আইপিএল নিলামের আগে ফ্র্যাঞ্চাইজি থেকে প্রত্যাখাত হওয়া একমাত্র অধিনায়ক নন স্মিথ! তালিকায় আরও ৪!
২০২১ সালের আইপিএল নিলামের ঠিক আগে স্টিভ স্মিথকে রাজস্থান রয়্যালসের অধিনায়কত্ব কেড়ে নেওয়া তো বটেই, দল থেকেও প্রত্যাখ্যান করা হয়েছে। এমন ঘটনা টুর্নামেন্টে এই প্রথম নয়। এর আগেও চার অধিনায়ককে আইপিএল নিলামের আগে পরিচিত দল থেকে বেরিয়ে যেতে হয়েছিল। সেই সব ব্যক্তিত্বদের চিনে নেওয়া যাক।

জর্জ বেইলি
অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক জর্জ বেইলি ২০১৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবকে নেতৃত্ব দিয়েছিলেন। ২০১৪ সালে টুর্নামন্টের ফাইনালে পৌঁছেছিল প্রীতি জিন্টার দল। তবে ২০১৫ সালে দলের পারফরম্যান্স পড়ে গিয়েছিল। আর সে কারণেই ২০১৬ সালের আইপিএল নিলামের আগে বেইলিকে ছেড়ে দিয়েছি কিংস ইলেভেন পাঞ্জাব।

গ্লেন ম্যাক্সওয়েল
২০১৭ সালের আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবকে নেতৃত্ব দিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। সেবার মাত্র সাতটি ম্যাচ জিততে পেরেছিল প্রীতি জিন্টার দল। তাই ২০১৮ সালের আইপিএল নিলামের আগে গ্লেনকে বাদ দিয়েছিল পাঞ্জাব।

অ্যাডাম গিলক্রিস্ট
কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টের সুদক্ষ নেতৃত্বে ২০০৯ সালে আইপিএল জিতেছিল ডেকান চার্জার্স। ২০১০ সালে সেই দলেরই পারফরম্যান্স তলানিতে গিয়ে ঠেকেছিল। তাই ২০১১ সালের আইপিএল নিলামের আগে গিলক্রিস্টকে ছেড়ে দিয়েছিল ডেকান চার্জার্স।

গৌতম গম্ভীর
২০১১ থেকে ২০১৭ সালের আইপিএল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিয়েছিলেন গৌতম গম্ভীর। তাঁর হাত ধরেই ২০১২ ও ২০১৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। অথচ সেই গম্ভীরকেই ২০১৮ সালের নিলামের আগে ছেড়ে দিয়েছিল অভিনেতা শাহরুখ খানের দল।