For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অপ্রত্যাশিত ভাবে যেই পাঁচ ক্রিকেটার ভারতের বিশ্বকাপ দলে ডাক পেতে পারেন!

Google Oneindia Bengali News

চলতি বছরের শেষের দিকেই অস্ট্রেলিয়ার মাটিতে আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে চলেছে। পরপর আইসিসি টুর্নামেন্টের শেষ ধাপ পর্যন্ত গিয়েও চ্যাম্পিয়ন হতে পারেনি বিরাট ব্রিগেড। এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার মাটিতে এই বিশ্বকাপ জিততে মরিয়া ভারতীয় দল। এর জন্য যেকোনও কিছু করতেও রাজি থাকবেন বিরাট কোহলি। এমন কি অপ্রত্যাশিত ভাবে অভিজ্ঞ খেলোয়াড়কেও দলে নেওয়া হতে পারে। দলের থেকে অনেক দিন বা কয়েক বছর বাইরে থাকা এই খেলোয়াড়দের দলে রাখলে ভারতের গভীরতাও বাড়তে পারে। সেরকমই পাঁচজনের নাম এক নজরে দেখএ নেওয়া যাক...

সুরেশ রায়না

সুরেশ রায়না

ভারতীয় মিডল অর্ডারের এককালের স্তম্ভ বলে পরিচিত সুরেশ রায়না দলের বাইরে রয়েছেন বহু মাস। ভারতের হয়ে শেষবার ২০১৮ সালে মাঠে নামতে দেখা গিয়েছেলি তাঁকে। তবে এই সুরেশ রায়নার ব্যাটিংয়ের উপর ভর করেই অতীতে বহু ম্যাচ জিতেছে ভারত। সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে তাঁকে দলে রাখা হতে পারে। তবে তা নির্ভর করবে এই বছরে তাঁর আইপিএল ফর্মের উপর।

দীনেশ কার্তিক

দীনেশ কার্তিক

গত দুই বছর নিয়মিত ভারতে দলে সুযোগ না পেলেও খেলেছেন বেশ কয়েকটি ম্যাচ। বিশ্বকাপ দলেও স্থান পেয়েছিলেন ঋষভ পন্থের আগে। তবে ধারাবাহিকতার অভাবে দল থেকে ছিটকে পড়েন তামিলনাড়ুর এই ক্রিকেটার। তবে প্রায় হারা ম্যাচ জিতিয়ে আনার ও লোয়ার অর্ডারে নেমে ভালো ইনিংস খেলায় দীনেশের জুরি মেলা ভার। এই ক্ষেত্রে তাঁকে দলে রাখা হতে পারে রিজার্ভ উইকেটকিপার হিসাবে। প্রয়োজনে ব্যাটসমান হিসাবেও মাঠে নামানো হতে পারে তাঁকে। সাদা বলের ক্রিকেটে ঋষভের খারাপ ফর্ম জারি থাকলে দীনেশকে যদি দলে নেওয়া হয় তবে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না।

ঈশান কিষাণ

ঝাড়খণ্ডের হয়ে খেলা এই উইকেটকিপার ঘরোয়া ক্রিকেটে ভালো ফর্মে রয়েছেন। তরুণ এই ক্রিকেটার যদি আইপিএল-এ নিজের ছাপ ফেলতে পারেন তবে ঋষভের খারাপ ফর্ম জারি থাকলে ঈশানকে দলে নেওয়া হতে পারে। প্রসঙ্গত, অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতের হয়ে যখন ঋষভ খেলেছিলেন, তাঁর অধিনায়ক ছিলেন ঈশান।

সূর্যকুমার যাদব

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকতার জন্য পরিচিত সূর্যকুমার যাদব। আইপিএল-এ কেকেআর এর হয়ে দুর্দান্ত কয়েকটি মরশুম খেলার পর মুম্বই ইন্ডিয়ান্সদের হয়ে খেলেন তিনি। পারফর্ম্যান্সের দেরে কেকেআর-এর সহ অধিনায়কও হয়েছিলেন তিনি। সেই প্রেক্ষিতে মুম্বইয়ের এই ব্যাটসম্যানকে পাওয়ার হিটার হিসাবে খেলানোর কথা ভাবতে পারে ভারতীয় দল। সম্প্রতি ভআরতিয় এ দলের হয়েও সূর্যকুমারের ব্যাটং নজর কেড়েছে অনেকের।

শ্রেয়স গোপাল

কর্নাটকের এই লেগস্পিনার ঘরোয়া ক্রিকেটে বেশ ধারাবাহিক। পাশাপাশি ব্যাটিংয়েও বেশ হাত রয়েছে তাঁর। ভারতীয় দলের দুই রিস্ট স্পিনারের কেউ যদি চোট পান তবে স্বাচ্ছন্দে দলে ঢুকে যেতে পারেন শ্রেয়স। সেই ক্ষেত্রে বোলিং অলরাউন্ডার হিসাবে তাঁকে খেলানো হতে পারে।

English summary
5 cricketers who might get unexpected call for t20 world cup
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X