For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কপিল-কুম্বলে-হরভজনের পর ৪০০-এর ক্লাবে অশ্বিন, বিশ্বের দ্বিতীয় দ্রুততম

কপিল-কুম্বলে-হরভজনের পর ৪০০-এর ক্লাবে অশ্বিন, বিশ্বের দ্বিতীয় দ্রুততম

  • |
Google Oneindia Bengali News

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টেস্ট ক্রিকেটের এক অনন্য ক্লাবে প্রবেশ করলেন রবিচন্দ্রণ অশ্বিন। যে ক্লাবের সদস্যপদ ইতিমধ্যেই পেয়ে বসে রয়েছেন তিন প্রাক্তন ভারতীয় তারকা। একই সঙ্গে বিশ্বের দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখালেন ভারতীয় অফ স্পিনার। কী বলছে পরিসংখ্যান।

অশ্বিনের ৪০০ উইকেট

অশ্বিনের ৪০০ উইকেট

ভারতীয় দলের জার্সিতে টেস্টে ৪০০ উইকেট নিয়ে এক এলিট ক্লাবের সদস্য হলেন রবিচন্দ্রণ অশ্বিন। কেরিয়ারের ৭৭তম টেস্টে এই কীর্তির অধিকারি হয়েছেন অ্যাশ। চতুর্থ ভারতীয় বোলার হিসেবে এই কাজ করেছেন অফ স্পিনার।

দ্বিতীয় দ্রুততম বোলার

দ্বিতীয় দ্রুততম বোলার

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ৪০০ উইকেটের ক্লাবে প্রবেশ করে বিশ্বের দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে টেস্টে এই নজির গড়লেন রবিচন্দ্রণ অশ্বিন। কেরিয়ারের ৭৭তম টেস্টে এই মাইলস্টোন স্থাপন করলেন টিম ইন্ডিয়ার অফ স্পিনার। নিউজিল্যান্ডের কিংবদন্তি রিচার্ড হ্যাডলি ও দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ফাস্ট বোলার ডেল স্টেইনকে টপকে গেলেন অশ্বিন।

হ্যাডলি ও স্টেইনের ডুয়েল

হ্যাডলি ও স্টেইনের ডুয়েল

নিজ নিজ দেশের হয়ে মোট ৮০টি টেস্ট খেলে ৪০০ উইকেটের ঘরে পৌঁছেছিলেন কিংবদন্তি রিচার্ড হ্যাডলি ও ডেল স্টেইন। টেস্টে দ্রুততম বোলার হিসেবে এই নজির গড়া ক্রিকেটারদের তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছিলেন দুই প্রাক্তন তারকা। তাঁদের টপকে গেলেন রবিচন্দ্রণ অশ্বিন।

শীর্ষে মুরলীধরন

শীর্ষে মুরলীধরন

তালিকার শীর্ষ স্থানে রয়েছেন মুথাইয়া মুরলীধরন। মাত্র ৭২টি টেস্ট খেলে ৪০০ উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কার কিংবদন্তি অফ স্পিনার। কেরিয়ারে মোট ৮০০টি উইকেট নিয়েছেন মুরলী। মোতেয়ার ৪০০ উইকেটের ঘরে প্রবেশ করে সেই কিংবদন্তির কাছাকাছি পৌঁছবেন ভারতের রবিচন্দ্রণ অশ্বিন।

চতুর্থ ভারতীয় বোলার

চতুর্থ ভারতীয় বোলার

এর আগে ভারতের হয়ে টেস্টে ৪০০ এবং তার বেশি উইকেট নিয়েছেন কিংবদন্তি অনিল কুম্বলে (৬১৯), কপিল দেল (৪৩৪) ও হরভজন সিং (৪১৭)। সেই তালিকায় এবার যুক্ত হল ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্রণ অশ্বিনের নাম।

English summary
400 test wickets for Ravichandran Ashwin, achives massive milestone
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X