৪১তম জন্মদিনে 'ইউনিভার্স বস' গেইলের ৫ সেরা আইপিএল রেকর্ডে নজর ফেরানো যাক
৪১তম জন্মদিন উপলক্ষ্যে 'ইউনিভার্স বস' ক্রিস গেইলকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন ক্রিকেট প্রেমীরা। ক্যারিবিয়ান কিংবদন্তির কাছ থেকে আইপিএল ২০২০-তে বিধ্বংসী পারফরম্যান্স দেখতে চায় বিশ্ব। সেই সূত্রেই দেখে নেওয়া যাক আইপিএলের ইতিহাসে গেইল পাঁচটি অসাধারণ পারফরম্যান্স। দেখে নেওয়া যাক পাঁচ রেকর্ড।

আইপিএলে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর
আইপিএলে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের মালিক ক্রিস গেইল। ২০১৩ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে ৬৬ বলে ১৭৫ রান করেছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি।

আইপিএলে সর্বাধিক শতরান
আইপিএলে এখনও পর্যন্ত ছয়টি শতরান করেছেন ক্রিস গেইল। টুর্নামেন্টে এমন নজির অন্য কোনও ব্যাটসম্যানের নেই। দ্বিতীয় স্থানে থাকা বিরাট কোহলির শতরান সংখ্যা পাঁচ।

পরপর কমলা টুপি
বিশ্বের একমাত্র ব্যাটসম্যান হিসেবে আইপিএলে পরপর দুই বছর সর্বাধিক রান সংগ্রাহক হয়েছিলেন ক্রিস গেইল। ২০১১ ও ২০১২ সালে এই নজির গড়েছিলেন তিনি।

আইপিএলে সর্বাধিক ছক্কা
আইপিএলে ৩২৬টি ছক্কা হাঁকিয়েছেন ক্রিস গেইল। টুর্নামেন্টে সর্বাধিক ছয় এসেছে 'ইউনিভার্স বস'-এর ব্যাট থেকে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা এবি ডিভিলিয়ার্স আইপিএলে ২১২টি ছক্কা হাঁকিয়েছেন।

আইপিএলে দ্রুততম শতরান
আইপিএলে দ্রুততম শতরান রয়েছে ক্রিস গেইলের ঝুলিতে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে ৩০ বলে ১০০ করেছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি।