For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২০ আইপিএলে কমল ডবল হেডারের সংখ্যা, কী বলছে সূচি

২০২০ আইপিএলে কমল ডবল হেডারের সংখ্যা, কী বলছে সূচি

  • |
Google Oneindia Bengali News

২৯ মার্চ থেকে শুরু হতে চলা ১৩তম আইপিএলে কমছে ডবল হেডারের সংখ্যা। বিসিসিআই প্রকাশিত লিগ সূচি অনুযায়ী টুর্নামেন্টের কোনও ডবল হেডার শনিবার রাখা হয়নি। তাই টুর্নামেন্টের আয়তন বেড়েছে বলে মনে জানানো হয়েছে।

আইপিএলের সূচি

আইপিএলের সূচি

প্রকাশিত সূচি অনুযায়ী ২০২০ আইপিএলের প্রথম ম্যাচ হবে মুম্বই-র ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সেই ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। নক আউটের সূচি প্রকাশ না হলেও এখনও পর্যন্ত যা খবর, তাতে ২৪ মে আইপিএলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার সূচি প্রকাশ

আইপিএলের লিগ পর্যায়ের সম্পূর্ণ সূচি গত শনিবারই ফ্রাঞ্চাইজিগুলির হাতে পৌঁছে যায়। সোশ্যাল মিডিয়ায় তা প্রকাশও করে দেওয়া হয়। তবে বিসিসিআই আনুষ্ঠানিক ভাবে আইপিএলের লিগ পর্যায়ের সূচি প্রকাশ করল মঙ্গলবার। নিজেদের টুইটার অ্যাকাউন্টে তা পোস্ট করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

ডবল হেডারের সংখ্যা

ডবল হেডারের সংখ্যা

২০২০-র আইপিএল সূচি তৈরির ক্ষেত্রে বিস্তর আলোচনা নয়। টুর্নামেন্টে এবার যে ডবল হেডারের সংখ্যা কমিয়ে দেওয়া হতে পারে, সে বিষয়েও আলোচনা চলছিল। অবশেষে সেটাই সত্যি হল। বিসিসিআই প্রকাশিত আইপিএল সূচিতে চোখ রাখলে দেখা যায়, অন্যান্য বারের মতো এবার শনিবারগুলিতে কোনও ডবল হেডার রাখা হয়নি। কেবল রবিবার দুটি করে ম্যাচ হবে বলে জানানো হয়েছে। অর্থাৎ টুর্নামেন্ট চলাকালীন মোট ৬টি রবিবার পাওয়া যাচ্ছে। তাই এবারের আইপিএলে ডবল হেডারের সংখ্যাও ৬।

কবে কবে ডবল হেডার

কবে কবে ডবল হেডার

১) ৫ এপ্রিল বিকেল চারটে নাগাদ মুম্বই-র ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

২) ১২ এপ্রিল একই সময়ে হায়দরাবাদে হোম টিমের মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস।

৩) ১৯ এপ্রিল ডবল হেডারের প্রথম ম্য়াচে অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের চ্যালেঞ্জ সামলাবে কলকাতা নাইট রাইডার্স।

৪) ২৬ এপ্রিলের প্রথম ম্যাচে মোহালিতে কিংস ইলেভেন পাঞ্জাবের সঙ্গে খেলবে কলকাতা নাইট রাইডার্স।

৫) ৩ মে বেঙ্গালুরুতে হোম টিমের মুখোমুখি হবে কিংস ইলেভেন পাঞ্জাব।

৬) চিপক স্টেডিয়ামে ডবল হেডারের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের সঙ্গে দিল্লি ক্যাপিটালসের খেলা হবে ১০ মে।

English summary
2020 IPL has only 6 afternoon matches, not more double headers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X