For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৮তে দুটি দেড়শ' করলেন রোহিত! এই কৃতিত্ব আছে আরও ৫ ভারতীয় ব্য়াটসম্যানের, দেখুন

এই বছর রোহিত শর্মা দুবার ১৫০ এর বেশি রান করেছেন। দেখে নিন আরও ৫জন ভারতীয় ব্যাটসম্যানের তালিকা যাঁরা এক বছরে দুটি করে ১৫০ বা তার বেশি রানের ইনিংস খেলেছেন।

  • |
Google Oneindia Bengali News

সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঝকঝকে ১৬২ রানের ইনিংস খেলেছেন রোহিত শর্মা। এর আগে গুয়াহাটিতে প্রথম একদিনের ম্যাচেও ১৫২ রান করেছিলেন তিনি। এই মুহূর্তে একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি দেড়শ' করার রেকর্ড ভারতের সহঅধিনায়কের ঝুলিতেই রয়েছে। সোমবারের ইনিংস নিয়ে তাঁর সাতটি দেড়শ' হয়ে গেল।

এই বছর এখনও অবধি তাঁর দেড়শ'র সংখ্য়া দাঁড়াল দুটি। এই কীর্তি কিন্তু হাতেগোনা কয়েকজন ক্রিকেটারেরই আছে। ইতিহাস ঘাঁটলে দেখা যাচ্ছে রোহিতের আগে মাত্র ৫ ভারতীয় ব্যাটসম্যান এই কাজ করে দেখাতে পেরেছেন।

ওজন ১০০ কেজির বেশি

ওজন ১০০ কেজির বেশি

সিনেমার দুই মূল চরিত্র প্রভাস ও রানা এই সিনেমার জন্য দেহের ওজন ১০০ কেজির বেশি বাড়িয়ে নিয়েছেন। চরিত্রের সঙ্গে মানিয়ে নিতেই এটা করেছেন তাঁরা।

সৌরভ গঙ্গোপাধ্যায় (১৯৯৯)

সৌরভ গঙ্গোপাধ্যায় (১৯৯৯)

ভারতীয় ব্যাটস্যানদের সৌরভ গঙ্গোপাধ্যায়ই প্রথম একই বছরের দুটি দেড়শ' রানের ইনিংস খেলেছিলেন। প্রথমটি শ্রীলঙ্কার বিপক্ষে ১৯৯৯ সালের বিশ্বকাপে টন্টনে। করেছিলেন ১৮৩। দ্রাবিড়ও শতরান করেছিলেনষ ভারত তুলেছিল ৩৭৩ রান। শ্রীলঙ্কা ২১৬ রানে অলআউট হয়। ভারত জেতে ১৫৭ রানে।

পরেরটি এসেছিল নভেম্বরে, গোয়ালিয়রে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তিনি করেন ১৫৫* রান। ভারত ২৬১ রান তুলে ১৪ রানে জয় পায়।

নন ভেজ ডায়েট

নন ভেজ ডায়েট

ডায়েটিশিয়ানের পরামর্শমতো দুজনকেই প্রতিদিন ২০০০-৪০০০ কিলো ক্যালরির খাবার খেতে হয়েছে। যার সবটাই আমিষ ছিল।

গৌতম গম্ভীর (২০০৯)

গৌতম গম্ভীর (২০০৯)

গম্ভীরের দুটি দেড়শ' প্লাস ইনিংসই এসেছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে। ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কা সফরে কলম্বোতে তিনি ঠিক ১৫০ রানই করেছিলেন। ভারত ৩৩২ রান তুলে ৬৭ রানে ম্যাচ জিতেছিল।

পরেরটি আসে ডিসেম্বরে। কলকাতায় সেই ম্যাচে তিনি করেন অপরাজিত ১৫০। শ্রীলঙ্কার ৩১৬ রানের লক্ষ্য তাড়া করে ভারত জেতে ৭ উইকেটে। ওই ম্যাচে বিরাট কোহলিও শতরান করেছিলেন।

