For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাতিল মিশ্রর স্পিনের দাপটে লঙ্কার বিরুদ্ধে লিড পেল ভারত

  • |
Google Oneindia Bengali News

কলম্বো, ২২ অগাস্ট : মহেন্দ্র সিং ধোনির আমলে বাতিল লেগস্পিনার অমিত মিশ্রের স্পিনের ছোঁবলে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন ঘুরে দাঁড়াল ভারত। ৩০৬ রানে লঙ্কা বাহিনীকে গুটিয়ে দিয়ে গুরুত্বপূর্ণ ৮৭ রানের লিড নিল কোহলির ভারত।

এদিন মধ্যাহ্নভোজ পর্যন্ত একটি উইকেটও ফেলতে পারেনি ভারত। এরপরে দ্বিতীয় সেশনে চারটি ও তৃতীয় সেশনে তিনটি উইকেট খোয়ায় শ্রীলঙ্কা, সৌজন্যে অমিত মিশ্র। তবে তার মাঝেই ঝকঝকে শতরান করেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথেউজ।

ঋদ্ধির অনবদ্য অর্ধশতরান, ৩৯৩ রানে শেষ হল ভারতের প্রথম ইনিংস

ম্যাথেউজ ও থিরিমান্নে ইনিংসটাকে ভালোই ধরে নিয়েছিলেন। তবে পরের দিকে থিরিমানে আউট হতেই ধস নামে শ্রীলঙ্কার ব্যাটিংয়ে। মাত্র ৬৫ রানে পড়ে যায় শেষ ছ'টি উইকেট। এবং গুরুত্বপূর্ণ লিড পায় ভারত।

বৃহস্পতিবার শুরু হওয়া দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। সিদ্ধান্ত ভাল ছিল না খারাপ তা বোঝার আগেই চোট সারিয়ে ফেরত আসা মুরলী বিজয় ও অজিঙ্ক রাহানে ফেরত যান ড্রেসিংরুমে। একটা সময় মাত্র ১২ রানে ২ উইকেট খুইয়ে ভারত ধুঁকছিল ভারত।

সেখান থেকে দলের হাত ধরেন অধিনায়ক কোহলি ও লোকেশ রাহুল। লম্বা পার্টনারশিপ করে বিরাট ৭৮ রানে ফেরত গেলেও রাহুল শতরান (১০৮) করেন। প্রাথমিক বিপর্যয় কাটিয়ে দিনের শেষে ৬ উইকেটে ৩১৯ রান করে টিম ইন্ডিয়া। শুক্রবার বাংলার ঋদ্ধিমান সাহার অনবদ্য অর্ধশতরানের দৌলতে ৩৯৩ রানে শেষ করে ভারত।

বৃহস্পতিবার খেলা শুরুর আগে কোহলি জানান, প্রথম টেস্টের ৮টি সেশনের মধ্যে মাত্র ২টিতে পিছিয়ে থেকেই টেস্ট হার হজম করতে হয়েছে বিরাট কোহলির ভারতকে। তবে সেই হার থেকে শিক্ষা নিয়ে এগোতে চাইছে ভারত। এটি শ্রীলঙ্কার ব্যাটসম্যান কুমার সঙ্গকারার বিদায়ী টেস্ট। সেই নিয়ে এমনিতেই একটি আবহ তৈরি হয়ে রয়েছে। শ্রীলঙ্কা চাইছে টেস্ট জিতে তাঁকে ভালোভাবে বিদায়ী সংবর্ধনা দিতে। অন্যদিকে প্রথম টেস্টের ভুল শুধরে এই টেস্ট জিতে সিরিজ ১-১ করতে মরিয়া ভারত।

এই টেস্টে কয়েকটি উল্লেখযোগ্য পরিবর্তন করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। আহত শিখর ধাওয়ানের জায়গায় চোট সারিয়ে দলে এসেছেন মুরলী বিজয়। বাদ পড়েছেন হরভজিন সিং ও বরুণ অ্যারন। এদের জায়গায় দলে এসেছেন স্টুয়ার্ট বিনি ও উমেশ যাদব।

তিন টেস্টের এই সিরিজে এই ২ নম্বর টেস্টি খেলেই ক্রিকেটকে বিদায় জানাবেন কুমার সঙ্গকারা। তৃতীয় টেস্ট হওয়ার কথা আগামী ২৮ অগাস্ট থেকে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবের মাঠে।

English summary
2nd Test: India make 3 changes, opt to bat first; Harbhajan dropped
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X