For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবিডি-র বাছাই করা সর্বকালের সেরা আইপিএল একাদশে ভারতের ৭ রথি, অধিনায়ক কে?

এবিডি-র বাছাই করা সর্বকালের সেরা আইপিএল একাদশে ভারতের ৭ রথি, অধিনায়ক কে?

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের জেরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএল। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে চলতি বছর আদৌ টুর্নামেন্ট হবে কিনা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এসবের মধ্যেই নিজের দেখা সেরা সর্বকালের সেরা আইপিএল একাদশ বেছে ফেললেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডিভিলিয়ার্স। দলে রয়েছেন সাত জন ভারতীয় রথি। দলের অধিনায়কও একজন ভারতীয়। দেখে নিন সেই দল।

ওপেনে শেহওয়াগ ও রোহিত

ওপেনে শেহওয়াগ ও রোহিত

ভারতের সর্বকালের অন্যতম সেরা ধ্বংসাত্মক ওপেনার বীরেন্দ্র শেহওয়াগকে ওপেন করাতে চান এবি ডিভিলিয়ার্স। সঙ্গে এই প্রজন্মের সেরা ব্যাটসম্যানদের অন্যতম তথা মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক তথা টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক রোহিত শর্মাকে রেখেছেন এবিডি।

তিন এবং চারে কারা

তিন এবং চারে কারা

এই মুহূর্তে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান হিসেবে গণ্য হওয়া টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিকে তাঁর পছন্দের তিন নম্বর জায়গায় ব্যাটিং করার দায়িত্ব দিয়েছেন এবি ডিভিলিয়ার্স। চার নম্বরে নিজে ব্যাট করতে নামবেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি।

অধিনায়ক ও মিডিল অর্ডার

অধিনায়ক ও মিডিল অর্ডার

ভারত তথা বিশ্বের সর্বকালের সেরা অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকেই নিজের আইপিএল দলের নেতা বেছেছেন এবি ডিভিলিয়ার্স। উইকেট রক্ষার পাশাপাশি ধোনিকে দিয়ে ছয় নম্বরে ব্যাট করতে পাঠাতে চান এবিডি। পাঁচ নম্বর স্থানটি ইংল্যান্ডের অল-রাউন্ডার তথা ২০১৯ বিশ্বকাপের নায়ক বেন স্টোকসকে বেছেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক। সাত নম্বর স্থানটি সংরক্ষিত হয়েছে ভারতীয় অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজার জন্য।

বোলিং বিভাগ

বোলিং বিভাগ

এবি ডিভিলিয়ার্সের তৈরি করা সর্বকালের সেরা আইপিএল একাদশে তিন জন বিশেষজ্ঞ ফাস্ট বোলার জায়গা পেয়েছেন। ভারতের থেকে জায়গা পেয়েছেন ভুবনেশ্বর কুমার ও জসপ্রীত বুমরাহ। রয়েছেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার কাগিসো রাবাডাও। স্পিনার হিসেবে আফগানিস্তানের মিস্ট্রি ম্যান রশিদ খানকে দলে রেখেছেন এবিডি।

আচমকাই উত্তরসূরি মায়াঙ্ককে ধন্যবাদ 'দাদা' সৌরভের, টুইট ভাইরাল সোশ্যাল মিডিয়ায়আচমকাই উত্তরসূরি মায়াঙ্ককে ধন্যবাদ 'দাদা' সৌরভের, টুইট ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

English summary
7 Indian cricketers make place in AB de Villiers best IPL eleven
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X