ভিএফএক্স স্টুডিও

ভিএফএক্স স্টুডিও

২৬টি ভিএফএক্স স্টুডিও ও ৬০০ জন গ্রাফিক আর্টিস্ট সারা পৃথিবী জুড়ে গ্রাফিক্সের কাজ করেছেন।

সচিন তেন্ডুলকর (২০০৯)

সচিন তেন্ডুলকর (২০০৯)

২০০৯ সালেই দ্বিতীয় ভারতীয় ব্য়াটসম্য়ান হিসেবে এক বছরে দুটি ১৫০ রানের ইনিং খেলেছিলেন সচিন। প্রথমটি আসে মার্চ মাসে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ওই ম্য়াচে ১৬৩রান করেন। কিন্তু সেই ইনিংস খেলতে গিয়ে চোট পেয়ে টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছিলেন তিনি। ওই ম্যাচে ভারত ৩৯২ রান তোলে! নিউজিল্যান্ড ভাল তাড়া করলেও ৩৩৪ রানের বেশি তুলতে পারেনি। ভারত জেতে ৫৮ রানে।

দ্বিতীয় দেড়শ রানে ইনিংস আসে নভেম্বরে বায়দরাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ১৭৫ রান করেও অবশ্য সেই ম্যাচে ভারতকে জেতাতে পারেননি সচিন। অস্ট্রেলিয়ার ৩৫০ রানের লক্ষ্য তাড়া করে ভারত থামে মাত্র ৩ রান পিছনে।

সবচেয়ে উঁচু সেট

সবচেয়ে উঁচু সেট

সাধারণত ভারতীয় সিনেমার জন্য ২৪ ফুট উঁচু সেট তৈরি হয়। তবে বাহুবলীর জন্য সেই উচ্চতা ছিল ৪৫ ফুট।

বীরেন্দ্র সেওয়াগ (২০১১)

বীরেন্দ্র সেওয়াগ (২০১১)

প্রথম ১৫০ রানের ইনিংসটি বীরু খেলেছিলেন ২০১১ সালের বিশ্বকাপে। ঢাকায় তাঁর ১৭৫ রানর সৌজন্যে ভারত তুলেছিল ৩৭০ রান। বিরাট কোহলিও শতরান করেছিলেন। ভারতের জয় এসেছিল ৮৭ রানে।

এরপর ডিসেম্বরে ইন্দোরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি শুধু দেড়শ' ন, করেছিলেন ২১৯ রান। ভারত তুলেছিল ৪১৮ রান! জবাবে ২৬৫ রানেই গুটিয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।

৮০০ টেকনিশিয়ান

৮০০ টেকনিশিয়ান

মোট ৮০০ জনের বেশি টেকনিশিয়ান মিলে 'বাহুবলী' সিনেমায় কাজ করেছেন।

বিরাট কোহলি (২০১৮)

বিরাট কোহলি (২০১৮)

তালিকার শেষ নাম বর্তমান ভারত অধিনায়কের এবং তিনিও রোহিতের মতো এই কীর্তি ছুঁয়েছেন ২০১৮ সালেই। প্রথম ১৫০ রানের ইনিংস তিনি খেলেছেন ফেব্রুয়ারিতে। জক্ষিণ আফ্রিকা সফরে কেপটাইউনে তিনি অপরাজিত ১৬০ রান করেছিলেন। দল করেছিল ৩০৩। ভারত জয় পায় ১২৪ রানে।

আর দ্বিতীয় দেড়শ'টি করেছেন তিনি চলতি সিরিজেই বিশাখাপত্তনম ম্যাচে। তাঁর ১৫৭ রানের দৌলতেই ভারত ৩২১ রান তুলেছিল। কিন্তু সাই হোপের অপরাজিত ১২৩ রানের জোরে সেই ম্য়াচ অমিমাংসিত ভাবে শেষ হয়েছে।

বিশ্বখ্যাত টেকনিশিয়ান

বিশ্বখ্যাত টেকনিশিয়ান

'বাহুবলী' সিনেমায় কাজ করেছেন দিকপাল সব টেকনিশিয়ান। 'জুরাসিক ওয়ার্ল্ড'-এ যে 'স্পেশাল এফেক্ট' দলটি কাজ করেছিল সেই দলের সদস্যরাই এই সিনেমায় কাজ করেছেন।

