আইপিএলের ইতিহাসে সবচেয়ে খারাপ বোলিং পারফরম্যান্সে ভারতীয়দের আধিক্য
নোবেল করোনা ভাইরাসের জেরে বন্ধ কার্যত বন্ধ হওয়ার মুখে আইপিএল। তাই ক্রিকেট প্রেমীদের মন ভালো নেই। তা বলে এখনি হতাশ হয়ে পড়ার কারণ নেই। এখনও পড়ে রয়েছে অনেকটা সময়। এখন প্রয়োজন ধৈর্য্য ও প্রতীক্ষা। সেই ফাঁকেই দেখে নেওয়া যাক, আইপিএলের ইতিহাসে সবচেয়ে খারাপ বোলিং পারফরম্যান্স করেছেন কারা।

সন্দীপ শর্মা
ভারতীয় ফাস্ট বোলার সন্দীপ শর্মা আইপিএলের একটি ম্যাচে ৪ ওভার বল করে এক উইকেট নিলেও ৬৫ রান দিয়েছিলেন। কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এই পারফরম্যান্স দিয়েছিলেন সন্দীপ।

উমেশ যাদব
ভারতীয় ক্রিকেট দলের অন্যতম গুরুত্বপূর্ণ বোলার উমেশ যাদব আইপিএলের এক ম্যাচে ৪ ওভার বল করে ৬৫ রান দিয়েছিলেন। ২০১৩-র আইপিএলে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে এই পারফরম্যান্স দিয়েছিলেন তিনি।

ইশান্ত শর্মা
ভারতীয় টেস্ট দলের অতি গুরুত্বপূর্ণ সদস্য ইশান্ত শর্মার আইপিএল কেরিয়ারেও আঁচড় লেগেছে। ২০১৩ সালের আইপিএল সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে ১৬ ম্যাচে ১৫ উইকেট নিয়েছিলেন ইশু। ওই টুর্নামেন্টেই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে এক ম্যাচে, ৪ ওভারে ৬৬ রানও দিয়েছিলেন দিল্লির ফাস্ট বোলার।

মুজিব উর রহমান
২০১৮ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে আইপিএল অভিষেক ঘটে আফগানিস্তানের তরুণ ক্রিকেটার মুজিব উর রহমানের। ওই মরশুমে ১৪ উইকেট নিয়েছিলেন মুজিব। তবে অনভিজ্ঞতার কারণে ওই টুর্নামেন্টেই, সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এক ম্যাচে ৪ ওভার বল করে ৬৬ রান দিয়েছিলেন আফগান স্পিনার।

বাসিল থাম্পি
২০১৮ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে প্রতিনিধিত্ব করেন কেরালার ফাস্ট বোলার বাসিল থাম্পি। ওই মরশুমেই বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৪ ওভার বল করে ৭০ রান দিয়েছিলেন।