For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শ্রীলঙ্কার বিরুদ্ধে টস জিতে ব্যাটিং ভারতের, ৪১ বছর পর একসঙ্গে পাঁচজনের অভিষেক

Google Oneindia Bengali News

ভারত অধিনায়ক হিসেবে এই প্রথম টস জিতলেন শিখর ধাওয়ান। একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথম দুটি ম্যাচ জিতে আগেই সিরিজ পকেটে পুরে ফেলেছে ভারত। তবু আজ চলতি বছরে ভারতের শেষ একদিনের ম্যাচে যেমন বিশ্বকাপের সুপার লিগের ১০ পয়েন্ট নিশ্চিত করে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করতে চাইছে ভারত, তেমনই শ্রীলঙ্কাও চাইছে অন্তত ১০ পয়েন্ট দখল করতে।

২১ বছর পর একসঙ্গে পাঁচজনের অভিষেক

আজ কলম্বোয় সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। ভারতীয় দলে ৬টি পরিবর্তন। পাঁচজনের অভিষেক। যে পাঁচজন আজ দেশের হয়ে প্রথম একদিনের আন্তর্জাতিক খেলবেন তাঁরা হলেন নীতীশ রানা, রাহুল চাহার, চেতন সাকারিয়া, কৃষ্ণাপ্পা গৌতম ও সঞ্জু স্যামসন। এ ছাড়াও দলে নেওয়া হয়েছে নভদীপ সাইনিকে। আগের ম্যাচের দলের যাঁরা তৃতীয় ম্যাচে নেই তাঁরা হলেন ঈশান কিষাণ, ক্রুণাল পাণ্ডিয়া, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, দীপক চাহার ও ভুবনেশ্বর কুমার। আজ আবার চাহালের জন্মদিনও। ভুবনেশ্বর না থাকায় সহ অধিনায়ক করা হয়েছে হার্দিক পাণ্ডিয়াকে। তাঁর বোলিং ফিটনেস নিয়ে হার্দিক জানিয়েছেন, তিনি ১০০ শতাংশ ফিট। বোলিং করার মাত্রা ক্রমেই বাড়াবেন এবার থেকে।

১৯৮০ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়া ম্যাচে ভারতের পাঁচজনের একদিনের আন্তর্জাতিকে অভিষেক হয়েছিল একসঙ্গে। তারপর আর এমন ঘটনা ঘটেনি। শ্রীলঙ্কা দলে তিনটি পরিবর্তন। প্রবীণ জয়বিক্রমা, রমেশ মেন্ডিস ও আকিলা ধনঞ্জয় রয়েছেন প্রথম একাদশে।

ভারতের প্রথম একাদশ- শিখর ধাওয়ান (অধিনায়ক), পৃথ্বী শ, সঞজু স্যামসন (উইকেটকিপার), মণীশ পাণ্ডে, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া (সহ অধিনায়ক), নীতীশ রানা, কৃষ্ণাপ্পা গৌতম, রাহুল চাহার, নভদীপ সাইনি, চেতন সাকারিয়া

শ্রীলঙ্কার প্রথম একাদশ- আবিষ্কা ফার্নান্দো, মিনোদ ভানুকা (উইকেটকিপার), ভানুকা রাজপক্ষ, ধনঞ্জয় ডি সিলভা, চরিথ আসালঙ্কা, দাসুন শনকা (অধিনায়ক), রমেশ মেন্ডিস, চামিকা করুণারত্নে, দুষ্মন্ত চামিরা, আকিলা ধনঞ্জয়, প্রবীণ জয়বিক্রমা

English summary
India Have Won The Toss And Elected To Bat First In Colombo. Six Changes In Indian Team Including Five Debutants- Nitish Rana, Rahul Chahar, Chetan Sakariya, K Gowtham And Sanju Samson Making Debut For India.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X