রোহিত শর্মা

রোহিত শর্মা

চলতি ওযেস্ট ইন্ডিজ সিরিজে প্রথম ম্যাচে গুয়াহাটিতে তিনি করেন অপরাজিত ১৫২। বিরাট কোহলিও শতরান করেন। ভারত ওয়েস্ট ইন্ডিজের ৩২৩ রানের লক্ষ্যমাত্রায় পৌঁছায় মাত্র ২ উইকেট হারিয়ে।

দ্বিতীয় দেড়শটি রোহিত খেলেছেন মুম্বইতে। তাঁর ১৬২ ও আম্বাতি রাযডুর ১০০ রানের দোরে ভারত তুলেছিল ৩৭৭। জবাবে ওয়েস্ট ইন্ডিজ শেষ হযে যায় ১৫৩ রানেই। ভারত জয় পায় বিশাল ২২৪ রানে। যা আগে ব্যাচট করে জেতার নিরিখে ভারতের তৃতীয় বৃহত্তম জয়।

ভাষা

ভাষা

'বাহুবলী' তৈরি হয়েছে তেলেগু ও তামিল ভাষায়। পরে তা ডাবিং করা হয় হিন্দি, মালয়ালম, ইংরেজি, ফরাসি ও জাপানি ভাষায়।

দামি ছবি

দামি ছবি

ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে দামি সিনেমা 'বাহুবলী'। মোট খরচ হয়েছে ২৫০ কোটি টাকা।

৪৫০০ ভিএফএক্স শট

৪৫০০ ভিএফএক্স শট

এই সিনেমার জন্য ৪৫০০টির বেশি 'ভিএফএক্স শট' নেওয়া হয়েছে। ভিস্যুয়াল এফেক্টসেই খরচ হয়েছে ৮৫ কোটি টাকা।

এসএস রাজামৌলি

এসএস রাজামৌলি

অ্যারি অ্যালেক্সা এক্স-টি ক্যামেরা দিয়ে সিনেমাটি শুট করেছেন পরিচালক এসএস রাজামৌলি।

বিবিসি-র সেরা ১০০ লিস্টে

বিবিসি-র সেরা ১০০ লিস্টে

ভারতীয় সিনেমার ১০০ বছর উপলক্ষে তৈরি বিবিসি ডকুমেন্টরিতে স্থান পেয়েছে 'বাহুবলী'। এটাই প্রথম সিনেমা যা রিলিজের আগেই এমন ঘটনা ঘটিয়েছে।

পিটার হেইন

পিটার হেইন

ভিয়েতনাম থেকে ট্রেনার পিটার হেইনকে নিয়ে এসে প্রভাস, রানা, অনুষ্কা ও সত্যরাজকে অ্যাকশন দৃশ্যের অনুশীলন করা হয়েছে।

প্রি-প্রোডাকশন

প্রি-প্রোডাকশন

এটাই প্রথম ভারতীয় সিনেমা যার প্রি-প্রোডাকশনের কাজ হয়েছে দীর্ঘ ১ বছর ধরে। মোট ৩ বছর লেগেছে সিনেমাটি শেষ করতে।

প্রভাসের ডায়েট

প্রভাসের ডায়েট

সিনেমায় দেখানো চেহারা পেতে ও তা ধরে রাখতে প্রতিদিন ৪০টি করে ডিমের সাদা অংশ খেয়েছেন প্রভাস। এমনকী সিনেমার জন্য বিয়েও পিছিয়ে দেন তিনি।

প্রভাসের শরীরচর্চা

প্রভাসের শরীরচর্চা

প্রভাসের জিমের জন্য মোট দেড় কোটি টাকার যন্ত্রপাতি কেনা হয়েছে।

English summary
Rohit Sharma has scored 150 plus twice this year. Here are the list of 5 Indian batsmen who has scored two ODI 150s in a year.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X