষক ধ্রুব প্রজাপতি মাকড়শার এই নতুন প্রজাতির নাম দিয়েছেন মারেনগো সচিন তেন্ডুলকর!

জানা গিয়েছে, রিসার্চার ধ্রুব সচিনের ভক্ত। তাঁর সবচেয়ে পছন্দের ক্রিকেটার সচিন। সেকারণে ২০১৫ সালে মাকড়শার এই নতুন প্রজাতির হদিশ পেয়ে সেই নিয়ে গবেষণা চালানোর সময় সচিনের নাম দিতে চেয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত নতুন এই প্রজাতিটিতে সচিনের নাম জুড়তে পাড়ায় খুশি গবেষক।

English summary
A new Species of Spider Named after cricket legen Sachin Tendulkar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X