For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল নিলাম ২০২০ : আকর্ষণের কেন্দ্রে ১৪ বছরের স্পিনার থেকে ৪৮ বছরের বাবা

আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে উঠে আসা ১৪ বছরের স্পিনার নুর আহমেদ লাকানওয়াল এখন বিশ্বের বিস্ময়। রশিদ খান, মুজিব-উর-হরমানের যোগ্য উত্তরসূরি ভাবা হচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

আর কিছু সময়ের মধ্যেই কলকাতার গ্র্য়ান্ড হোটেলে শুরু হবে ২০২০ আইপিএলের নিলাম। এই ইভেন্ট ঘিরে শহরে নজর রেখেছে ক্রিকেট বিশ্ব। যার অন্যতম আকর্ষণ বিডে অংশ নেওয়া ১৪ বছরের স্পিনার থেকে ৪৮ বছরের বাবা।

 ১৪ বছরের স্পিনার

১৪ বছরের স্পিনার

আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে উঠে আসা ১৪ বছরের স্পিনার নুর আহমেদ লাকানওয়াল এখন বিশ্বের বিস্ময়। রশিদ খান, মুজিব-উর-হরমানের যোগ্য উত্তরসূরি ভাবা হচ্ছে। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যে আফগানিস্তানের অনূর্ধ্ব ১৯ দলে নুর আহমেদ লাকানওয়ালকে অন্তর্ভূক্ত করা হয়েছে।

আইপিএলে দর উঠবে

আইপিএলে দর উঠবে

ঠিক যেভাবে রশিদ খান ও মুজিব-উর-রহমানকে আবিষ্কার করেছিল আইপিএল। একইভাবে এই ২০২০ আইপিএলেও আফগানিস্তানের ১৪ বছরের স্পিনার নুর আহমেদ লাকানওয়ালকে ফ্রাঞ্চাইজিগুলি নিতে উদগ্রীব থাকবে বলে মনে করা হচ্ছে।

৪৮ বছরের তাম্বে

৪৮ বছরের তাম্বে

দুই সন্তানের বাবা মুম্বই-র লেগ স্পিনার প্রবীন তাম্বের নাম ২০২০ আইপিএল-র নিলামেও অন্তর্ভূক্ত রয়েছে। তিনি এবারও খেলার সুযোগ পেলে, তা টুর্নামেন্টের ইতিহাসে রেকর্ড হবে।

আশাবাদী তাম্বে

আশাবাদী তাম্বে

তাঁর বয়স যে ৪৮, তা মনেই করেন না ভারতীয় লেগ স্পিনার প্রবীন তাম্বে। ২০১৩ সালে রাজস্থান রয়্যালসের হয়ে চুটিয়ে খেলা প্রবীন, আগামী মরশুমেও চুটিয়ে ক্রিকেট খেলতে চান বলে জানিয়েছেন।

English summary
2020 IPL will see youngest and oldest cricketers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X