For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত বনাম অস্ট্রেলিয়া : ২৪ ঘণ্টায় বিক্রি হল পাঁচটি ম্যাচের সব টিকিট

ভারত বনাম অস্ট্রেলিয়া : ২৪ ঘণ্টায় বিক্রি হল পাঁচটি ম্যাচের সব টিকিট

  • |
Google Oneindia Bengali News

আর কয়েকদিনের মধ্যেই শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়ার অতি প্রতীক্ষিত টেস্ট, ওয়ান ডে এবং টি-টোয়েন্টি সিরিজ। করোনা ভাইরাসের আবহেও এই সিরিজ ঘিরে অজিভূমে উন্মাদনা তুঙ্গে। প্রিয় ক্রিকেটারদের লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেট প্রেমীরা। ক্রিকেট প্রেম যে কতটা, তা প্রমাণ হয় দুই দলের সীমিত ওভারের ম্যাচের টিকিট বিক্রি দেখে।

স্টেডিয়ামে দর্শক

স্টেডিয়ামে দর্শক

করোনা ভাইরাসের আবহে গত জুলাইতেই অস্ট্রেলিয়াকে শুরু হয়ে গিয়েছিল বাইশ গজের খেল। এতদিন দর্শকশূন্য মাঠেই চলছিল খেলা। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে শুরু হতে চলা টেস্ট, ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজে সেই মিথ ভাঙতে চলেছে। ক্যাঙারুর দেশে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকায় ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট, ওয়ান ডে এবং টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলি মাঠে বসে দেখতে পারবেন দর্শকরা। যদিও খুব কম সংখ্যক ক্রিকেট প্রেমীদের মাঠে ঢুকতে দেওয়া হবে।

কত মানুষ একসঙ্গে বসে খেলা দেখবেন

কত মানুষ একসঙ্গে বসে খেলা দেখবেন

সিডনি ক্রিকেট গ্রাউন্ড এবং মানুকা ওভালে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে তিন ম্যাচের ওয়ান ডে এবং টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। দুই স্টেডিয়ামের ধারণক্ষমতার ৫০ শতাংশ দর্শক একসঙ্গে বসে ম্যাচগুলি দেখবেন বলে জানানো হয়েছে।

টিকিট বিক্রি সম্পূর্ণ

টিকিট বিক্রি সম্পূর্ণ

ওয়ান ডে এবং টি-টোয়েন্টি মিলিয়ে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে ৬টি ম্যাচ হবে। তার মধ্যে পাঁচটি ম্যাচের টিকিট ২৪ ঘণ্টার মধ্যে বিক্রি হয়েছে বলে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানানো হয়েছে। অবশিষ্ট এক ম্যাচের টিকিটও দ্রুত শেষ হয়ে যাবে বলে আশা।

ভারত বনাম অস্ট্রেলিয়া

ভারত বনাম অস্ট্রেলিয়া

২৭ নভেম্বর ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর দুই দলের মধ্যে আরও দুটি ওয়ান ম্যাচ খেলা হবে। ৪ ডিসেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে প্রথম টি-টোয়েন্টি খেলবে ভারত। ৬ এবং ৮ ডিসেম্বর দুই দলের মধ্যে শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে।

English summary
5 out of 6 limited overs games between India and Australia has sold out
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X