For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা আক্রান্ত ৮, ওয়াংখেড়ে-তে আইপিএল আয়োজন ঘিরে চরম অনিশ্চয়তা

করোনা আক্রান্ত ৮, ওয়াংখেড়ে-তে আইপিএল আয়োজন ঘিরে চরম অনিশ্চয়তা

  • |
Google Oneindia Bengali News

২০২১ সালের আইপিএল শুরুর আগে বিসিসিআইয়ের জন্য আশঙ্কার খবর। টুর্নামেন্টের অন্যতম ভেন্যু মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের আট জন গ্রাউন্ডসম্যান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই অবস্থায় ওই মাঠে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি২০ লিগ হবে কিনা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। যদিও এ ব্যাপারে মুখ খুলতে রাজি হয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড।

করোনা আক্রান্ত ৮, ওয়াংখেড়ে-তে আইপিএল আয়োজন ঘিরে চরম অনিশ্চয়তা

প্রাথমিকভাবে জানা গিয়েছে, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মোট ১৯ জন গ্রাউন্ডসম্যান কাজ করেন। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে তাঁদের প্রত্যেকের কোভিড ১৯ টেস্ট করা হয়েছিল। আট জনের রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানানো হয়েছে। গত ২৬ মার্চ তিন জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল। ১ এপ্রিল আরও পাঁচ জনের কোভিড ১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানানো হয়েছে।

ওয়াংখেড়ে স্টেডিয়ামের করোনা ভাইরাসে আক্রান্ত গ্রাউন্ডসম্যানদের আইসোলেশনে পাঠানো হয়েছে। তাঁদের পরিবারের সব সদস্য এবং আত্মীয়দেরও কোভিড ১৯ টেস্ট করার পরমার্শ দেওয়া হয়েছে। জানা গিয়েছে মাঠের যে কর্মীরা করোনায় আক্রান্ত হয়েছেন, তাঁরা লোকাল ট্রেনে যাতায়াত করেন। ভিড় থেকেই তাঁদের শরীরে কোভিড ১৯-এর সংক্রমণ ঘটেছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে সংশ্লিষ্ট মাঠে আগামী আইপিএল আয়োজনের প্রস্তুতি চলার মধ্যে এই ঘটনা যে তাতে বড় ধাক্কা, তা অনায়াসে বলা যায়।

আগামী ১০ এপ্রিল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগামী আইপিএলের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হওয়ার কথা চেন্নাই সুপার কিংসের। কিন্তু উদ্ভুত পরিস্থিতিতে আদৌ ম্যাচ আয়োজন করা সম্ভব কিনা, তা নিয়ে প্রশ্ন তুলেছে ক্রিকেট প্রেমীদের একটা অংশ।

English summary
8 groundsmen at Wankhede stadium test positive for coronavirus before IPL 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X