For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোহলিকে অস্বস্তিতে ফেলার অভিজ্ঞতা রয়েছে, মুম্বইয়ের তুরুপের তাস ৬ ফুট ৮ ইঞ্চির পেসারের

Google Oneindia Bengali News

এদিন টসে তাঁর উচ্চতা বলতে গিয়ে বারবার চেষ্টা করেও স্পষ্ট ভাবে '৬ ফুট ৮ ইঞ্চি' উচ্চারণ করতে পারেননি রোহিত শর্মা। এহেন মার্কো জেনসেনই হলে চলেছে মুম্বইয়ের তুরুপের তাস। ৬ ফুট ৮ ইঞ্চি হলেও ঠিক 'দৈত্যাকার' বলতে যা বোঝায়, তা কিন্তু নন জেনসেন। ২০ বছর বয়সী এই পেসারের গড়ন বেশ ছিপছিপে। দক্ষিণ আফ্রিকার এই পেসার এবছরের আইপিএলের আবিষ্কার হতে চলেছেন বলে মনে করছে মুম্বই টিম ম্যানেজমেন্ট।

ফোটো সৌজন্য BCCI
Photo Credit: ফোটো সৌজন্য BCCI

সদ্য আন্তর্জাতিক ক্রিকেটে হাতেখড়ি হয়েছে জেনসেনের। চলতি বছরের শুরুতেই জানুয়ারিতে পাকিস্তানের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ দলে ছিলেন মার্কো জেনসেন। তবে এবারে আইপিএলের 'হাই প্রেশার' পরিস্থিতিতে কীভাবে নিজেকে মেলে ধরেন, তা দেখতেই আগ্রহী ক্রিকেট বিশেষজ্ঞরা।

৬ ফুট ৮ ইঞ্চির এই পেসার নিয়ে জল্পনা তুঙ্গে থাকলেও নিলামে তাঁকে নিয়ে সরম আগ্রহ দেখায়নি কেউই। তাঁকে ২০ লক্ষ টাকার বেস প্রাইসেই কেনে মুম্বই ইন্ডিয়ান্স। নিজের ক্রিকেট জীবনের প্রথমদিকেই আইপিএলে খেলার স্বপ্ন যে পূর্ণ হতে পারে, তা ভাবেননি মার্কো।

১৪০ থেকে ১৪৫ কিমি গতিতে প্রতি ঘন্টায় বল করতে পারেন মার্কো। উল্লেখ্য, ২০১৮ সালে নেটবোলার হিসেবে ওয়ান্ডারার্সে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে বারংবার অস্বস্তিতে ফেলেছেন মার্কো জেনসেন। জানা যায়, বিরাট কোহলিকে অফ স্ট্যাম্পের বাইরে বার বার পরাস্ত করেছিলেন মার্কো।

English summary
6 Feet 8 Inch tall South African pacer Marco Jensen is going to be a trump card for Mumbai Indians
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X