For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২৩ মে : বিশ্বের একমাত্র অধিনায়ক হিসেবে ধোনির ঝুলিতে অনন্য নজির

২৩ মে : বিশ্বের একমাত্র অধিনায়ক হিসেবে ধোনির ঝুলিতে অনন্য নজির

  • |
Google Oneindia Bengali News

সাত বছর আগের ২৩ মে বিশ্বের প্রথম ও একমাত্র অধিনায়ক হিসেবে আইসিসি-র সবকটি বড় খেতাবের মালিক হয়েছিলেন কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি। আজকের দিনে ইংল্যান্ডকে তাদেরই মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল হারিয়েছিল টিম ইন্ডিয়া। দিনটি গর্বের সঙ্গে স্মরণ করছেন মাহি ভক্তরা।

ভিলেন হয়েছিল বৃষ্টি

ভিলেন হয়েছিল বৃষ্টি

বার্মিংহ্যামে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হোম টিম ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল ভারত। কিন্তু ম্যাচ শুরু আগেই ভিলেনের ভূমিকা পালন করে তুমুল বৃষ্টি। সময়ের অভাবে কমিয়ে দেওয়া হয়েছিল ওভার। ঠিক হয়েছিল, দুই ইনিংসই ২০ ওভার করে খেলা হবে। ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড।

ভারতের ব্যাটিং

ভারতের ব্যাটিং

আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৯ রান তুলেছিল ভারত। টিম ইন্ডিয়ার হয়ে সর্বোচ্চ ৩৪ বলে ৪৩ রান করেছিলেন বিরাট কোহলি। ২৫ বলে ৩৩ রান করেছিলেন। ওপেনার শিখর ধাওয়ানের ব্যাট থেকে এসেছিল মূল্যবান ৩১ রান। ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট নিয়েছিলেন রবি বোপারা।

ইংল্যান্ডের জবাব

ইংল্যান্ডের জবাব

জবাবে ব্যাট করতে নেমে ৪৬ রানে ৪ উইকেট হারিয়েও ম্যাচে লড়াইয়ে ফিরে এসেছিল ইংল্যান্ড। হোম টিমের হয়ে জোনাথন ট্রট (২০), ইয়ন মর্গ্যান (৩৩) এবং রবি বোপারা (৩০) দুর্দান্ত লড়াই করেছিলেন। তবু রোমহর্ষক ওই ম্যাচে মাত্র ৫ রানে হেরেছিল ইংল্যান্ড। ভারতের হয়ে ২টি করে উইকেট নিয়েছিলেন রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রণ অশ্বিন ও ইশান্ত শর্মা।

ধোনির রেকর্ড

ধোনির রেকর্ড

২০০৭ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। চার বছর পর দেশের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপও জিতেছিল ধোনির টিম ইন্ডিয়া। ২০১৩ সালের ২৩ জুন ইংল্যান্ডকে তাদেরই মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল জিতে বিশ্বের একমাত্র অধিনায়ক হিসেবে আইসিসি-র তিনটি খেতাবেরই মালিক হয়েছিলেন কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি।

ভারতের দ্বিতীয় খেতাব

ভারতের দ্বিতীয় খেতাব

২০০২ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হোম টিমেরই মুখোমুখি হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। বৃষ্টির জন্য নির্ধারিত দিন ও রিজার্ভ ডে-তে ম্যাচ ভেস্তে গিয়েছিল। অ্যাওয়ে দল হিসেবে এবং রান রেটে এগিয়ে থাকার সৌজন্যে খেতাব ভারতের হাতে তুলে দেওয়া হয়েছিল। সেটাই ছিল ভারতের প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি জয়।

অবশেষে পেনাল্টিতে গোল পেলেন রোনাল্ডো, গড়লেন বড় রেকর্ডঅবশেষে পেনাল্টিতে গোল পেলেন রোনাল্ডো, গড়লেন বড় রেকর্ড

English summary
7 years ago this day MS Dhoni becomes first captain in world to win all three ICC trophies,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X